বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান জলদী হোসাইনিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ এবং মাদ্রাসার বর্তমান গভর্ণিং বডির সম্মানিত সহসভাপতি
বর্ষীয়ান আলেমে দ্বীন,
বাঁশখালী পৌরসভার সাবেক সফল মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনীর শ্রদ্ধেয় আব্বাজান
হোসাইনিয়া পরিবারের অভিভাবক আলহাজ হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান যিনি জলদী হোসাইনয়া কামিল মাদ্রাসাকে কামিল স্তর পর্যন্ত উন্নীত করার অন্যতম ত্যাগ স্বীকারকারী হাজারো আলেমের উস্তাদ
অত্র দ্বীনি কাননের জন্য যিনি নিজের সর্বস্ব বিলীন করে দিয়েছেন অকাতরে
অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করে তিলে-তিলে অত্র প্রতিষ্ঠানকে যিনি শূন্য থেকে সর্বোচ্চ শিখরে তুলে এনেছেন।
আত্মপ্রচারবিমুখ নিভৃত্যচারী এই আল্লাহর ওলীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী ও সেক্রেচারী মাওলানা জসিম উদ্দীন মিছবাহসহ উপজেলা নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে গভীর ভাবে শোক প্রকাশ করেন। এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আল্লাহ এই গুণী ব্যাক্তিকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন আমিন।
Leave a Reply