Month: আগস্ট ২০২০

  • চান্দগাঁওয়ে মা ও ছেলেকে জবাই করে হত্যা।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    চান্দগাঁওয়ে মা ও ছেলেকে জবাই করে হত্যা।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    আলমগীর ইসলামাবাদী
    (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

    চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় এক মা ও তার নয় বছর বয়সি শিশু সন্তানকে গলাকেটে খুন করেছে দুষ্কৃতিকারীরা।
    পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়িতে সোমবার (২৪ আগস্ট) আনুমানিক রাত আটটার দিকে এ ঘটনা ঘটে বলে ধারনা পুলিশের।

    নিহত দুইজন হলো- মা গুলনাহার বেগম (৩৩) ও তার ছেলে রিফাত (৯)।
    চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় মা ও ছেলে খুন হয়েছে। নিহতদের গলায় ছুরিকাঘাতের চিণ্হ পাওয়া গেছে। ক্রাইমসিনে আমরা এসেছি। কেন বা কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে৷ এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

  • চট্টগ্রামে সাংবাদিকদের উপর হামলা; অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে -ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর

    চট্টগ্রামে সাংবাদিকদের উপর হামলা; অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে -ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর

    UkhiyaVoice24.Com

     

     

    আলমগীর ইসলামাবাদী
    (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

    গত ২৪ আগস্ট-২০২০ পেশাগত দায়িত্ব পালনকালে এভাবেই হামলার শিকার হন নয়াদিগন্ত পত্রিকার সিনিয়র সাংবাদিক মুহা. আক্তার হোসাইন সহ আরো অনেকে।

    চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ‘মুক্তিযোদ্ধা সন্তান ও কমান্ডারদের’ মানববন্ধন কর্মসূচীতে অতর্কিত হামলা চালায় বাঁশখালীর আওয়ামীএমপি মোস্তাফিজের অনুসারিরা। এসময় হামলাকারীরা সাংবাদিকদের উপরও চড়াও হয়ে মারধর করে এবং ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় প্রায় ১০ জন সাংবাদিক আহত হয়।

    ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি রিদুয়ানুল হক শামসী, সহ-সভাপতি তানভীর হোসাইন এবং সাধারণ সম্পাদক মুহা. নাজিম উদ্দিন আজ ২৫ আগস্ট-২০২০ এক যৌথ বিবৃতিতে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।

    বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশ ও মানবতার কল্যাণে কাজ করা কলম সৈনিক সাংবাদিকদের উপর এমন সন্ত্রাসী হামলা কিছুতেই মেনে নেয়া যায় না। অবিলম্বে হামলাকারী ও হামলায় নির্দেশদাতা এবং ইন্ধনদাতাদেরও খুঁজ বের করে শাস্তি নিশ্চিত করতে হবে।

    প্রেস বিজ্ঞপ্তি

    মুহা. ইব্রাহিম খলিল
    প্রচার ও প্রকাশনা সম্পাদক
    ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর।
    মোবাইলঃ 01839429093

  • জামিয়া পটিয়ার নবনির্বাচিত নায়েবে মুহতামিমকে আন্তরিক শুভেচ্ছা ? ও সংক্ষিপ্ত পরিচিতি এবং হজুরের ভিডিও বয়ানের লিংক দেওয়া আছে নিচে = UkhiyaVoice24.Com

    জামিয়া পটিয়ার নবনির্বাচিত নায়েবে মুহতামিমকে আন্তরিক শুভেচ্ছা ? ও সংক্ষিপ্ত পরিচিতি এবং হজুরের ভিডিও বয়ানের লিংক দেওয়া আছে নিচে = UkhiyaVoice24.Com

    আলমগীর ইসলামাবাদী (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

    তিনি খ্যাতিমান তাফসীরকার, যশদ্ধী ইসলামী অর্থনীতিবিদ, বহু ভাষার সাহিত্যিক, শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ সাহেব দাঃ বাঃ।

    তিনি ১৯৭২ সালে কক্সবাজারের উখিয়া আলহাজ্ব মাওলানা আমির হামযার সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন ৷

    তিনি জামিয়া পটিয়া হতে ১৯৯২ সালে বেফাকুল মাদারিস বোর্ড হতে তাকমিল শ্রেণীতে রেকর্ড সংখ্যক মার্ক পেয়ে প্রথম স্থান অর্জন করেন ৷

    ১৯৯৪ সালে থেকে ২০০০ সাল পর্যন্ত ৬বছর সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে শিক্ষক ও অনুবাদক হিসেবে কাজ করেন ৷

    ২০০১ সাল থেকে এপর্যন্ত জামিয়া ইসলামিয়া পটিয়ায় পাঠ দান করে যাচ্ছেন ৷ এছাড়া জামিয়ার বিভিন্ন আরবি, ইংরেজি, বাংলা ম্যাগাজিনের সম্পাদনার দায়িত্ব পালন করেন ৷

    তিনি দীর্ঘ দিন পর্যন্ত দেশ বিদেশে ওয়াজ, লেকচার, সেমিনারের মাধ্যমে দ্বীনের খেদমত করে যাচ্ছেন ৷

    তিনি ২০০৫ সালে সাউথ আফ্রিকায় Radio Islam এ প্রোগ্রাম করেন ৷ ২০০৮ সালে সৌদি বাদশার আমন্ত্রণে মক্কা শরিফে অনুষ্ঠিত ধর্মীয় সংলাপ ও কনফারেন্সে অংশ গ্রহণ করেন ৷

    ২০১২ সালে বৈরুত, লেবনানে আরব লীগ Ice cream এর যৌথ উদ্দোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবিক আইন শীর্ষক কোর্সে অংশ গ্রহণ করেন ৷

    ২০১৭ সালে আমেরিকা যুক্তরাষ্টের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে “ধর্মশিক্ষা বিষয়ক সেমিনারে অংশ গ্রহণ করেন ৷ একই বছরে ইন্দোনেশিয়ার আররানিয়ান ইউনিভার্সিটিতে “আন্তর্জাতিক মানবিক আইন” শীর্ষক সেমিনারে স্পীকার হয়ে প্রবন্ধ পাঠ করেন ৷
    ২০১৮ সালে মক্কা নগরীতে অনুষ্ঠিত রাবেতাতুল ইসলামিয়ার সেমিনারে ১ম স্থান অর্জন করেন ৷

    এছাড়া দেশ বিভিন্ন ব্যাংক, সংগঠনের দায়িত্ব পালন করে যাচ্ছেন ৷

    হুজুরের যোগ্যতার সবচে বড় দলিল হল হুজুরের কোন ধরণের সরকারি সনদ না থাকা সত্বেও ঢাকা সহ দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে হুজুরের সুযোগ মত কম পক্ষে মাসে ১বার হলেও লেকচারের জন্য প্রস্তাব আসে ৷
    হুজুরের লিখিত বই ১. Charity in Islam, ২. Respect for the dead বহির্বিশ্বে ব্যাপক সাড়া জাগিয়েছে ৷
    এছাড়া হুজুরের বিষয় ভিত্তিক তত্ব বহুল বয়ানের বই প্রকাশিত হয়েছে ৷

    এক কথাই বললে ওনি সকলের সুপরিচিত মুখ বহু ভাষার অধিকারী মাওলানা হারুন ইসলামাবাদীর প্রতিচ্ছবি ৷

    আল্লাহ হুজুরের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন

     

    https://www.facebook.com/410183906264668/posts/700397230576666/

  • বরিশালে রিকশা চালক কর্তৃক ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করলো এয়ারপোর্ট থানা পুলিশ।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    বরিশালে রিকশা চালক কর্তৃক ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করলো এয়ারপোর্ট থানা পুলিশ।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

     

    মুহাম্মাদ সাইফুল্লাহ আল মনির
    বরিশাল জেলা প্রতিনিধি

    বরিশালে রিকশা চালক কর্তৃক এক নারীর ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করে চালককে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।এ সময় ছিনতাইয়ের কাজে ব্যাবহৃত একটি ব্যাটারী চালিত রিকশা জব্দ করা হয়েছে।

    আটক রিকশা চালক কাশীপুর বিল্লাবাড়ী এলাকার বাসিন্দা মৃত খালেক হাওলাদারের ছেলে ছালাম হাওলাদার(৫০)।

    সোমবার ২৪আগষ্ট দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি আরও জানান,বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি এলাকার বাসিন্দা মোসাঃ লাইজু বেগম (৪২) ২৩ আগষ্ট ভোরে লঞ্চে ঢাকা থেকে বরিশাল এসে রহমতপুর মেয়ের বাড়ি যাওয়ার জন্য একটি ব্যাটারী চালিত রিকশায় ওঠেন। প্রায় ২০ মিনিট পরে রিকশা চালক কাশীপুর মহামায়ার পোল এর পশ্চিম পার্শে লাদেন সড়কের মধ্য একটি কালভার্টের উপর রিকশা থামায়। রিকশা থামানোর কারন জিজ্ঞাসা করিলে রিকশা চালক লাইজু বেগমকে খুন করার ভয় ভীতি দেখিয়ে তার গলা চেপে ধরে কানের দুল এবং সাথে থাকা মালামাল ছিনিয়ে নেয় এ সময় লাইজু বেগম ভয়ে চিৎকার করিলে রিকশা চালক তাকে ধাক্কা দিয়ে ময়লা আবর্জনার ড্রেনের মধ্য ফেলে দিয়ে চলে যায়।পরে লাইজু বেগম স্থানীয়দের সহযোগিতায় অন্য একটি রিকশায় রহমতপুর তার মেয়ের বাড়ি চলেযান এবং তার মেয়েকে জানান।পরে ২৩ আগষ্ট দুপুরে লাইজু বেগম তার মেয়েকে নিয়ে রিকশা চালককে খুঁজতে বরিশাল আসেন।এক পর্যায়ে ভাগ্যক্রমে রিকশা চালককে বিবির পুকুরের পশ্চিম পার্শে দেখতে পেয়ে কোতয়ালী থানা পুলিশকে অবহিত করলে তারা এসে রিকশা চালকে আটক করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করেন।

    পরে এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় রিকশা চালক ছালাম হাওলাদারের বাড়ীতে অভিযান চালিয়ে লাইজু বেগমের ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়।

    উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান,আটক রিকশা চালক ছালাম হাওলাদারকে জব্দ করা রিকশা সহ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

  • চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলাঃবাঁশখালীর এমপির এপিএসসহ আটক ৪।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলাঃবাঁশখালীর এমপির এপিএসসহ আটক ৪।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

     

    আলমগীর ইসলামাবাদী
    (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

    মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলা: বাঁশখালীর সাংসদের এপিএসসহ আটক ৪
    চট্টগ্রামের বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের এপিএস মোস্তাফিজুর রহমান রাসেলসহ চারজনকে আটক করেছে পুলিশ। নগরীর প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড আয়োজিত মানববন্ধনে হামলার মামলায় তাদের আটক করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

    আটক অপর তিনজন হলেন, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলামের পিএস আবুল কালাম, ১২ নম্বর ইউনিয়ন শেখেরখীলের মিজানুর রহমান তালুকদার ও এনামুল হক। মামলায় আরও অভিযুক্ত অন্যরা হলেন: জিল্লুল করিম শরীফ, মৌলভী আক্তার হোসেন, ফজলুল করিম ফজু, আবুল কালাম চৌধুরী, আবু ছালেহ, মাহবুবুর রহমান, হারুনুর রশিদ, মিজানুর রহমান, সেলিম উদ্দিন চৌধুরী, খোরশেদুল আলম, হেলাল উদ্দিন চৌধুরী, মনজুরুল ইসলাম, শহিদুল ইসলাম, এনামুল হক, আবুল মোমেন, মো. সেলিম, মো. হেলাল, নাসির উদ্দিন, দীপেস চক্রবর্তী, মোজাম্মেল, সৈয়দুল ইসলাম, মোরশেদুর রহমান নাদিম ও মনির উদ্দিন বাবু। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

    এর আগে আজ সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বাঁশখালীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কর্মসূচিতে সশস্ত্র হামলায় আহত হন মুক্তিযোদ্ধা-সাংবাদিকসহ অন্তত ১৫ জন। হামলার জন্য মুক্তিযোদ্ধারা বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমানের অনুসারীদের দায়ী করেন।

    সাংবাদিকদের ভিডিওচিত্রে দেখা যায়, সাংসদ মোস্তাফিজুর রহমানের এপিএস এ কে এম মোস্তাফিজুর রহমান রাসেল ও বাঁশখালী পৌর মেয়র সেলিমুল হকের যৌথ নেতৃত্বে একটি মিছিল কর্মসূচি শুরুর পর অবস্থান কর্মসূচির দিকে এগিয়ে আসে। পাশ দিয়ে যাওয়ার সময় মিছিলের লোকজন লাঠি নিয়ে মুক্তিযোদ্ধাদের অবস্থান কর্মসূচিতে হামলা চালায়। এতে কর্মসূচি পণ্ড হয়ে যায়।

    এর আগে সকালে চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ব্যানারে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী মৌলভী সৈয়দের বড় ভাই ডা. আলী আশরাফকে মৃত্যুর পর সম্মাননা না জানানো, মুক্তিযুদ্ধ নিয়ে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমানের কটূক্তির প্রতিবাদ, বাঁশখালীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলার প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেয়া হয়। কর্মসূচিতে সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচি শুরুর কিছুক্ষণের মধ্যে হামলার ঘটনা ঘটে।

  • কক্সবাজার সাগর উপকূলে দেশের দ্বিতীয় বৃহত্তম ইয়াবার বড় চালান উদ্ধার করেছে র‌্যাব।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    কক্সবাজার সাগর উপকূলে দেশের দ্বিতীয় বৃহত্তম ইয়াবার বড় চালান উদ্ধার করেছে র‌্যাব।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

     

    ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।

    আইন শৃঙ্খলা বাহিনীর সাড়াশি অভিযানে দীর্ঘদিন গা-ঢাকা দেয়া মাদক ব্যবসায়ীরা গ্রামে ফিরতে শুরু করছে। দিন দিন কৌশল পাল্টে সীমান্ত দিয়ে আসছে ইয়াবার বড় বড় চালান। সীমান্ত এলাকা টেকনাফ, হ্নীলা, হোয়াইক্ষং, বালুখালী, ঘুনধুম, নাইক্ষংছড়ি, বঙ্গেপসগর প্রবৃত্তি রুট দিয়ে প্রতিনিয়ত আসছে ইয়াবার বড় বড় চালান।

     

    তবে কৌশল পাল্টে সেসব ইয়াবা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে।

    টেকনাফে ওসি প্রদীপ কান্ডের পর থেকে কার্যত আইন শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী অভিযানে স্থবিরতা হয়েছিলো বলে অনেকে ধারণা করেছিল। সেসব প্রসূত ধারণাকে কবর রচণা করে গতকাল উদ্ধার হলো দেশের দ্বিতীয় বৃহত িইয়াবার চালান উদ্ধার করে কক্সবাজারের বৃহৎ মাদক অভিযানের নেতৃত্ব দিয়েছেন । কক্সবাজার র‌্যাব-১৫ উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ১৩ লাখ। তবে গত কয়েক বছর আগে গত ৬ই ফেব্রুয়ারী’১৫ ইংরেজী। চট্টগ্রাম বন্দরের জলসীমায় দেশের বৃহত্তম ইয়াবার চালান উদ্ধার করেছিল।নৌ-বাহীনির চোরাচালান প্রতিরোধে দায়িত্বরত সদস্যরা।

    তবে গতকাল ২৩ আগস্ট রবিবার বিকাল ৫টার দিকে। এসময় ইয়াবা বহনকারী একটি মাছ শিকারের বোটসহ ২জনকে আটক করতে সক্ষম হন।

    কক্সবাজার পৌরশহরের মাঝিরঘাট থেকে কক্সবাজারের সর্ব বৃহত ইয়াবার চালানটি আটক করতে সক্ষম হন।

    আটককৃতরা হলো কক্সবাজার সদর থানার ঝিলংজা ইউনিয়নেরে দক্ষিণ হাজির পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে বিলাল (৪৫) ও উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এইচ ব্লকের বশির আহমদ এর পুত্র আয়াজ (৩৪)।

    আজ সোমবার (২৪ আগস্ট) কক্সবাজার র‌্যাব-১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫ অতিরিক্ত মহাপরিচালক (আপারেশন) কর্ণেল তোফায়েল মোস্তাফা সারোয়ার এ তথ্য ব্রিফিং দেন। আটককৃত ২জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন এ বিশাল ইয়াবার চালানটি গভীর সাগর হয়ে পাচার করার উদ্যেশ্যে বার্মা থেকে আনা হয়েছিল।

    সরকারের মাদক বিরোধী জিরো টলারেন্স নীতিতে আমরা সার্বক্ষনিক মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে ।

    কক্সবাজারবাসীকে মাদক সংক্রান্ত তথ্য দিয়ে সকলকে সহযোগীতা করার আহবান জানান।

     

  • কওমী মাদরাসাগুলো খোলার অনুমতি প্রজ্ঞাপনে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী- শেখ হাসিনা।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    কওমী মাদরাসাগুলো খোলার অনুমতি প্রজ্ঞাপনে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী- শেখ হাসিনা।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    কওমী মাদ্রাসা খোলার অনুমতি।

    মুহাম্মাদ সাইফুল্লাহ আল মনির
    বিশেষ প্রতিনিধি:

    আজ বিকাল ৫ টার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।কিছুক্ষন পুর্বে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিষয়টি জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রতিনিধি দলকে জানানো হয়েছে বলে মিডিয়াকে নিশ্চিত করেছেন বোর্ডের সহ-সভাপতি ড. মুশতাক আহমদ ও আল্লামা ইয়াহইয়া মাহমুদ।

    এর আগে কওমী মাদরাসা শিক্ষার সম্মিলিত শিক্ষাসংস্থা ‘আল হাইআতুল উলইআ লিল জামিয়াতিল কওমিয়া’র অধিনে থাকা কওমী মাদরাসাসমূহের একটি বোর্ড ‘জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের’ উধ্বর্তন চারজন সদস্য তথা এ বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ ও মাওলানা ইয়াহইয়া মাহমুদ এবং বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী এবং মাওলানা মুজিবুর রহমানসহ কওমি আলেমদের একটি প্রতিনিধি দল গত ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সাথে বৈঠক করেন এবং কওমী মাদরাসাগুলো খুলে দেওয়ার অনুরোধ করেন।

    এরপর ১৮ আগস্ট এ বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ ও মাওলানা ইয়াহইয়া মাহমুদ আলাদা আলাদা ঘোষণার মাধ্যমে কওমী মাদরাসাসমূহে পরীক্ষা নেওয়া এবং অনেকাংশেই মাদরাসা খুলে দেওয়ার সংবাদ দেন।

    কিন্তু মৌখিকে অনুমতির পরেও অনেকেই মাদ্রাসা খুলতে ভয় পাচ্ছিলেন।যে বিষয় মাওলানা ইয়াহইয়া মাহমু এক লাইভেল মাধ্যমে বলেছিলেন – খুব শীঘ্রই সরকারি প্রজ্ঞাপন এর মতো কোনো সুসংবাদ আসতে পারে। আজ সেই সুসংবাদ এসেছে বলে ধারণা করা হচ্ছে।

    আইনগত ভাবে দেশের কওমি মাদ্রাসাগুলো খুলতে এখন আর কোন বাধা রইলো না বলেই মনে করা হচ্ছে।

    করোনাকালীন সময়ে করোনা মহামারীর বিস্তার রোধে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে কওমী মাদরাসামূহকেও গত ১৮ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছিলো। পরবর্তিতে আলেমদের দাবি অনুসারে স্বাস্থ্যবিধি মেনে ১২ জুলাই থেকে কওমী মাদরাসাসমূহের হিফজ বিভাগ খুলে দেয় সরকার। গত ৮ জুলাই এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে হেফজ বিভাগ খুলে দেওয়ার অনুমতি দেয়।

    ১২ জুলাই থেকে হিফজ বিভাগ খুলে দেওয়ার অনুমতি দিয়েছে সরকার।

    এর আগে ১ জুন দেশের কওমি মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তির কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে অফিস খোলার অনুমতি দিয়েছিল।

    পরবর্তিতে গত ১৩ জুলাই হাইআতুল উলয়ার বৈঠকে মাদ্রাসা খোলার বিষয়ে সরকারের সঙ্গে মধ্যস্থতা করতে মাওলানা মাহফুজুল হককে আহবায়ক করে ৮ সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়েছিলো।

    এরপর গত ২৩ জুলাই হাইআতুল উলআর পক্ষ থেকে ৮-ই আগষ্ট দেশের সকল কওমী মাদরাসা খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। কিন্তু ৫ আগস্ট হাইআর একটি মিটিংয়ের মাধ্যমে ৮ আগষ্ট কওমী মাদরাসা খোলার পূর্ব সিদ্ধান্ত স্থগিত করা হয় সরকার আগামী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়ার পর। এরপর মাদরাসা খোলার নতুন সিদ্ধান্ত আসবে বলেও জানানো হয়। যা নিয়ে সরকারের সাথে হাইয়াতুল ‍উলআর পক্ষ থেকে মধ্যস্থতা করার চেষ্টা করা হয় যেসব এর পরিপ্রেক্ষিতে এবং জাতীয় দ্বীনি শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠার মাধ্যমে কওমী মাদরাসাসমূহকে প্রাথমিকভাবে পরীক্ষা গ্রহণের মৌখিক অনুমতি দেওয়া হয়।যা আজ প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হচ্ছে।

  • চট্টগ্রামে ৩৮ ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ ছাড়পত্র বাতিল।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    চট্টগ্রামে ৩৮ ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ ছাড়পত্র বাতিল।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    আলমগীর ইসলামাবাদী (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

    স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স নবায়ন না করায় চট্টগ্রামের ৩৮টি ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশগত ছাড়পত্র বাতিল করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া ৮টি বেসরকারি হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্রও চেয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নুরুল্লাহ নুরী
    মো. নুরুল্লাহ নুরী বলেন, ‘বেশ কিছু দিন আগে পরিবেশগত ছাড়পত্র নবায়নের জন্য চিঠি দেওয়া হয় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সমূহকে। পরে দেখা গেল- বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন করা হয়নি।‘যাদের লাইসেন্স নবায়ন করা নেই, তাদের পরিবেশগত ছাড়পত্র বাতিল করা হয়েছে। ’
    পরিবেশগত ছাড়পত্র বাতিল হওয়া ডায়াগনস্টিক সমূহ হলো- হালিশহরের অর্গান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, চাঁন্দগাও এলাকার রয়েল প্যাথলজি সেন্টার, মেডিকেল স্কয়ার, খুলশীর সিইআইটিসি লেন্স প্রসেসিং ইউনিট, হামজারবাগের সিটি লাইফ ডায়াগনস্টিক কমপ্লেক্স, আগ্রাবাদ ও বন্দর এলাকার সানওয়ে মেডিক্যাল সেন্টারের দুটি শাখা। মনসুরাবাদ, জামালখান এবং দেওয়ানহাটের সূর্যের হাসি নেটওয়ার্কের তিনটি শাখা, পাঁচলাইশ এলাকার দি হেলথ হোম (প্রা) লিমিটেড, চকবাজারের উডল্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পাঁচলাইশ এলাকার চিটাগং কেমোথেরাপি সেল সেন্টার, উত্তর আগ্রাবাদের নিষ্কৃতি ক্লিনিক, আকবরশাহ এবং চাঁন্দগাও ইমেজ সূর্যের হাসি ক্লিনিক। আন্দরকিল্লা এলাকার মুন ডায়াগনস্টিক সেন্টার, নতুন বাজার এলাকার কিউম্যাক্স হেলথ কেয়ার, হালিশহরের মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার,প্যানাসিয়া ক্লিনিক্যাল ল্যাব (প্রা) লিমিটেড, বন্দর ফ্রি বোর্ড এলাকার মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার, বাকলিয়া ও কুলগাঁও অক্সিজেন মোড়ের ব্র্যাক যক্ষ্মা নির্ণয় কেন্দ্র, পতেঙ্গার কাঠঘর ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার। হালিশহরের এম এন ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার, ঈদগাঁ এলাকার মেডিসেভ প্যাথলজি ল্যাব, জামালখানের ল্যাব ওয়ান হেলথ সার্ভিসেস, সদরঘাটের পালস ক্লিনিক্যাল ল্যাবরেটরি অ্যান্ড ডায়াগনসিস, কোতোয়ালি থানা এলাকার দি মেডিক্যাল ল্যাবরেটরি, আগ্রাবাদের মেডিসিন মেডিক্যাল সার্ভিসেস । মেহেদীবাগের হরমোন ও ডিএনএ সেন্টার, কে বি ফজলুল কাদের রোড়ের কর্ণফুলী ব্লাড অ্যান্ড খেলা থ্যালাসেমিয়া সেন্টার, খুলশীর চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন, নাসিরাবাদের বায়েজিদ ডায়াগনস্টিক সেন্টার, প্রবর্তক মোড়ের বাংলাদেশ আই হসপিটাল লি., কালুরঘাটের হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টার, কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেডি মেক্স ডায়াগনস্টিক সেন্টার।

    সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রোবাবর (২৩ আগস্ট) ছিল বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার সমূহের লাইসেন্স নবায়নের শেষ দিন। করোনাকালীন সময়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার সমূহের অনিয়মের লাগাম টানতে গত ৮ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

  • মুরাদপুরে ট্রাক চাপায় প্রাণ গেল সিএনজি ড্রাইভার।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    মুরাদপুরে ট্রাক চাপায় প্রাণ গেল সিএনজি ড্রাইভার।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

     

    আলমগীর ইসলামাবাদী
    (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

    চট্টগ্রামের মুরাদপুরে ট্রাক চাপায় প্রাণ গেল সিএনজি চালকের
    নগরীর মুরাদপুরের প্রধান সড়কে পণ্য বোঝাই একটি ট্রাক চাপায় মো. রুবেল (৪২) নামের এক সিএনজি চালক নিহত হয়েছে। গতকাল রবিবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

    ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী পাঁচলাইশ থানাধীন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) অনিল বিকাশ চাকমা বলেন, মুরাদপুরে মূল সড়কে একটি সিএনজি রাস্তার পাশে গাড়ি রেখে সিএনজি চালক বসে গ্যাস চেক করছিলো। এমন সময় একটি পণ্য বোঝাই ট্রাক সিএনজির পাশ দিয়ে যাওয়ার সময় বসে গ্যাস চেক করা সিএনজি চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. রুবেল নামের সিএনজি চালক নিহত হয়।

    সিএনজি চালক মো. রুবেলের জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার বাবার নাম আবদুল বারেক ও মা কহিনুর বেগম। তিনি নগরীর চাঁন্দগাও থানাধীন রেয়াজউদ্দিন উকিল সড়কের এসএমএস মাদ্রাসা এলাকার বাসিন্দা।

  • কক্সবাজারের চকরিয়া হারবাং ইউনিয়নের চেয়ারম্যান  মা- মেয়েকে গ্রু চুরির অপরাদের নামে নির্যাতন।।। লাইভে আসলেন মুফতী রাজি সাহেব

    কক্সবাজারের চকরিয়া হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মা- মেয়েকে গ্রু চুরির অপরাদের নামে নির্যাতন।।। লাইভে আসলেন মুফতী রাজি সাহেব

    উখিয়া ভয়েস ২৪ ডটকম 

     

     

    জাঁহেলি যোগের মত নির্যাতন, আজ আমাদের সমাজেও হয়েগেল।

    এ ঘটনা নিয়ে মানবতা ও সামাজিকতার পক্ষে লাইভে আসলেন, তরুণ মুফাচ্ছির  

    আল্লামা মুফতী সাখাওয়াত হোসেন রাজি সাহেব (হাফিজাহুল্লাহ)    https://www.facebook.com/sakhawathossainrazi/videos/997746740676717/

     

    https://www.facebook.com/sakhawathossainrazi/videos/997746740676717/