মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

৭০ হাজার ইয়াবাসহ এক নারী কারবারিকে আটক করেছে র‍্যাব ১৫

প্রকাশিত হয়েছে-

টেকনাফ উপজেলা প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফ থেকে ৭০ হাজার ইয়াবাসহ এক নারী কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫।

গত ২৪ মে-২০২৫ খ্রি: শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক। ধৃত ছেনুয়ারা বেগম (৪৮) টেকনাফ মুন্ডার ডেইল পশ্চিম সাগরপাড়ের শামসুল আলম প্রকাশ শুক্কুরের স্ত্রী বলে জানা যায়। র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বলেন, টেকনাফের মুন্ডার ডেইল এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবার একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে অবস্থান করেছিল। উক্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ হাজার ইয়াবা ও একটি বাটন ফোনসহ নারী কারবারিকে আটক করতে সক্ষম হয়।

আটক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেন র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।