Month: মে ২০২২

  • আগামী ৯ মে সোমবার হতে হাটহাজারী মাদরাসার ১৪৪৩-৪৪হি:শিক্ষাবর্ষের নতুন ও পুরাতন ছাত্র ভর্তি কার্যক্রম শুরু

    আগামী ৯ মে সোমবার হতে হাটহাজারী মাদরাসার ১৪৪৩-৪৪হি:শিক্ষাবর্ষের নতুন ও পুরাতন ছাত্র ভর্তি কার্যক্রম শুরু

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    নিম্নোক্ত শর্তসাপেক্ষে ভর্তির আবেদনপত্র দাখিলের অনুমতি দেয়া হয়। যথা-

    * আচার-আচরণ, চাল-চলন, পোষাক-পরিচ্ছদে তালেবুল ইলমের মানসম্পন্ন হওয়া।
    * শরীয়া পরিপন্থী কোন কার্যকলাপে লিপ্ত না হওয়া।
    * প্রচলিত রাজনীতি ও আইন-শৃঙ্খলাবিরোধী কার্যক্রমের সাথে কোনভাবেই সম্পৃক্ত না থাকা।
    * জামিয়ার দরস ও ছাত্রাবাসে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা।

    উল্লিখিত শর্ত পূরণসহ ভর্তিচ্ছুক নতুন ছাত্রদেরকে সাবেক শিক্ষা-প্রতিষ্ঠানের টিসি (ছাড়পত্র) অথবা জামিয়ার শুভাকাঙ্খী বা নির্ভরযোগ্য কোন আলেমের প্রত্যয়নপত্রের মূল কপি, এনআইডি বা জন্মনিবন্ধন কার্ডের ফটোকপি ভর্তির আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
    সাদাকা ফান্ড থেকে বিনামূল্যে খোরাকী পাওয়ার উপযুক্ততা

    * অবশ্যই গরীব, এতিম ও সাদাকা গ্রহণের উপযুক্ত হতে হবে।
    * ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    * শাওয়াল মাসের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।
    যেসব বিভাগে ছাত্র ভর্তি করা হবে-

    * ইবতিদাইয়্যাহ থেকে তাকমিল (দাওরায়ে হাদীস) পর্যন্ত।
    * ইসলামী আইন ও গবেষণা বিভাগ (ফিকহ)।
    * উচ্চতর তাফসীর ও কুরআন গবেষণা বিভাগ।
    * উচ্চতর হাদীস গবেষণা বিভাগ।
    * উচ্চতর আরবী সাহিত্য (আদব) বিভাগ।
    * ইলমে তাজবীদ ও কিরাত বিভাগ।
    * উচ্চতর দাওয়াহ ও ইরশাদ বিভাগ।
    * বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ।
    * হিফজুল কুরআন বিভাগ।

  • টেকনাফে ঈদের দিনে সাংবাদিক এম এ হাসানের উপর শীর্ষ মানবপাচারকারী আব্দুল আলীর হামলা: থানায় অভিযোগ

    টেকনাফে ঈদের দিনে সাংবাদিক এম এ হাসানের উপর শীর্ষ মানবপাচারকারী আব্দুল আলীর হামলা: থানায় অভিযোগ

    ইব্রাহীম মাহমুদ,

    সীমান্ত উপজেলা টেকনাফের ৫নং বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড, নোয়াখালী পাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতরের দিনে শীর্ষ মানব পাচারকারী আবদুল আলী ও তার লালিত সন্ত্রাসী বাহিনীরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার (বিএমএসএফ) এর কোষাধ্যক্ষ
    ও উপকূলীয় সাংবাদিক ফোরাম (উখিয়া-টেকনাফ) এর সাধারণ সম্পাদক, দৈনিক গণকন্ঠ টেকনাফ প্রতিনিধি ও দৈনিক রূপালী সৈকতের স্টাফ রিপোর্ট
    সাংবাদিক এম এ হাসান এর উপর পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা ও গাড়ী ভাংচুর করা হয়েছে।

    গেল- ০৩ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় নিজ গ্রাম ৫নং বাহারছড়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড নোয়াখালী পাড়া এলাকার জামে মসজিদে ঈদের নামাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে শীর্ষ মানবপাচারকারীরা গতিরোধ করে একাধীক মামলার আসামী আব্দুল আলী (৫০) ও তার লালিত সন্ত্রাসীদের নিয়ে অবৈধ দেশীয় অস্ত্র,দা, কিরিচ নিয়ে অতর্কিতভাবে হামলা করা হয়েছে সাংবাদিক এম এ হাসান কে।

    নির্যাতিত সাংবাদিক এম এ হাসান বলেন,আমাকে দীর্ঘদিন ধরে শীর্ষ মানবপাচারকারী আব্দুল আলী ও তার লালিত সন্ত্রাসীরা প্রতিনিয়ত হুমকি ধমকি দিয়ে আসছে,
    আমি ঈদুল ফিতরের নামাজ পড়তে গ্রামের বাড়িতে যায়, ঈদের দিন নামাজ শেষ করে মা’কে সালাম করার জন্য বাড়ি যাওয়ার পথে গতিরোধ করে আব্দুল আলী ও তার সহযোগিদের নিয়ে আমার উপর হামলা ও গাড়ি ভাংচুর করে। এসময় বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ কে বিষয়টি অবগত করিলে, তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিক এম এ হাসানকে আহত অবস্থায় উদ্ধার করে। হামলাকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বর্তমানে মানবপাচারী আব্দুল আলী সহ তার সহযোগীরা
    আমাকে প্রান নাশের হুমকি ধমকি দিয়ে আসছে। এবিষয়ে আহত সাংবাদিক এম এ হাসান বাদী হয়ে, আব্দুল আলী, সাইফুল ইসলাম, ফাতেমা খাতুন ও মিনু আরা সহ অজ্ঞাত নামা আরোও ৪/৫ জনকে আসামী করে
    টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে আহত সাংবাদিক এম এ হাসান ও তার পরিবার নিরাপত্তাহীতায় ভুগছে বলেছেন। যে কোন মুহুর্তে হামলার শিকার হতে পারি।কারণ তারা অস্ত্রধারী, সন্ত্রাসী, মানবপাচারকারী, মামলার পলাতক আসামী ও পাহাড়ে অবস্থানরত রোহিঙ্গা সন্ত্রাসীদের সাথে তাদের যোগসাজশ রয়েছে।

    তাই টেকনাফ উপজেলার সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি শীর্ষ সন্ত্রাসী ও মানবপাচারকারী আব্দুল আলীর গ্রুপকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানিয়েছেন।

    এবিষয়ে টেকনাফ মডেল থানার ওসি তদন্ত আব্দুল আলিম বলেন, আমরা অভিযোগ হাতে পেয়েছি।
    সে বেশ কয়েটি মানবপাচার মামলার পলাতক আসামী। তাকে শীগ্রই আইনের আওতায় আনা হবে।

  • বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

    বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

    এস এম মাসুদ রানা:- বিরামপুর (দিনাজপুর প্রতিনিধি,

    বিরামপুর পৌর এলাকার পলাশবাড়ি রেলগেটে বৃহস্পতিবার (৫ মে) ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু ঘটেছে।জিআরপি হিলি আইসি’র উপ-পরিদর্শক কায়কোবাদ আলী জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিরামপুরের পলাশবাড়ি রেলগেট
    অতিক্রম করছিল। এসময় প্রায় ৬০ বছর বয়সীঅজ্ঞাত এক বৃদ্ধ ঐ ট্রেনের নিচে
    কাটা পড়ে মৃত্যু বরণ করেছেন। নিহতের পরিচয় নিশ্চিত না হওয়ায় ময়না তদন্তের জন্য তার লাশ দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।
    রেলগেট এলাকার দোকানী রায়হান জানান, নিহত বৃদ্ধের মুখের দাড়ি ও মাথার চুলে মেহেদী রং করা ছিল। তিনি সকাল থেকে এই এলাকায় ঘোরাফিরা
    করছিলেন এবং তিনি কথা বলতে পারেননা। ট্রেন চলাচলের সময় কেউ বেরিয়ার না ফেলায় ঐ বৃদ্ধ গেট পার হতে গিয়ে কাটা পড়েছেন।
    বিরামপুর এলাকার রেলগেট ওয়ে ম্যান আন্না বেগম জানান, পলাশবাড়ি রেলগেটের মাষ্টারোল ভিত্তিক গেটম্যান ইমরান আলী বিনা অনুমতিতে
    কয়েকদিন থেকে অনুপস্থিত রয়েছে।

  • রংপুরে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান

    রংপুরে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান

    শরিফা বেগম শিউলী:- স্টাফ রিপোর্টার,

    জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বৃহস্পতিবার রংপুরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রংপুর জেলা কমিটির নেতৃবৃন্দ।

    বৃহস্পতিবার ০৫ মে দুপুর ১২ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র রংপুর জেলা কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম বাবলা, সাধারন সম্পাদক তাজিদুল ইসলাম লাল মহিলা সম্পাদক শরিফা বেগম শিউলীর উপস্থিতিতে রংপুর জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নে রংপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রব্বানীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।।

    উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ৬বছর ধরে ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন করে আসছে। সপ্তাহটিকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রতিবছর মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করে আসছে। এবছর গত ২৪ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত স্থানীয় সংসদ সদস্য/জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।

    গণমাধ্যম সপ্তাহের প্রবক্তা ও বিএমএসএফ প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর সংগঠনের দেশের সকল শাখা, বিভিন্ন সাংবাদিক সংগঠনসমুহের প্রতি সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে জোড়ালো দাবি তোলাসহ স্মারকলিপি প্রদানের আহবান জানিয়েছেন। তিনি বলেন, দেশে বিভিন্ন পেশাজীবিদের জন্য নানামুখী সপ্তাহ এবং দিবস রয়েছে যা রাষ্ট্রীয় ভাবে উদযাপিত হয়। পক্ষান্তরে সাংবাদিকদের জন্য কিছুই নেই। বিএমএসএফের পক্ষ থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতি চাওয়া হচ্ছে,আমরা আশা করছি সাংবাদিকদের প্রাণের দাবিটি মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করবেন।##

  • বিরামপুরের কৃতি সন্তান হুমায়ুন কবির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা ও ঈদ পুর্ণমিলণী অনুষ্ঠান

    বিরামপুরের কৃতি সন্তান হুমায়ুন কবির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা ও ঈদ পুর্ণমিলণী অনুষ্ঠান

    এস এম মাসুদ রানা:- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে ফোরাম ৮২ কল্যাণ পর্ষদের আয়োজনে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও বিরামপুরের কৃতি সন্তান হুমায়ুন কবির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা ও ঈদ পুর্ণমিলণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার বিকেলে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পৌর মেয়র আককাস আলীর সভাপতিত্বে সংবর্ধনা ও ঈদ পুর্ণমিলণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পাওয়া হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
    উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার,বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,বিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পারভেজ কবির, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও আলতাফুজ্জামান মিতা, দিনাজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মাইকেল,প্রবীণ আইনজীবী এ্যাডভোকেট মাওলা বক্স, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক নিরঞ্জন, দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান প্রমুখ।

  • সাতকানিয়া থেকে কক্সবাজারে বেড়াতে আসা টুরিস্ট থেকে টাকা পয়সা নিয়া গাড়িওয়ালা উধাও

    সাতকানিয়া থেকে কক্সবাজারে বেড়াতে আসা টুরিস্ট থেকে টাকা পয়সা নিয়া গাড়িওয়ালা উধাও

    স্টার রিপোর্টার কক্সবাজার,

    আজকে ঈদের ৩য় দিনে সাতকানিয়া থেকে কক্সবাজারে বেড়াতে আসা টুরিস্ট থেকে টাকা পয়সা নিয়া এই নাম্বারে১১০২৬০ গাড়িটি উধাও। টুরিস্ট কলাতলী ডলফিনের একটু উপরে সবাই একসাথে ঝড় হয়ে তাঁকে,টুরিস্ট থেকে কিছু কথা জিজ্ঞেস করলে তাঁর বলে আমারা সাতকানিয়া থেকে ১০হাজার টাকা দিয়া একটি পিকআপ ভাড়া করে কক্সবাজার আসি,ঐ গাড়িতে আমাদের মালামাল আছে বলেন তারা মালামাল হলো দুইটি বড় বড় সাউন্ড বক্স, এবং যে লোকে গাড়িটা ভাড়া করে দেয় সেই লোকটিও গাড়ির সাথে উধাও হয়ে যায়।টুরিস্ট যখন ঘুরতে বীচের দিকে নেমেছে, ঘুরে এসে দেখে তাদের গাড়িটি উধাও হয়ে যায়।

  • নড়াইল এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

    নড়াইল এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মঈনুল ইসলাম মিন্টু:- ভ্রাম্যমাণ প্রতিনিধি,

    নড়াইল ডিবি পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
    গোপন সূত্রে ভিক্তিতে বুধবার 4 মে গভীর রাতে ডিবি পুলিশ এস আই( নি:)আমিনউদ্দিন লিটন, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ, লোহাগড়া থানা দিন কুমড়ী গ্রামে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

    গ্রেফতার করার সময় তার কাছে 275 গ্রাম গাঁজা পাওয়া যায়।
    ওই গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ ফকির বয়স( 30 ), পিতা আসাদ ফকির,
    আসামির বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

  • লোহাগাড়ায় ঐতিহ্য মিলনমেলা

    লোহাগাড়ায় ঐতিহ্য মিলনমেলা

    মোঃ সেলিম হাসান সরকারি নাজির আখতার কলেজ ক্যাম্পাস প্রতিনিধিঃ

    বগুড়ার সোনাতলা উপজেলা দিগদাইড় ইউনিয়নে ঐতিহ্য লোহাগাড়া মেলা বসেছে। বাহারি খাবার ও পূর্ণের স্টল।মুড়ি-মলা, ফুসকা- চট্টপটি, দই -মিষ্টির রঙ্গিন নাগরদোলা ও ভিন্ন মাটির তৈরি খেলনা মেলার রুপ ফুটিয়ে তোলে৷
    আয়োজকরা জানান, বছরের পর বছর ধরে এই মেলা চাঁদের ৩ তারিখে বসে।
    মেলার প্রথম দিনে মিষ্টির চাহিদা বেশি পরের ২ দিন কাঠের তৈরি আসবাবপত্র সিলভার, স্টিলের তৈরি আসবাবপত্রের চাহিদা।

    এদিকে এলাকাবাসী উৎসব মেটে উঠেন। স্থানীয় মুকুল মিয়া বলেন- আমরা দাদার আমল থেকে দেখে আসচ্ছি। এ মেলা আসলে বউ বাচ্চা কাচ্চা ও নাতি নাতনিদের সঙ্গে নিয়ে আনন্দ করি৷ দুবছর করোনার জন্য সে আনন্দ করতে পারি নাই। এখন আগের রুপে ফিরে পেয়ে সত্যি অনেক আনন্দিত।

    প্রথমবার বাবা হয়ে মেলায় নিয়ে আসে আজাদুল তার কন্যা জান্নাতকে । স্মৃতিচার করে বলেন- আগে আমার আব্বা কান্দে কইরা মেলায় আনছিল। মেলা কইরা হেঁটেই বাড়িত আনছে। আইজ আমিও আমার মাইয়ারে কান্দে কইরা আনছি।

    এটা শুধু ঐতিহ্য মেলা না এটা একটি মিলনমেলা। এলাকার বসবাস করা প্রায় প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজনের উপস্থিতি।
    এটি বাঙালির ঐতিহ্য। ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর আয়োজন করুক মিলনমেলার।

  • তোমাকে চাই বেলী আফরোজ নতুন গান ইউটিভি তে প্রকাশিত শোবিজ ডেস্ক:

    তোমাকে চাই বেলী আফরোজ নতুন গান ইউটিভি তে প্রকাশিত শোবিজ ডেস্ক:

    মইনুল ইসলাম মিন্টু ভ্রাম্যমান প্রতিনিধি নড়াইল।

    দুই বছর পর নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী বেলী আফরোজ।
    তবে নিজেকে গোছানো এবং করো না পরিস্থিতির জন্য একটু সময় নিয়েছিলেন তিনি ;অবশেষে বেলি আফরোজ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে তার নতুন গান।

    ” তোমাকে চাই” গানটির কথা সুর এবং মিউজিক করেছেন রবিন ইসলাম শুধু তাই নয় গানটি ভিডিও পরিচালনা করেছেন রবিন ইসলাম এমনটাই জানালেন বেলী আফরোজ,
    বেলী আফরোজ বলেন আসলে দেশের পরিস্থিতির জন্য নতুন গান থেকে একটু বিরত ছিলাম এখন সবকিছুই স্বাভাবিক তাই আবারও নতুন গান নিয়ে হাজির হয়েছি।
    গানটি আসলে একটু রক ঘরণার যেমনটি আমার শ্রোতারা আমার কাছে থেকে সব সময় চাই গানের কথা ও সুর এবং মিউজিক ও চমৎকার আশা করি সবার ভালো লাগবে।
    আমি এখন আমার ইউটিউব চ্যানেলে সব সময়,সময় দিব নতুন নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হব আমার চ্যানেল থেকে।

  • 200 পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    200 পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মঈনুল ইসলাম মিন্টু ভ্রাম্যমাণ প্রতিনিধি নড়াইল।

    গতকাল মঙ্গলবার 5 মে খুলনা জেলা রুপসা থানা শ্রীফলতলা পুলিশ ক্যাম্প এর পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গোপন সূত্রে তথ্যের মাধ্যমে মধ্যরাতে রুপসা থানার শ্রীফল তলা এক মাদক ব্যবসায়ীকে 200 পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
    রুপসা থানার অফিস ইনচার্জ সরদার র্মোশারফ হোসেন সাহেবের নির্দেশনায় শ্রীফলতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মোহাম্মদ আনিসুর রহমান বাবু নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ রুপসা থানা দিন শ্রীফল তলা ইউনিয়নের নন্দনপুর গ্রাম সিটি ইটভাটার চৌরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
    ব্যবসায়ী মোঃ সুমন মীর বয়স 26 পিতা মৃত জামাল মীর মোছাব্বারপুর থানা রুপসা জেলা খুলনা আসামির বিরুদ্ধে পূর্বের একাধিকবার মামলা রয়েছে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সম্পূর্ণ রুজু করা হয়েছে রুপসা থানা পুলিশ মামলা দায়ের করেছে।