Month: মে ২০২২

  • টেকনাফ সমুদ্র সৈকতে কাছিমের বাচ্চা অবমুক্ত

    টেকনাফ সমুদ্র সৈকতে কাছিমের বাচ্চা অবমুক্ত

    ইব্রাহীম মাহমুদ

    সীমান্ত উপজেলা টেকনাফের উপকূলীয় ৫নং বাহারছড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের উত্তর শিলখালী এলাকায় ইউএসআইডির আর্থিক সহায়তায় পরিচালিত কোডেক বাস্তবায়িত নেচার এন্ড লাইফ প্রকল্পের তত্ত্বাবধানে উত্তর শিলখালী এলাকায় জন্ম নেওয়া প্রায় সাড়ে তিন শত সামুদ্রিক কাছিমের বাচ্চাকে বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে। বুধবার (১১ মে) দুপুরে বাহারছড়া ইউপির উত্তর শিলখালী সমুদ্রে হয়ে এসব কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়।

    এদিকে অবধি ২ হাজার ৪০৪টি ডিম সংরক্ষণ করা হয়েছে। এবং আজকের সাড়ে ৩শ বাচ্চাসহ গত কয়েকদিন আগে ১১’শ ৮১টি বাচ্চা সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।

    দীর্ঘদিন ধরে নেচার এন্ড লাইফ প্রকল্পের সরাসরি তত্ত্বাবধানে উত্তর শিলখালী তাদের নিজস্ব হ্যাচারির রাত প্রহরী নুরুল আমিন সমুদ্র চরে রাতবেরাতে ঘুরে ঘুরে সমুদ্র থেকে যখন মা কাছিম ডিম ছাড়তে তীরে উঠে তখন দীর্ঘ সময় অপেক্ষা করে কাছিমের ডিম সংগ্রহ করে হ্যাচারিতে সংরক্ষণ করা হয়।

    সেখানে জন্ম নিচ্ছে এসব বাচ্চা।পরে একটি নির্দিষ্ট সময়ের পর বড় হলে সেগুলোকে আনুষ্ঠানিকভাবে সাগরে অবমুক্ত করা হয়।

    টেকনাফ বন রেঞ্জের আওতাধীন শিলখালী রেঞ্জের বন কর্মকর্তা শফিউল আলম জানান, সামুদ্রিক কচ্ছপের ডিম সংরক্ষণ ও প্রজনন প্রক্রিয়ার তদারকি করে আসছে কোডেকের প্রজেক্ট (নেচার এন্ড লাইফ প্রকল্প) তাদের উত্তর শিলখালী নিজস্ব হ্যাচারিতেই জন্ম নিয়েছে এসব কাছিমের বাচ্চা।

    টেকনাফ উপজেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হুদা বলেন,”কাছিম সমুদ্রের ময়লা আবর্জনা খেয়ে সমুদ্রকে পরিষ্কার রাখে, সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কাছিমের যেমন প্রয়োজন তেমন অন্য সব সামুদ্রিক প্রাণী সংরক্ষণে কোডের কাজ প্রসংশার দাবি রাখে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক নাজমুল হুদা, কোডেক ন্যাচার এন্ড লাইফের প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর নারায়ন কান্তি দাস, এনআরএম ম্যানেজার অসীম বড়ুয়া, ন্যাচার এন্ড লাইফের সাইট কো-অরডিনেটর শরিফুল আলম, লিয়াকত আলী ও সাপোর্ট স্টাফ-রমেশ চাকমাসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মচারীরা।

  • চট্টগ্রামে ফুটপাত,রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী ও রাখার দায়ে ২০ ব্যক্তিকে ৮৮হাজার টাকা জরিমানা

    চট্টগ্রামে ফুটপাত,রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী ও রাখার দায়ে ২০ ব্যক্তিকে ৮৮হাজার টাকা জরিমানা

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ ১১ মে ২০২২- বুধবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে জাকির হোসেন রোড ও পাহাড়তলী ওয়ার্লেস এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি দায়ে ৮ দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে পলিথিনমুক্ত পরিবেশ বান্ধব নগরী গড়ার লক্ষ্যে পাহাড়তলী থানাধীন ঝাউতলা বাজারে পলিথিন বিরোধী অভিযান পরিচালিত হয়। এই সময় দুইটি দোকান থেকে পলিথিন ব্যাগ জব্দ করা হয় এবং পলিথিন ব্যাগ বর্জনের জন্য দোকানদার ও ক্রেতা সাধারনের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।
    অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এর নেতৃত্বে নগরীর চান্দগাঁও আরাকান রোডের মৌলভী পুকুরপাড় থেকে সিএন্ডবি বালুরটাল পর্যন্ত রাস্তা ও ফুটপাতে নির্মাণ সামগ্রী রেখে ও দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১২ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পুর্বক ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর একই আদালত কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এর দায়েরকৃত মোকদ্দমায় ২ ব্যক্তিকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
    অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

  • রংপুর ট্যাকসেস বার এসোসিয়েশনের নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষ

    রংপুর ট্যাকসেস বার এসোসিয়েশনের নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষ

    শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টার

    রংপুর ট্যাকসেস বার এসোসিয়েশনের নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষ।আগামী ২৯ শে মে, ২০২২ইং অনুষ্ঠেয় রংপুর টাকসেস বার এসোসিয়েশনের নির্বাচন২০২২-২০২৪ এর জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে আগ্রহী প্রার্থীরা। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ছিল ১০ মে মঙ্গলবার বিকাল ৫ ঘটিকা পর্যন্ত।

    রংপুর কর আইনজীবিদের আসন্ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মোঃ ফজলুল হক ও সহকারী নির্বাচন কমিশনার মোঃ তোফাজ্জল হোসেন জানান, আসন্ন নির্বাচনে মোট ১১টি পদের বিপরীতে মনোনয়নপত্র
    জমা পড়েছে ২২টি।

    এতে সভাপতি পদে এ্যাড. নুরুজ্জামান ও এ্যাড. দীপক কুমার সাহা, সহ-সভাপতি পদে মোঃ আব্দুল মান্নাফ ও মোঃ সাইফুল হক, সাধারণ সম্পাদক পদে এ্যাড. শফিকুল ইসলাম মুকু ও এ্যাড. কাজী মোঃ মুস্তাফিজুর রহমান (দুলাল), সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ জাবেদ চৌধুরী ও হারুনার রশিদ (মনু), কোষাধ্যক্ষ পদে মোঃ জাফর রিয়াজ ও আফরোজা শারমিন কনা এবং কার্যকরী সদস্য পদে সৈয়দ আব্দুর রব বাবুল, এ্যাড. জাকিয়া সুলতানা চৈতী, মোঃ মশিয়ার রহমান, মোঃ আনোয়ারুল ইসলাম মন্ডল, মোঃ মাসুদুর রহমান চৌধুরী, মোঃ আহসান হাবীব, দেবাশীষ কুমার সাহা, রেজাউল ইসলাম সুজন, সাইদুর রহমান রনি, মোঃ মাজহারুল ইসলাম মারুফ, এ.কে.এম রহমতুল্লাহ অপু, মোঃ লাল মিয়া (রফিকুল) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    উল্লেখ্য যে, সর্বশেষ সভাপতি মোঃ মাসুম খান ও সাধারণ সম্পাদক মোঃ মতলুব হোসেন পদাধিকার বলে কার্যকর কমিটির সদস্য থাকবেন। নির্বাচন কমিশনার জানান, আগামী ১১ মে মনোনয়নপত্র বাছাই, ১৬ মে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়, ১৭ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৯মে দুপুর ১২টা হইতে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।##

  • রমজানের সময় ইফতার মাহফিলে দাওয়াত না দেওয়ার জের

    রমজানের সময় ইফতার মাহফিলে দাওয়াত না দেওয়ার জের

    টেকনাফ উপজেলা সদর ইউনিয়নে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক এনাম মেম্বারের নেতৃত্বে তার সন্ত্রাসী দলের হাতে হামলার শিকার হলেন একই এলাকার মোঃ ইউনুসের পুত্র কলেজ পড়ুয়া শিক্ষার্থী মোঃ জসিম উদ্দিন (৩০)
    পবিত্র ঈদুল ফিতরের রাত (২)মে আনুমান ৩ ঘটিকার সময় একই এলাকায় ঘটনা টি ঘটে থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়।
    কলেজ পড়ুয়া শিক্ষার্থী জসিম উদ্দিন বলেন,
    এনামের নেতৃত্বে নাজির পাড়া এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে বলে জানান।
    জসিম উদ্দিন আরো বলেন,
    আমাকে এবং আমার পরিবারের সদস্যদের কে এনাম মেম্বারের আত্মীয়-স্বজনরা প্রতি নিয়ত হুমকি ধামকি দিয়ে আসছে।
    এ ব্যাপারে টেকনাফ সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক এনাম মেম্বারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমার বিরুদ্ধে জসিম উদ্দিন সহ তাঁর আত্মীয় স্বজনরা অপপ্রচার চালাচ্ছে।
    এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বাদী জানান।

  • বিরামপুরে রাস্তায় উপর খড় শুকানোর দুর্ঘটনার সংখ্যা বাড়ছে সচেতনতায় ইউ এন ও এর অভিযান

    বিরামপুরে রাস্তায় উপর খড় শুকানোর দুর্ঘটনার সংখ্যা বাড়ছে সচেতনতায় ইউ এন ও এর অভিযান

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    বোরো মৌসুম আসলেই দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন পাকা রাস্তায় ধান মাড়াই,খড় শুকানো ও ধান শুকানোসহ বিভিন্ন কাজ করতে দেখা যায় কৃষকদের। এতে রাস্তায় সাধারণ মানুষের চলাচলে যেমন বিঘ্ন হচ্ছে তেমনি দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। এ ধরণের কাজ থেকে বিরত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে সচেতন করতে উপজেলা শহরে বের হয় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

    মঙ্গলবার (১০মে) বিকেলে উপজেলার দিওড় ইউনিয়নের বিভিন্ন পাকা রাস্তা পরিদর্শন করেন, উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, তদন্ত (ওসি) নওয়াবুর রহমান, এসআই নিহার রঞ্জন সরকার,উপজেলা প্রশাসনের স্টাফরাসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

    এবিষয়ে জানতে চাইলে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, রাস্তায় ধান মাড়াই,খড় শুকানো ও ধান শুকানোর কোন নিয়ম নেই। এতে সাধারণ মানুষের চলাচলে যেমন বিঘ্ন হচ্ছে তেমনি দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। এ ধরণের কাজ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করছি।তিনি আরো বলেন, উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ ও ইউপি সদস্যদের সাথে নিয়ে উপজেলা প্রশাসন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • টেকনাফে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ শুভ উদ্বোধন

    টেকনাফে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ শুভ উদ্বোধন

    টেকনাফে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ শুভ উদ্বোধন

    ইব্রাহীম মাহমুদ

    সীমান্ত উপজেলা টেকনাফে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর খেলা শুভ উদ্ধোধন করা হয়েছে।

    আজ মঙ্গলবার (১০ মে) বিকেলে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ টুর্নামেন্টে টেকনাফ উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ সাতটি দল অংশ গ্ৰহণ করেন।
    টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু’র সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবসারের সঞালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরফানুল হক চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো এমদাদুল চৌধুরী, ৪নং সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বি.এ বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাত হোসেন খোকন, সাবরাং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল ফয়েজ মেম্বার ও সাবরাং ইউনিয়ন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ছিদ্দিক মেম্বার।
    উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না প্রমুখ। উদ্ধোধনী খেলায় বাহারছড়া ইউনিয়ন পরিষদ একাদশ ১-০ গোলে সাবরাং ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক থেকে দূরে থাকতে হলে টেকনাফে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক নিয়ে টেকনাফের যে দুর্নাম রয়েছে রয়েছে।
    হয়তো আমারা খেলাধুলার মাধ্যমে দুর্নাম গুলো মুছিয়ে দিতে পারি।
    অথচ টেকনাফের ছেলে বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে ফুটবল খেলে মাতিয়ে রেখেছেন সেটির খবরও রাখতে হবে। আসুন আমরা সকলেই মিলে যে যার অবস্থানে আছি সেই অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্ছার হয়।

  • হাসপাতালে ভর্তি হয়ে বাথরুমে বাচ্চা প্রসব করলেন এক নারী

    হাসপাতালে ভর্তি হয়ে বাথরুমে বাচ্চা প্রসব করলেন এক নারী

    মোহাম্মদ আশরাফুল ইসলাম পিরোজপুর প্রতিনিধি

    বরিশাল বিভাগে পিরোজপুর জেলার থানায় স্বরূপকাঠীর শেখ নেয়ামত উল্লাহ এখন সুপার হিরো বাবা। স্ত্রী শিল্পীকে প্রসববেদনা নিয়ে ভর্তি করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে। এখনি ডাঃ সিজার কারার পরামর্শ দেন। তাই বিশেষ একটি ঔষধ কিনতে স্বামী হাসপাতালের বাহিরে চলে যান। এদিকে সহধর্মিণী শিল্পী টয়লেট করতে যান বাথরুমে এবং সেখানেই কমোডে সন্তান প্রসব করে ফেলেন।

    কিন্তু সন্তান না দেখে কান্না কাটি শুরু করে দেন। ইতোমধ্যে স্বামী নেয়ামত এসে দেখে এই অবস্থা। সাথে সাথে টয়লেট পাইপে হাত ঢুকিয়ে দেন কিন্তু কিছুই পাওয়া গেলো না। হাতুড়ি নিয়ে এবার পাইপ ভাঙতে থাকেন। মহান রাব্বুল আলামীনের দয়ায় একপর্যায়ে নবজাতকের সন্ধান পেয়ে যায়। আলহামদুলিল্লাহ।

    ডাঃ তালুকদার চেক-আপ করে বলেছেন নবজাতক সুস্থ এবং স্বাভাবিক আছেন।উল্লেখ্য ফায়ারসার্ভিস খবর দিয়ে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। শেখ নেয়ামত উল্লাহার বাড়ি গোনমান গ্রামে শেখ পাড়া বাজার এলাকায় এবং পেশায় একজন জেলে। নবজাতকের জন্য শুভকামনা রইলো। রাখে আল্লাহ মারে কে!

  • টেকনাফে মসজিদের ইমামকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা কালে দুই যুবককে আটক করলো র‌্যাব

    টেকনাফে মসজিদের ইমামকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা কালে দুই যুবককে আটক করলো র‌্যাব

    ইব্রাহীম মাহমুদ টেকনাফ

    সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং লাতুরী খোলা এলাকায় মসজিদের ইমামকে অস্ত্র দিয়ে ফাঁসানো চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে র‌্যাব সদস্যরা।

    শুক্রবার দুপুরে বিষয়টি র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

    র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ লাতুরী খোলা পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে স্থানীয় লাতুরী খোলার ইলিয়াস এর ছেলে আব্দুল মজিদ (৩৭) হাবিবুর এর ছেলে জামাল হোসেন (২৭), কে দেশীয় অস্ত্র ০১ (এক) টি দেশীয় তৈরী ওয়ান শ্যুটারগান এবং একটি বড় রাম দা সহ গ্রেফতার করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে স্থানীয় হানিফের ছেলে জাফর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সংক্রান্তে র‌্যাব বাদী হয়ে টেকনাফ মডেল থানায় নিয়মিত অস্ত্র মামলা দায়ের করেন।

    আটক যুবকদের জিজ্ঞাসা করলে তারা স্বীকার করে যে, তারা লাতুরীখোলা পশ্চিমপাড়া জামে মসজিদের বর্তমান পরিচালনা কমিটির লোক। বর্তমান মসজিদ কমিটির সহিত বর্তমান মসজিদের ইমাম স্থানীয় নাজির আহম্মদের ছেলে মোহাম্মদ আলীর সহিত বিরোধ চলতেছে। অবৈধ অস্ত্রগুলো ইমামের আবাসস্থলে রেখে ইমামকে অস্ত্রধারী সন্ত্রাসী আখ্যায়িত করার উদ্দেশ্যে কমিটির সদস্যরা জব্দকৃত অস্ত্রগুলো সংগ্রহ করে আটক যুবকদের হাতে তুলে দেয় মর্মে জানা যায়। স্থানীয়ভাবে অনুসন্ধানেও ঘটনার সত্যতা পরিকল্পিত।

    এবিষয়ে মসজিদের ইমাম স্থানীয় নাজির আহম্মদের ছেলে মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, বর্তমান মসজিদ কমিটি এর আগেও আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আরো বেশ কয়েকবার আমাকে প্রতারক, অস্ত্রধারী, জঙ্গী ইত্যাদি রুপে আখ্যায়িত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সর্বশেষ আমাকে অস্ত্রধারী সন্ত্রাসী বানানোর চেষ্টা করে। আমি র‌্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পকে আমি ধন্যবাদ জানাই।

    এবিষয়ে টেকনাফ হোয়াক্যং র‌্যাব-১৫ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান,
    এ ধরণের যে কোন সামাজিক চক্রান্তে র‌্যাব সজাগ দৃষ্টি রাখবে, এবং তা কঠোর হাতে দমন করা হবে।

  • ভোজ্যতেলে ভর্তুকি দিয়ে হলেও মূল্যবৃদ্ধি রোধ করুন-পীর সাহেব চরমোনাই

    ভোজ্যতেলে ভর্তুকি দিয়ে হলেও মূল্যবৃদ্ধি রোধ করুন-পীর সাহেব চরমোনাই

    লমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    দেশে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পীর সাহেব চরমোনাই বলেন, বৈশ্বিক বাজারে নানা কারণে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে তা আমরা জানি। কিন্তু বৃদ্ধিকৃত মূল্যের সেই ভোজ্যতেল এখনো বাংলাদেশের বাজারে প্রবেশ করেনি। বাংলাদেশের বাজারে এখনো আগের দামের তেল মওজুদ থাকা সত্বেও কেজিতে ৪০ টাকা মূল্যবৃদ্ধি করা সরকারের ব্যবসায়ীতোষণ নীতির বহিঃপ্রকাশ। যা কোটি কোটি জনতার স্বার্থকে ক্ষতিগ্রস্থ করেছে।

    ০৭ মে’২২ শনিবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই আরো বলেন, বিশ্ববাজারে কোন পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার সংবাদেই দেশের বাজারে মূল্যবৃদ্ধির জন্য তোড়জোর শুরু হয়ে নানা করাসারজি করে দাম বৃদ্ধি করা হয়। অপরদিকে বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারে দাম কমানোর কোন নজির সাধারণত দেখা যায় না। ভোজ্যতেলের ক্ষেত্রেও হয়তো এমনটাই হবে বলে আশংকা করছি। সরকারকে বলবো, দামবৃদ্ধির ক্ষেত্রে সংবাদ শুনেই যেভাবে দেশের বাজারে দাম বাড়ানো হলো তেমনি বিশ্ববাজারে দাম কমার সংবাদেও যেনো দেশের বাজারে দাম কমানো হয় তা নিশ্চিত করুন।

    পীর সাহেব চরমোনাই বলেন, সরকারের অব্যবস্থাপনার কারণে দেশে উৎপাদিত নানা পণ্যের দামও বর্তমানে মানুষের নাগালের বাইরে। এমতঅবস্থায় ভোজ্যতেলের দাম বৃদ্ধি জনতার কষ্টকে আরো অসহনীয় করবে। সেজন্য আমরা বলবো, আগে দেশে উৎপাদিত পণ্যের দাম সহনীয় করুন। ততদিনে ভোজ্যতেলে ভর্তুকি দিন। দেশে উৎপাদিত পণ্যের দাম সহনীয় হলে তখন বিশ্ববাজারের সাথে ভোজ্যতেলের দাম সমন্বয় করা যাবে।

  • কক্সবাজার-৪ আসন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহীনা আক্তারের কাছে পৌর ছাত্র নেতা মোঃ শাহীনের একটাই দাবি বিদ্যুতের স্থায়ী সমাধানের জন্য একটি গ্রীড চাই

    কক্সবাজার-৪ আসন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহীনা আক্তারের কাছে পৌর ছাত্র নেতা মোঃ শাহীনের একটাই দাবি বিদ্যুতের স্থায়ী সমাধানের জন্য একটি গ্রীড চাই

    প্রেসবিজ্ঞপ্তি

    মাননীয় এমপি মহোদয় শাহীনা আক্তার ঈদ মোবারক।
    আশা করি আপনি ভালো আছেন। কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এবং উখিয়া-টেকনাফের জনগণের ভোটে আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
    মাননীয় এমপি মহোদয়! উখিয়া-টেকনাফে আপনার নেতৃত্বে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হচ্ছে। আপনার নেতৃত্বে উন্নয়নের জোয়ারে ভাসছে টেকনাফ- উখিয়া।
    আশা করি টেকনাফে উন্নয়ন করার মতো জায়গা নেই।
    আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কাছে একটি দাবি জানাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে উখিয়া-টেকনাফে একটি গ্রীড স্থাপন করুন।
    এবং উখিয়া- টেকনাফের সকল জনগণ আপনাকে ভোট দিয়ে পবিত্র জাতীয় সংসদে জনগণের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। টেকনাফবাসী অনেক কষ্ট আছে বিদ্যুতের সমস্যা নিয়ে।
    আপনার কাছে আমাদের কোন চাওয়া পাওয়া নেই,
    শুধু মাত্র দাবি একটাই,
    বিদ্যুতের স্থায়ী সমাধানের জন্য
    একটা গ্রীড চাই।

    টেকনাফ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সাবেক এক কর্মকর্তা জানান,টেকনাফ উপজেলায় বিদ্যুতের গ্রাহক প্রায় ৬২ হাজার। যতদিন টেকনাফে একটা গ্রীড স্থায়ী ভাবে স্থাপন হবে না, ততদিন টেকনাফের মানুষকে বিদ্যুৎ নিয়ে অনেক কষ্ট ভোগ করতে হবে।

    এবং টেকনাফে বিদ্যুৎ এর চাহিদা বর্তমানে ১৬ মেগাওয়াট থেকে বাড়িয়ে ২৫ মেগাওয়াট করা হয়েছে। গত বছর ২০১৯ সাল পর্যন্ত পল্লী বিদ্যুৎ এর বিদ্যুৎ সরবরাহের ক্ষমতা ছিল ২০ মেগাওয়াট। ২০১৯ সালে পল্লী বিদ্যুৎ এর সক্ষমতা বৃদ্ধি করে, করা হয় ৪০ মেগাওয়াট। কক্সবাজার হতে টেকনাফ এর দীর্ঘ লাইনের ত্রুটির কারনে বারবার বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। যদি টেকনাফে একটি গ্রীড স্থাপন হয় বিদ্যুৎ এর ভবিষ্যৎ, আমেরিকা/লন্ডনের মতো হবে।

    পরিশেষে বাংলাদেশ সরকার সারা দেশে হাজার হাজার কোটি টাকা দিয়ে নিজ উদ্যোগে উন্নয়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে আপনি চাইলে পারবেন,
    কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি খালি হাতে কাউকে কোনদিন ফেরত দেননি।
    আশা করি নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী কাছে উখিয়া-টেকনাফবাসীর পক্ষ হয়ে আপনি একটি গ্রীডের দাবী উপস্থাপন করবেন।

    অনুরোধক্রমে:-
    মোঃ শাহীন
    একজন মুজিব আদর্শের ছাত্রলীগকর্মী,টেকনাফবাসীর পক্ষে।