এনজিও শেড কর্তৃক আয়োজিত ধর্মীয় নেতাদের নিয়ে বার্ষিক ইমাম সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত।

এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ উখিয়া।

শেড ও ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত ইউনিয়ন ভিত্তিক ধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে অদ্য ২৬ ডিসেম্বর-২০২৪ খ্রি: বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার দিকে উখিয়া উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত ইউনিয়ন ভিত্তিক ধর্মীয় বার্ষিক ইমাম সমাবেশে-২০২৪ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুল হাসান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি জনাব আরিফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বদরুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোহাম্মদ আল মামুন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান,

মডেল কেয়ারটেকার ইসলামিক ফাউন্ডেশন উখিয়া উপজেলা শাখার দায়িত্বশীল মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, রাজাপালং ও রত্নাপালং ইউনিয়নের ইমাম খতিব ও আলেম ওলামাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বক্তব্যে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধ করতে মসজিদের ইমাম খতিব এবং কাজী সাহেবদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ করেন, বক্তব্য বক্তারা আরো বলেন, ইমাম খতিব মানি নেতা সমাজে সবচেয়ে আলেম ওলামা ও ইমাম খতিবদের অবদান অনেক বেশি কিন্তু তার পরেও একজন সমাজের উচ্চ মানুষ আলেম ওলামা মাসিক হাদিয়া দিতেও ৬ মাসের বকেয়া থাকে। সর্বশেষে ধর্মীয় নেতৃবৃন্দদের মাঝে ব্যাক বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *