মঙ্গলবার , ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগ

প্রকাশিত হয়েছে-

কাজল আইচ, উখিয়া কক্সবাজার

কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের আওতায়ধীন ১৫ আগস্ট শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে স্বাধীনতার স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

শনিবার ২৭ আগস্ট ২০২২ ইং কোট বাজার ষ্টেশনে রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত শোক সভায় সকাল ৮ টায় দলীয় ও কালো পতাকা উত্তলন (অধঃ নমিত করণ) কালো ব্যাজ ধারণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা অর্পন,কোট বাজার স্টেশন জামে মসজিদে খতমে কোরআন ও মিলাদ মাহফিল দুপুর ২টায় শোক র‍্যালী ৩টায় আলোচনা সভা করে গণভোজের মধ্যেদিয়ে রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের দিনব্যাপী কর্মসূচি পালন সম্পন্ন হয়েছে।

উখিয়া উপজেলা আওতাধীন রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত শোক র‍্যালি ও আলোচনা সভায় রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

জেলার সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া-টেনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। এসময় আরো সিনিয়র নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী রাজা ও
কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ এম ইউনুস বাঙালী।

উক্ত আয়োজিত আলোচনা সভায় রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা’র সঞ্চালনার মধ্যে দিয়ে উপস্থিতি বক্তব্য রাখেন জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মেম্বার, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন মেম্বার, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মঞ্জুর, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, শ্রমিক লীগের সভাপতি সরোওয়ার কামাল পাশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা সাংবাদিক রাসেল চৌধুরী, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ নোমান ও অন্যান্য নেতৃবৃন্দ।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করে উখিয়া উপজেলা আওয়ামী লীগের আওতাধীন, রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম জাতীয় শোক দিবস ২০২২ স্বতঃস্ফূর্ত ভাবে সম্পন্ন করা হয়েছে।