শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন

প্রকাশিত হয়েছে-

ইমরান তৌহিদ রানা, বার্তা সম্পাদক।

আগামীকাল ২৬ ডিসেম্বর ২০২১ খ্রিঃ রবিবার অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার ইউপি নির্বাচনের অংশ হিসেবে চকরিয়া উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

অবাধ, সুষ্ঠু , নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে অদ্য ২৫ ডিসেম্বর ২০২১ খ্রিঃ শনিবার ৯ ঘটিকার দিকে চকরিয়া থানা প্রাঙ্গণে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ, আনসার সদস্য, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এর উপস্থিতিতে ব্রিফি সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান, পিপিএম, কক্সবাজার উক্ত সভায় উপস্থিত সকলকে নিরপেক্ষতা, সতর্কতা এবং সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানান।