Warning: Creating default object from empty value in /home/ukhiyavoice24/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29 UkhiyaVoice24.Com » ১৫ নারী সম্মাননা পেলেন কক্সবাজারের সফল উদ্যোক্তারা » Print
১৫ নারী সম্মাননা পেলেন কক্সবাজারের সফল উদ্যোক্তারা
প্রকাশিত হয়েছে-
ইমরান তাওহীদ রানা:- বার্তাসম্পাদক,
কক্সবাজারের সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করেছে নারী উদ্যোক্তাদের অন্যতম সংগঠন ‘গ্লোরিয়াস ওমেন এন্টারপ্রেনার্স অব বাংলাদেশ’। শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের তারকা মানের বে বসতি রিসোর্টে বিভিন্ন ক্যাটাগরিতে সফল উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।
বর্ষসেরা উদ্যোক্তা- গ্লোরিয়াস ওমেন এন্টারপ্রেনার্স অব বাংলাদেশ ২০২২-২০২৩ নির্বাচিত হয়েছেন কায়রা’স ফিউশন এর স্বত্বাধিকারী নাসরিন সুলতানা এ্যানি। এ ছাড়াও বর্ষসেরা উদ্যোক্তা (কক্সবাজার) নির্বাচিত হয়েছেন পোশাক এর স্বত্বাধিকারী শাহানা চুমকি; বর্ষসেরা নবীন উদ্যোক্তা- গ্লোরিয়াস ওমেন এন্টারপ্রেনার্স অব বাংলাদেশ নির্বাচিত হয়েছেন কুকিস এর স্বত্বাধিকারী তাসনোবা করিম; বর্ষসেরা সফল নবীন উদ্যোক্তা-গ্লোরিয়াস ওমেন এন্টারপ্রেনার্স অব বাংলাদেশ নির্বাচিত হয়েছেন পিউর এর স্বত্বাধিকারী মোর্শেদা ডলি। বেস্ট সেইলর নির্বাচিত হয়েছেন হেমা বুটিকস এর স্বত্বাধিকারী হেমা বড়ুয়া এবং বর্ষসেরা রাধুনি রসনা বিলাস ট্রাস্ট্রের ফাইজা জাফর।
আজীবন সম্মাননা দেয়া সংরক্ষিত আসনের এমপি কানিজ ফাতেমা ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরীকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোরিয়াস ওমেন এন্টারপ্রেনার্স অব বাংলাদেশ এর নির্বাহী পরিচালক শাহরীন জাহান ইফতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্দেশ চৌধুরী খোকা ও জাকিয়া সুলতানা আলো।