মহান আল্লাহ তায়ালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরআন-সুন্নাহ তথা ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করার দাবীতে ওলামা-মাশায়েখ সম্মেলনের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আগামী ২৭ নভেম্বর (শনিবার) বিকেল ২ টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে আজ (২৪ নভেম্বর) এক বিবৃতিতে ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে হেফাজতে ইসলামের সকল পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা ও দেশের তৌহিদী জনতার প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।
বিবৃতিতে তিনি বলেন,আগামী ২৭ নভেম্বর শনিবার বিকাল ২টায়,ঢাকা জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে মহান আল্লাহ্ তায়ালা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কুরআন-সুন্নাহ তথা ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করার দাবীতে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।
হেফাজতের সকল পর্যায়ের নেতাকর্মী ও ওলামা-মাশায়েখদের প্রতি আমরা সম্মেলনকে সফল করার জন্য আহ্বান জানাচ্ছি।
Leave a Reply