শনিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২রা শাবান, ১৪৪৬ হিজরি

হাতিবান্ধায় ০৮ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩

প্রকাশিত হয়েছে-

শরিফা বেগম শিউলী স্টফ রিপোর্টারঃ-

হাতিবান্ধায় ০৮ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। বুধবার ২৭ এপ্রিল ২০২২ইং র‍্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন গড্ডিমারী ইউনিয়নের মধ্যগড্ডিমারী গ্রামের খানের বাজার মোড়স্থ মরহুম হাজী হাফেজ আব্দুল গফ্ফার সড়ক টু উত্তর সিংগীমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ০৮ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ শামিম ইসলাম (২৫), পিতা-মোঃ সহিদার রহমান, জেলা-লালমনিরহাট থেকে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় র‍্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।##