Month: মে ২০২২

  • দ্রুতগামী ট্রাক কেড়ে নিলো প্রাণ বিমলের

    দ্রুতগামী ট্রাক কেড়ে নিলো প্রাণ বিমলের

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর)

    প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় বিমল মার্ডী (৩৬) নামের একজন ভ্যানের যাত্রী নিহত হয়েছেন। অপর দুইজন ভ্যানের যাত্রী জীবন মার্ডী (২৩) ও চার্জার ভ্যান চালক মতিয়ার রহমান (৫২) আহত হয়েছেন।

    রোববার (৮ মে) রাত্রী পৌনে ৯টার দিকে উপজেলার দিনাজপুর -গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়নগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

    নিহত বিমল মার্ডী জেলার বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের জয়নগর গ্রামের সুধীর মার্ডীর ছেলে। অপর দুইজন হলেন, জয়নগর গ্রামের ইলিয়াছ মার্ডীর ছেলে ভ্যানের যাত্রী জীবন মার্ডী (২৩) ও উপজেলার খাঁনপুর মৌপুকুর গ্রামের মৃত দবিরুল ইসলামের ছেলে ভ্যান চালক মতিয়ার রহমান (৫২)। বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্থানীয়দের বরাত দিয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নিহার রঞ্জন সরকার বলেন, রোববার রাত্রী পৌনে ৯ টার দিকে বিরামপুর শহর থেকে নিহত বিমল মার্ডীসহ তিনজন চার্জার ভ্যান যোগে তাদের নিজ বাড়ী যাচ্ছিলেন,পথে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চন্ডিপুর ইউপি সদস্য মোজাম্মেল হকের চাতাল এলাকায় পৌছালে বিরামপুর শহর থেকে মালবিহীন খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১১৭৫) চার্জার ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়েন তারা। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় চার্জার ভ্যান চালকসহ তিনজনকেই উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বিমল মার্ডীকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন আহত ভ্যানের যাত্রী জীবন মার্ডী ও চার্জার ভ্যান চালক আতিয়ার রহমান প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে নিজ বাড়ীতে ফিরছেন। এঘটনায় ট্রাক আটক করা হয়েছে।

    বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও চার্জার ভ্যানটি উদ্ধার করেছে। শহরের যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিরামপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।

  • সৈয়দপুরে তেল পাম্প গুলোতে পেট্রোল অকটেন সংকট।।

    সৈয়দপুরে তেল পাম্প গুলোতে পেট্রোল অকটেন সংকট।।

    নিজস্ব প্রতিবেদকঃ-

    নীলফামারীর সৈয়দপুরে প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে জ্বালানি সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেন সঙ্কটের কারণে জ্বালানি না পেয়ে ফিরে যেতে হচ্ছে যানবাহন চালকদের। ঈদের পর থেকে এ অবস্থা বলে জানায় তেল বিক্রয়কারী পেট্রোলপাম্পগুলো। তবে কবে নাগাদ এ সমস্যা সমাধান তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।
    গতকাল রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, শহরের রাজা, খালেদ, সুমনা, আইয়ুব ফিলিং স্টেশনসহ কয়েকটি পাম্পে একই অবস্থা। তেল না পেয়ে অনেকে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, একই অবস্থা জেলার বাইরে উপজেলার পাম্পগুলোতেও। জেলা পেট্রোল পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের সূত্র মতে, জেলায় ৩৬টি তেল পাম্পে প্রতিদিন প্রায় ৭০ হাজার লিটার পেট্রোল ও ২৫ হাজার লিটার অকটেন প্রয়োজন হয়।
    কিন্তু গত তিন মাস থেকে জ্বালানি পেট্রোল ও অকটেনের সরবরাহ কম ছিল। এক মাস ধরে অকটেনের সরবরাহ নেই।

    কহরের আইয়ুব ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, ঈদের কয়েকদিন আগেই পেট্রোল সঙ্কট দেখা দিয়েছে। মানুষকে দিতে পারছি না। ঈদের কিছু দিন আগে যা অকটেন এসেছিল, সেগুলো দিয়ে কোনো রকমে চালাতে হচ্ছে। জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান স্বপন জানান, গত তিন মাস থেকে পেট্রোল সঙ্কট চলছে। দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে না পেয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ী ডিপো থেকে তেল নিয়ে পাম্পগুলো চালাতে হচ্ছিল। কিন্তু এখন বাঘাবাড়ী ডিপোতেও পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। তবে পাম্পগুলোতে ডিজেল সরবরাহ রয়েছে।

  • বিরামপুরে মাদকসম্রাট মোশাররফ হোসেন ফেন্সিডিলসহসহ পুলিশের হাতে আটক

    বিরামপুরে মাদকসম্রাট মোশাররফ হোসেন ফেন্সিডিলসহসহ পুলিশের হাতে আটক

    এস এম মাসুদ রানা বিরাম্পুর (দিনাজপুর) প্রতিনিধিঃ(০৮মে) বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে রাত্রী ৯:৪৫ ঘটিকার সময় বিরামপুর থানাধীন দিওর বটতলী বাজারে ঢাকাগামী মহাসড়কের পাশে ১৭০ বোতল আমদানি নিষিদ্ধ মাদক দ্রব্য ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ মোশারফ হোসেন (৩৫), পিতা- মোঃ মোখলেছার রহমান, সাং- কোচগ্রাম, থানাঃ বিরামপুর, জেলাঃ দিনাজপুরকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-৪, জিআর-৯২/২২, ধারাঃ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২)/২৫-ডি রুজু করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট ০৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করার জোর তৎপরতা অব্যাহত আছে। উদ্ধারকারী অফিসার এসআই/মোঃ এরশাদ মিয়া ও সঙ্গীয় অফিসার ফোর্স। অভিযান অব্যাহত আছে।গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।

  • টেকনাফের চিহ্নিত ভূমিদস্যু ও মাদক কারবারিদের সহযোগিতাকারি বহু মামলার পলাতক আসামি রাশেদ (মুন্সি) আটক

    টেকনাফের চিহ্নিত ভূমিদস্যু ও মাদক কারবারিদের সহযোগিতাকারি বহু মামলার পলাতক আসামি রাশেদ (মুন্সি) আটক

    ইব্রাহীম মাহমুদ

    সীমান্ত উপজেলা টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড দরগার ছড়া গ্রামের চিহ্নিত ভূমিদস্যু ও মাদককারবারীদের সহযোগিতা কারি বহু মামলার পলাতক আসামি নুর হোসেন মুন্সির ছেলে রাশেদ (মুন্সি) কে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

    সোমবার (০৯ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান।

    সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একাধিক মামলা রয়েছে।সেই অসহায় পরিবারকে জিম্মি করে দালাল সেজে জমি দখল করে মাদক কারবারিদের অবৈধভাবে জমি কিনে দেওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এমনই অভিযোগ রয়েছে সাংবাদিক ইব্রাহীম মাহমুদের পরিবার কে জিম্মি করে সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুরান পাড়া এলাকার মাদক কারবারি ও ভূমিদস্যু মোঃ সালাম কে অবৈধ ভাবে জমি দখল করে দেওয়ার।
    মোঃ সালামের ভাই ভূমিদস্যু
    মোঃ আব্দুস সালাম কেউ অবৈধ ভাবে জমি কিনে দেওয়ার অভিযোগ রয়েছে।
    এর পাশাপাশি সেই সন্ত্রাসী কাজে ও মাদক কারবারে জড়িত রয়েছে বলে জানা গেছে। তাদের একটি বিশাল ভূমিদস্যুদের সিন্ডিকেট রয়েছে বলে জানা গেছে।

    তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হলে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে বলে জানান এলাকার লোকজন।

  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জালিয়াপালং ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জালিয়াপালং ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

      প্রেস বিজ্ঞপ্তি-

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জালিয়াপালং ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

    ওমর ফারুক সহকারী বার্তা সম্পাদক উখিয়া ভয়েস ২৪.কমঃ-

    গত ০৭/০৫/২২ মে, শনিবার বিকাল তিন ঘঠিকার সময়, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, উখিয়া থানার আওতাধীন জালিয়াপালং ইউনিয়ন শাখার ২০২২ সেশনের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ও শপথ পাঠ অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়।

    এতে উপস্থিত ছিলেন,
    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, উখিয়া থানা শাখার সংগ্রামি সভাপতি মোহাম্মদ ওমর ফারুক এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উখিয়া থানা শাখার সংগ্রামী সভাপতি সাইফুল্লাহ চৌধুরী সহ প্রমূক।
    বক্তারা বক্তব্য দিয়ার পরে জালিয়াপালং ইউনিয়ন শাখাকে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করার জন্য বলেন, গত ২৪এপ্রিল ২০২২ইং আহবায়ক কমিটির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

    যারা দায়িত্বে মনোনীত হয়েছেন,
    ১. সভাপতিঃ-মোঃ ইমরান মাহমুদ
    ২. সহ-সভাপতিঃ- মোঃআব্দুল্লাহ
    ৩. সাধারণ সম্পাদকঃ মোঃ জুনায়েদ

    উপরে উল্লেখিত এই তিনজন থানা শাখা কর্তৃক মনোনীত।

    ৪. সাংগঠনিক সম্পাদকঃ মোঃ সালাউদ্দীন কাদের
    ৫. দা’ওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদকঃ মোঃ হুমায়ুন কবির।
    ৬.তথ্য গবেষণা ও প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ মোঃ খালেদ মাহমুদ
    ৭. অর্থ সম্পাদকঃ-মোঃ নাছির উদ্দীন।
    ৮. সাহিত্য বিষয়ক সম্পাদকঃ-মোঃ মোরশেদ
    ৯. সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ-মোঃ মাসউদ
    ১০. ছাত্র ও কল্যাণ সম্পাদকঃ-মোঃ মিজানুর রহমান।
    ১১. সদস্য-০১ঃ-মোঃ আব্দুল্লাহ
    ১২. সদস্য-০২ঃ-মোঃ- খাইরুল আমিন

    নবগঠিত এই কমিটিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, উখিয়া থানা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন।

    বার্তা প্রেরক—————————————
    মোঃ খালেদ মাহমুদ , তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জালিয়াপালং ইউনিয়ন শাখা।

  • কেন্দ্রীয় কমিটির নিদর্শে কক্সবাজার জেলা বিএমএসএফ তদন্ত কমিটি টেকনাফে

    কেন্দ্রীয় কমিটির নিদর্শে কক্সবাজার জেলা বিএমএসএফ তদন্ত কমিটি টেকনাফে

    নিজস্ব প্রতিবেদক

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) টেকনাফ উপজেলা শাখার সদস্য ও নেতা কর্মীদের সাথে সাম্প্রতিক সময়ে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ হওয়ার পর সংগঠিত ঘটনার বিষয়ে কেন্দ্রীয় কমিটির নিদর্শনা মোতাবেক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহর নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল টেকনাফ উপজেলা সফর করেন।

    ৬মে (শুক্রবার) সকালে টেকনাফ উপজেলায় সফর করেন। টেকনাফ উপজেলা বাহারছড়া উপকূলীয় সাংবাদিক ফোরামের সাথে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আমান উল্লাহর সাথে যে ঘটনা সংঘটিত হয়েছিলো পূর্ণাঙ্গ তদন্ত ও মিমাংসা করা হয়, এর পর উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও টেকনাফ উপজেলা শাখার অর্থ সম্পাদক এম এ হাসানের সাথে বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জুম্মা পাড়া এলাকায় শীর্ষ মানবপাচারকারী আব্দুল আলী ও তার পুত্র সাইফুল্লাহর সাথে যে ঘটনা সংঘটিত হয়েছিলো তা তদন্ত ও পরবর্তী এক সাপ্তাহের মধ্যে তা মিমাংসা করে দেওয়ার জন্য উক্ত ওয়ার্ডের মেম্বার মোঃ ইলিয়াস কে দায়িত্ব দেওয়া হয়। অপরাপর বিএমএসএফের সাধারণ সম্পাদক টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শেখ রাসেলের সাথে হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ জামালের পুত্র শাহ আজমের সাথে ঘটনা ও টেকনাফ উপজেলা বিএমএসএফের নির্বাহী সদস্য এস এন কায়সার জুয়েলের সাথে মৌলভী আশরাফ আলীর সাথে ঘটনা বিষয়ে পরবর্তী কয়েকদিনের মধ্যেই তদন্ত কমিটি উক্ত ঘটনাস্থল তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে তদন্ত টিমের প্রধান মোঃ শহিদুল্লাহ জানিয়েছেন।

    টিমের সাথে ছিলেন টেকনাফ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, বিএমএসেফ উখিয়া উপজেলার আহ্ববায়ক কাজী হুমায়ূন কবির বাচ্চু,
    জেলা বিএমএসেফের অর্থ সম্পাদক আমিনুল, ইসলাম, বিএমএসএফ টেকনাফ শাখার সাধারণ সম্পাদক মোঃ শেখ রাসেল, সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত সানি,ও সদস্য রাশেদুল ইসলাম ও নোমান।

    এ সময় টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক (২) আজিজ উল্লাহ,
    দপ্তর সম্পাদক সাইফুদ্দিন আল মোবারক, কোষাধক্ষ্য এম এ হাসান, সিনিয়র নির্বাহী সদস্য এস এন কায়সার জুয়েল, সাইফুল ইসলাম, ইব্রাহীম মাহমুদ,জবাইয়ের ইসলাম জুয়েল, আনোয়ার হোসেন সহ উপকূলীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

  • দাসত্বের চিন্তা-চেতনা থেকে মুক্ত হতে পারলে পরাধীনতার অভিশাপ থেকে জাতি রক্ষা পাবে- মুহাম্মাদ মিশকাতুল ইসলাম

    দাসত্বের চিন্তা-চেতনা থেকে মুক্ত হতে পারলে পরাধীনতার অভিশাপ থেকে জাতি রক্ষা পাবে- মুহাম্মাদ মিশকাতুল ইসলাম

    আলমগীর  ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    আজ (০৬ মে’২২) শুক্রবার বাঁশখালী পৌরসভার মিয়ার বাজারস্থ আশরাফ ম্যানসন হল-এ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাঁশখালী পৌরসভা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন,

    আমাদের সমাজ আজ দিকভ্রান্ত পথহারা, ভবিষ্যত আজ অনিশ্চিত, দুর্নীতিবাজের বেহায়াপনার কারণে দেশ ততোটা নষ্ট হয় না, যতটা সুশীল মানুষের চুপ থাকার কারণে হচ্ছে।

    আরো বলেন – ছাত্র সমাজের একটা অংশ তাদের নৈতিকতা কে জলাঞ্জলি দিয়ে অসাধু পথ বেচে নিচ্ছে। সোনালী অতীত হারাতে বসেছে। উন্নত ক্যারিয়ার গঠন করে সুখী হওয়ার চেয়ে শোকের সন্ধান মিলছে। এহেন পরিস্থিতিতে, দাসত্ব মানসিকতা থেকে বের হয়ে নৈতিক ও আদর্শিক পরিবর্তন করে আগামীর বাংলাদেশ গড়তে হবে।

    এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাঁশখালী পৌরসভা শাখার সভাপতি সরওয়ার হোসাইন তামিম, সঞ্চালনা করেন উক্ত পৌর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফয়সাল।

    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য কাজী আবরার হানিফ মারুফ, প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, এদেশের যত সফল আন্দোলন সংগ্রাম হয়েছে, তার অগ্রাণী ভূমিকা পালন করেছে ছাত্র সমাজ, ৫২ ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা কমিশন আন্দোলন, ৬৯ গণঅভ্যুত্থান, ৭১ স্বাধীনতা সংগ্রাম, সড়ক আন্দোলন কোটা সংস্কার আন্দোলন সহ সমস্ত আন্দোলন ছাত্রদের হাত ধরে হয়েছিল। ছাত্র সমাজই পারে সমাজের পট পরিবর্তন করতে। আমারা যেহেতু ছাত্র এবং ছাত্র সমাজ নিয়ে কাজ করি, তাই এই ছাত্র সমাজের মন মেধাকে যদি কাজে লাগাতে পারি তাহলে এই ছাত্র সমাজ দ্বারা আরেকটি সমাজ বিপ্লবে হতে পারে, এবং এই বিপ্লবের মাধ্যমে আগামীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মান হবে ইনশাআল্লাহ।

    উক্ত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাঁশখালী পৌর শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা আব্দুল করিম,ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনিরুল ইসলাম, দফতর সম্পাদক কাজী আবেদুর রহমান, আইএবি বাঁশখালী পৌরসভার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইমুন প্রমুখ।

    আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক শেখ মুজাহিদ ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার দফতর ও প্রকাশনা সম্পাদক নুর মুহাম্মদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উত্তর শাখার সভাপতি লোকমান হাকিম, দক্ষিণ শাখার সভাপতি একরাম হোসাইন, সহ সভাপতি এনামুল হাসান জামালী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইউসুফ, প্রশিক্ষণ সম্পাদক নাসরুল্লাহ সা’দ, অর্থ ও কল্যাণ সম্পাদক মিনহাজুর রহমান, কওমী মাদরাসা সম্পাদক হাবিব উল্লাহ, স্কুল-কলেজ সম্পাদক রাসেল ইকবাল সামিন প্রমুখ।

  • শ্রমিক অধিকার আন্দোলনের মানববন্ধন-সমাবেশ

    শ্রমিক অধিকার আন্দোলনের মানববন্ধন-সমাবেশ

    শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টারঃ-

    আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে আজ ৬ মে’২২ শুক্রবার সকাল ১১ টায় প্রেসক্লাব চত্বরে শ্রমিক অধিকার আন্দোলনের মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সংগঠনের আহবায়ক এডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সদস্য সচিব সুভাষ রায়,সবুজ রায়,আতোয়ার হোসেন বাবু,সানজিদা আক্তার বাবু প্রমুখ।

    নেতৃবৃন্দ,জাতীয় ন‍ূন্যতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা ,সর্বত্র ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত,গণতান্ত্রিক শ্রম আইন
    চালু,চাল-ডাল-তেলসহ নিত‍্য পণ‍্যের দাম কমানো, শ্রমিকদের আর্মি রেটে রেশন প্রদান,
    বন্ধকৃত সকল পাটকল-চিনিকল চালু,শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস প্রদানের দাবি জানান।##

  • বিরামপুরে গাছের নিচে চাপা পড়ে বকুল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু

    বিরামপুরে গাছের নিচে চাপা পড়ে বকুল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়ির পাশে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে বকুল হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

    শুক্রবার (৬ মে) গতকাল সকাল দশটার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দামারপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত বকুল হোসেন দামারপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে।

    স্থানীয় ইউপি সদস্য সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে বকুল হোসেন তার নিজ বাড়ির পাশে একজন শ্রমিক নিয়ে একটি গাছ কাটছিলেন। এসময় বকুলের হাতের সঙ্গে গাছে বাধাঁনো দড়ি লাগানো ছিল। গাছ কাটার শেষ পর্যায়ে গাছটি হেলে পড়ার সাথে-সাথে বকুল ছিটকে পড়ে যায়। এসময় কাটা গাছের গুড়িটি বকুলের মাথায় পড়লে সে গুরুতর আহত হন ।স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    জানতে চাইলে, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহতের পরিবারে কোন আপত্তি না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • পার্বত্য মন্ত্রী’র সাথে সরই ইউপি চেয়ারম্যান ইদ্রিস কোম্পানির ঈদের শুভেচ্ছা বিনিময়

    পার্বত্য মন্ত্রী’র সাথে সরই ইউপি চেয়ারম্যান ইদ্রিস কোম্পানির ঈদের শুভেচ্ছা বিনিময়

    বিশেষ প্রতিনিধিঃ-

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন লামা উপজেলা আওয়ামী- লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও ৫নং সরই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা মুহাম্মদ ইদ্রিস কোম্পানি।

    আজ ০৬ মে”২০২২ইং শুক্রবার সন্ধ্যার দিকে বান্দরবান পার্বত্য মন্ত্রী’র নিজ বাসভবনে শুভেচ্ছা বিনিময় করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, ৫নং সরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ নুরুল আলম, সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক ইসমাইল হোসেন সোহাগ, সরই ইউপি চেয়ারম্যান এর সুযোগ্য পুত্র মোঃ সজিব সহ আরও অনেকেই।