বুধবার , ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

১ লাখ ৭০ হাজার পিছ ইয়াবাসহ মাদক কারবারী আটক

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়া রত্নাপালং করইবনিয়া এলাকা হইতে অভিযান চালিয়ে ১ লক্ষ্য ৭০ হাজার পিছ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার ৩৪ বিজিবি রেজুআমতলী বিওপির সদস্যরা। যার আনুমানিক মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা।

আটককৃত মাদক কারবারি হলেন উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার বসবাসকারী বার্মায়া আলী হোসেনের ছেলে মোঃ রফিক উদ্দিন রফিক (৩৫)।

৩০ আগস্ট ২০২১ খ্রিঃ সোমবার পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে জানান, ৩০ আগস্ট সোমবার সকাল১০,৩০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ৪নং রাজাপালং ইউপি’র গোলডেবার পাহাড় নামক স্থানে অভিযান চালিয়ে পিঠে লুঙ্গি দিয়ে বাঁধা অবস্থায় ৭০ হাজার পিছ ইয়াবাসহ একজনকে আটক করে রেজুআমতলী বিওপি’র সদস্যগণ।

পরে আটককৃত মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে একইদিন বিকাল ৪,৩০ ঘটিকার দিকে একই এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় উখিয়ার ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে মোঃ শাজাহান (২৭) সহ অজ্ঞাতনামা ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যায়।

তিনি আরো জানান, এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রফিক উদ্দিন আটক হলেও
ইকবাল, তার ছোট ভাই ভোট্টো, আরফাত, হাকিম আলী, শাহ জাহান ধরাছোঁয়ার বাইরে।

উল্লেখ্য, কক্সবাজার ৩৪ বিজিবি গত ০১ জানুয়ারি ২০২১ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৫ লক্ষ ৪৭ হাজার ৫১৭ পিছ ইয়াবাসহ ১৬৩ জন আসামী আটক করে।