উখিয়া উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক ষ্টেশন কোটবাজারের ফজলুল হক প্লাজার আল-আরফাহ ইসলামী ব্যাংক এর উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শীতার্তদের মাঝে শীতবস্ত বিতরণ করেন
এআইবি পিএলসি কোর্টবাজার শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আবদুর রব। বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এন. আলম শপিং কমপ্লেক্স এর স্বত্বাধিকারী মোঃ নুরুল আলম সাহেব।
গতকাল ৮ জানুয়ারি সোমবার দুপুর ১২ টা থেকে শুরু করে দুই দফায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আল-ফারুক ইনিস্টিউট ও এতিমখানা (খোন্দকারপাড়া), খালেদ বিন ওয়ালিদ হেফজখানা ও এতিমখানা (হাতিরঘোনা), গয়ালমারা মাদ্রাসা, ফাতেমাতুজ জুহরা বালিকা মাদ্রাসা (খোন্দকারপাড়া) এবং কোর্টবাজার টম টম মালিক সমিতির সহযোগীতায় তেলিপাড়াস্থ সমিতি কার্যালয়ে শীতার্ত ও দুস্থদের মাঝেষ শীতবস্ত (কম্বল) বিতরণ করা হয়।
শীতার্তদের মাঝে শীতবস্ত বিতরণ কালে এআইবি পিএলসি কোর্টবাজার শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আবদুর রব বলেন, যে কোন দুর্যোগ ও মানবতার সেবায় আল-আরফাহ ইসলামী ব্যাংক সবসময় জনগণের পাশে রয়েছেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি এন. আলম শপিং কমপ্লেক্স এর স্বত্বাধিকারী মোঃ নুরুল আলম সাহেব আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কল্যাণমুখী মানব সেবা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন বলেন, শীতার্ত মানুষেরা শীতবস্ত্র পেয়ে খুশি ও এই কার্যক্রমে অন্যরা উৎসাহ পাবেন। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি এর সভাপতি জনাব খোরশেদ আলম বাবুল, কোর্টবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল মনসুর চৌধুরী, কোর্টবাজার হোটেল মালিক সমিতির সভাপতি এবং কোর্টবাজার টম টম মালিক সমিতির প্রধান উপদেষ্ঠা জনাব রেজাউল করিম, সমিতির সাধারন সম্পাদক হারুন, সোহেল চৌধুরী। এছাড়া এআইবি পিএলসি কোর্টবাজার শাখার অপারেশন ম্যানেজার জনাব মোহাম্মদ স্বপন উদ্দিন।
Leave a Reply