Month: মে ২০২২

  • হ্নীলায় গভীররাতে ব্যাংক ডাকাতি

    হ্নীলায় গভীররাতে ব্যাংক ডাকাতি

    টেকনাফ প্রতিনিধি

    টেকনাফ উপজেলার হ্নীলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংক এবং দোকান চুরির ঘটনা ঘটেছে। সিসির টিভির ফুটেজে চোর সনাক্ত করা গেলেও এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। এই ঘটনায় টেকনাফ মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

    সুত্র জানায়,শ্রমিক দলের প্রচার সম্পাদক,মোঃ আলম প্রকাশ (মিত্রুি মোঃ আলম)
    গতকাল হ্নীলাতে রাত ১২ টা দিকে গ্রামীণ ব্যাংক ও মালিক ফার্নিচার মাঠের দরজা তালা ভেঙ্গে টাকা চুরির অভিযোগ থানায় সাধারণ ডায়েরি করেছেন হ্নীলার জামাল মার্কেটের মালিক জামাল আহমেদ। জামাল আহমদ নিজের ফেসবুকে পোস্টে জানান,হ্নীলাতে গ্রামীন ব্যাংক ডাকাতি, মালেক সওদাগরের দোকান চুরি, ডাকাত পশ্চিম শিকদার পাড়ার মৃত জাফর আলমের ছেলে মোহাম্মদ আলমকে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হোক।

    এই রকম অপরাধীদের কে দ্রুত আইনের আওতায় না আনলে বড় ধরণের দুর্ঘটনা হতে পারে বলে জানান স্থানীয়রা।

  • রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক এটিএম রশিদ।

    রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক এটিএম রশিদ।

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের আওতাধীন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তলনের মধ্যে দিয়ে সফল ভাবে সম্পন্ন হয়েছে।

    ২৩ মে ২০২২ ইং, সোমবার সকালে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাটে (১ম) অধিবেশন সভা অনুষ্ঠানে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

    এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উখিয়া-টেকনাফের সাংগঠনিক টিম প্রধান শাহ আলম চৌধুরী রাজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও সাংগঠনিক টিমের সদস্য এইচ এম ইউনুস বাঙালী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিমের সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল মনছুর চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাববু,উখিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলী হোসেন খাঁন, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সরোওয়ার কামাল পাশা, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম ও অন্যান্য নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন ও পরিচালনা করেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু।

    (২য়) অধিবেশনের রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতাদের ভোটের ফলাফল ঘোষণাকৃত মোঃ সালাহ উদ্দিন সভাপতি আনারস মার্কা প্রাপ্ত ভোট ১৩৫, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আলম ছাতা মার্কা প্রাপ্ত ভোট ১০৮, সাধারণ সম্পাদক এডভোকেট এটি এম রশিদ আপেল মার্কা প্রাপ্ত ভোট ১২৯, প্রতিদ্বন্দ্বীপ্রার্থী মোক্তার আহমদ ফুটবল মার্কা প্রাপ্ত ভোট ১০৮, এডভোকেট রবীন্দ্র দাশ রবি মোরক মার্কা প্রাপ্ত ভোট ১০, ও মোঃ জাহাঙ্গীর আলম তালা মার্কা নিয়ে পেয়েছেন ০৫ টি।

  • দীর্ঘ ৭ মাস কারা ভোগের পর মুক্তি পেলো এক পরিবারের ২সন্তান

    দীর্ঘ ৭ মাস কারা ভোগের পর মুক্তি পেলো এক পরিবারের ২সন্তান

    মোঃ রেজাউল আজিম- (বাঁশখালী-প্রতিনিধি),

    প্রায় ২১৭দিন কারা ভোগান্তির পর ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিন জেলার সাধারণ সম্পাদক বাঁশখালী জলদীর কৃতিসন্তান মাওলানা মোবারক হোসাইন আসিফ ও তার ছোট ভাই মঈনুল হাসান হাবিব আজ ২৩মে রোজ সোমবার সন্ধ্যা ৬টার সময় সারা দিন জেল গেইটে হয়রানির পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। এর আগে হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর হলেও বিচারকের সাক্ষরের জন্য অনেক ভোগান্তির পর মুক্তি পান ।

    বাঁশখালীতে গত ১৩ ই অক্টোবর ২০২১ ইং বুধবার কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনার পর বাঁশখালী জলদীতে সংঘটিত মিছিল ও সংখ্যালঘুর বসতবাড়িতে হামলার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার করা হলেও তিনি বলেন আমি নির্দোষ।

    তিনি আরও জানান! জলদি মিয়ার বাজার চৌধুরী নিউ মার্কেটের ২য় তালায় আমার এবং ছোট ভাইয়ের ব্যবসায়ী প্রতিষ্ঠান। আমার দোকানে কাজ করার সময় বুধবার রাত প্রায় ৯ টার সময় হঠাৎ করে এক বিশাল মিছিলের স্লোগান শুনা যায়, আমি দোকান থেকে বের হয়ে দেখলাম পরিস্থিতি খুবই ভয়াবহ, তৌহিদী জনতা বেশি উত্তজিত হলে আমি নিচে গিয়ে দেখি মিছিল টা কোন দলীয় নয় আমজনতার (স্বাতন্ত্র)। আমি এলাকার স্থানিয় এবং বাজার কমিটির দায়িত্বশীল হিসেবে সবাই আমাকে চিনে। সেই পরিচয়ে এক পুলিশ অফিসার আমাকে বলে, আপনি একটু মিছিল কারীদের শান্ত করুন। তাদের অনুরুধ রাখার জন্য আমি একটা ট্রাকের উপর উঠে মুসল্লীদের শান্ত হওয়ার জন্য আহ্বান করি এবং তাদের দাবী পুলিশ অফিসারকে উপস্থাপন করলাম, অফিসার মুসল্লীদের দাবী মেনে নিলে সবাই অফিসারের উপস্থিতিতে মিছিল শেষ করে দিয়ে সবাই নিজ নিজ গন্তব্যে চলে যায়, এই অপরাধে আমি গ্রেফতার।

    তিনি আরও জানান :- আমার কেইস পাটনার বেশিরভাগ মুক্তি পেলেও একেবারে দেরিতে মুক্তি পেলাম আমরা এক পরিবারের দুই ভাই।

    তারা দুই ভাইয়ের মুক্তিতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সাংগঠনিক উপরস্থ দায়িত্বশীলগণ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ , ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলনের নেতা কর্মী সমর্থকরা।

  • মানববন্ধনে শত শত মানুষের অভিযোগ, স্কুলছাত্র নাহিফুল হত্যাকারীদের বাঁচাতে চাইছে পুলিশ

    মানববন্ধনে শত শত মানুষের অভিযোগ, স্কুলছাত্র নাহিফুল হত্যাকারীদের বাঁচাতে চাইছে পুলিশ

    শরিফা বেগম শিউলীঃ- স্টাফ রিপোর্টার,

    রংপুরের পীরগঞ্জে ষষ্ঠশ্রেণির ছাত্র নাহিফুল হত্যা ও গুমের সঙ্গে জড়িতদের পুলিশ রক্ষার চেষ্টা করছে অভিযোগ করে নিহত স্কুলছাত্রের গ্রাম চৈত্রকোলে শত শত নারী-পুরুষ সোমবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচনের মাধ্যমে জড়িত সকলের কঠোর শাস্তির দাবিতে এই মানববন্ধন করেন তারা।

    ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, হত্যার পর ৪ দিন ধরে নাহিফুলের লাশ গুমের জন্য বিভিন্ন স্থানে নিয়ে অবশেষে নিজের বাড়ির একটি গভীর নলকূপের ঘরে পুঁতে রাখা হয়। এই অপরাধে সামিউল নামে ১২ বছরের আরেকটি ছেলেকে গ্রেফতার করা হয়েছে। সে একা একাজ করতে পারে না বলে সবাই বিশ্বাস করলেও পুলিশ অন্যদের বাঁচাতে সামিউলকে একমাত্র আসামী করে দ্রুত চার্জশিট দিয়ে অন্যদের বাঁচাতে চাইছে বলে অভিযোগ করছেন তারা।

    মামলায় অন্যদের আসামী করতে পুলিশ বাঁধা দিয়েছে এমনকী রক্তমাখা বস্তাসহ বিভিন্ন আলামত নিয়ে ঘুরে বেড়ালেও পুলিশের বিরুদ্ধে আলামত হিসেবে সেসব গ্রহণ না করার অভিযোগ তাদের। লাশের সঙ্গে একটি মোবাইলফোন পাওয়া গেছে, সেই মোবাইলটি কার সেকথাও পুলিশ গোপন করছে বলে অভিযোগ করছেন নাহিফুলের বাবা-মাসহ তার পরিবার।
    গত ২৩ এপ্রিল নাহিফুল ইসলামকে প্রতিবেশী আব্দুস সালামের ছেলে সামিউল ইসলাম বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেদিন থেকেই নাহিফুল নিখোঁজ ছিল। ২৬ এপ্রিল রাতে সামিউলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।তার দেয়া তথ্য অনুযায়ী ২৭ এপ্রিল ভোরে উপজেলার চৈত্রকোলের পালগড়গ্রামে একটি গভীর নলকূপের ঘরের মাটি খুঁড়ে নাফিউলের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্কুলছাত্র নাহিফুল হত্যা ও গুমের অভিযোগে গ্রেফতার সামিউলকে বুধবার (২৭ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঐদিন নিহত নাফিউলের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরও করা হয়। আদালতে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন সামিউল।
    পুলিশ জানায়, নিখোঁজ হওয়ার দিন নাহিফুল ও সামিউল পালগড় মাদরাসায় গিয়ে গল্পগুজব করে। এরপর তারা দুজন মিলে কলোনি বাজারে যায় এবং খিচুড়ি খায়। খিচুড়ি বিল দেওয়ার সময় নাহিফুলের মানি ব্যাগে অনেক টাকা দেখে সামিউল। টাকা দেখে তা কেড়ে নেওয়ার পরিকল্পনা করে। রাত ১১টার দিকে নাহিফুলকে তার শ্যালো মেশিন ঘরে নিয়ে যায়। সেখানে গিয়ে সে কৌশলে নাহিফুলকে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে।
    সামিউল জানায়, এরপর সে ঘরে থাকা ফিতা দিয়ে নাহিফুলের গলায় পেঁচিয়ে ধরে শ্বাসরোধে হত্যা করে তার পকেটে থাকা ৮৯০ টাকা ও হাতঘড়ি লুট করে নেয়। এরপর শ্যালো মেশিনের কোদাল দিয়ে গর্ত করে এবং মরদেহ গর্তের মধ্যে পুঁতে রাখে। পরে মাটি চাপা দিয়ে সে হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়ে। সকাল ৮টার দিকে সে বাসায় ফিরে স্বাভাবিক জীবন যাপন করতে থাকে।
    পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সামিউলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে নাহিফুল হত্যার লোমহর্ষক বর্ণনা দেয়। সামিউলের তথ্যর ভিত্তিতে মঙ্গলবার রাতে তার নিজের বাড়ির অগভীর নলকূপ ঘরের মেঝেতে পুঁতে রাখা নাহিফুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তৌহিদুল ইসলাম উপজেলার শাল্টি পশ্চিমপাড়ার নুর আলমের ছেলে। সে স্থানীয় শাল্টি শমস দীঘি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।


    এ ব্যাপারে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, প্রকৃত হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক (রংপুর মেডিকেল কলেজ) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।##

  • জালালাবাদ হাউজিং এলাকায় অবৈধ উচ্ছেদ অভিযান ও শুলকবহর,পাঁচলাইশ ওয়ার্ডে বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়

    জালালাবাদ হাউজিং এলাকায় অবৈধ উচ্ছেদ অভিযান ও শুলকবহর,পাঁচলাইশ ওয়ার্ডে বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ (২৩ মে ২২) সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে খুলশী থানাধীন মুরগীফার্ম হতে জালালাবাদ হাউজিং পর্যন্ত রাস্তার উভয়পার্শ্বের প্রায় শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এই সময় রাস্তা দখল করে দোকান নির্মাণ করার দায়ে ১ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এর নেতৃত্বে রাজস্ব সার্কেল-১ আওতায় শুলকবহর ও পাঁচলাইশ ওয়ার্ডে পরিচালিত অভিযানে চেক মারফত ৭ লক্ষ ৯৬ হাজার ৬ শত ৩৫ টাকা বকেয়া হোল্ডিং ট্যা· আদায় করা হয়। এরপর একই আদালত কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এর দায়েরকৃত মোকদ্দমায় ৩ ব্যক্তিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

  • খাদেমুল কে ফিরে পেতে চায় তার পরিবার

    খাদেমুল কে ফিরে পেতে চায় তার পরিবার

    এস এম মাসুদ রানা- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    বিরামপুর পৌর শহর থেকে খাদেমুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ী ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এঘটনায় তার ছেলে বিরামপুর থানায় সাধারণ ডাইরী করেছেন।

    নিখোঁজের স্বজনেরা জানান, বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া মহল্লার মৃত: সুজার উদ্দিনের পুত্র খাদেমুল ইসলাম (৭৫) বাড়িতে একাই বসবাস করতেন। গত মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় ঘরে তালা লাগিয়ে বাহিরে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। খাদেমুল ইসলাম পেশায় একজন গরু ব্যবসায়ী। বিভিন্ন হাট-বাজারে গরু বেচা কেনা করে জীবিকা নির্বাহ করতেন।

    স্বজনেরা কোন সন্ধান না পাওয়ায় খাদেমুলের ছেলে রায়হান কবির বিরামপুর থানায় (২২ মে) সাধারণ ডাইরী করেছেন। খাদেমুলের মুখমন্ডল লম্বাকার, গায়ের রং উজ্জ্বল শ্যাম, উচ্চতা ৫-৪’ পরনে সাদা সার্ট ও লুঙ্গি পরিহিত ছিলো। তিনি বিরামপুরের আঞ্চলিক ভাষায় কথা বলেন। কেউ তার সন্ধান জানলে, বিরামপুর থানায় সংবাদ দেওয়ার জন্য উদ্বিগ্ন পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে

  • সিসি ক্যামেরা” এবং “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজের জন্য রেমিট্যান্স যোদ্ধার মুখে হাসি

    সিসি ক্যামেরা” এবং “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজের জন্য রেমিট্যান্স যোদ্ধার মুখে হাসি

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    সেবা দেওয়ার মানসিকতা থাকলে সফলতা আসবেই। সেবা প্রত্যাশীদের মুখে হাসি ফুটানোই বাংলাদেশ পুলিশের অন্যতম লক্ষ্য। বলছিলাম রেমিট্যান্স যোদ্ধা বিপ্লব দাশ এর ট্রলি ফিরে পাওয়ার গল্প।

    বিদেশ ফেরত বিপ্লব দাশ (৩৫) ইং ২২/০৫/২২ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় নতুন বউ নিয়ে পাকা রাস্তার মাথা থেকে সিএনজি যোগে শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিউমার্কেট মোড়ে মিষ্টি কিনার জন্য নামেন। সদাই শেষে লক্ষ্য করেন সদ্য বিয়ে হওয়া বউয়ের স্বর্ণালংকার, নগদ ২০,০০০ টাকার বান্ডিল, নতুন শাড়ি, ব্যাংকের চেক বই সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র সমেত ট্রলিব্যাগটি সিএনজির পেছনেই ফেলে এসেছেন। হন্যে উপায় হয়ে কোতোয়ালি থানায় উক্ত বিষয়ে একটি সাধারন ডায়েরী করেন। জিডি প্রাপ্তির পর এস আই/সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স সহ তদন্তে নামেন। ঘটনাস্থলসহ অন্যান্য প্রাসঙ্গিক একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সিএনজি সনাক্ত করেন। “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজের মাধ্যমে সিএনজির মালিক এবং ড্রাইভারের তথ্য সংগ্রহ করেন। অভিযোগের প্রাপ্তির ৬ ঘন্টার মধ্যেই বিপ্লব দাশের স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ মালামালের ট্রলিব্যাগটি উদ্ধার করেন এবং তাদেরকে বুঝিয়ে দেন।

    বিপ্লব দাশ বিয়ে পরবর্তী অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলেন উল্লেখ করে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উন্নত দেশের পুলিশের মত বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে মর্মে মন্তব্য করেন।

  • টেকনাফে ভুমি সেবা সপ্তাহ উদ্বোধন

    টেকনাফে ভুমি সেবা সপ্তাহ উদ্বোধন

    টেকনাফে প্রতিনিধি,

    সীমান্ত উপজেলা টেকনাফে ভুমি সপ্তাহ সেবা ২২ইং উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২মে) টেকনাফ উপজেলা ভুমি অফিস প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
    টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভুমি এরফানুল হক চৌধুরীর পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি সহ ভুমি অফিসের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।

    এ সময় প্রধান অতিথি নুরুল আলম চেয়ারম্যান বলেন, টেকনাফের মানুষ যেন প্রকৃত ভুমি সেবা গ্রহন করতে এসে হয়ারানির শিকার না হয়,
    সে দিকে খেয়াল রাখতে হবে। ভুমি অফিসের আশেপাশে উৎপেতে থাকা দালাল গুলো যদি ভুমি অফিসের নাম বিক্রি করে সাধারণ সেবা প্রার্থীদের হয়রানি করে তাদের সনাক্ত করে আইনের আওতায় আনতে আহব্বান করেন।
    সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, সরকার জনগণের ভুমি সেবা নিশ্চিত করতে ডিজিটালাইজেশনের মধ্যে সকল প্রকার সেবা দিয়ে যাচ্ছে। তাই প্রতি বছর এ ভুমি সপ্তাহের আয়োজন। সেবা গ্রহীতা যদি কোন সমস্যায় পড়ে তাহালে জাতীয় ভুমি সেবা ১৬১২২ নাম্বারে কল দিলে সব বিষয়ে সামাধানের পদ পবে। যা আমাদের বেশি বেশি প্রচার করতে হবে।

    বিশেষ অতিথির বক্তব্যে টেকনাফ মডেল থানার ওসি বলেন, আমার জানামতে টেকনাফের মানুষ দ্রুত ভুমি সেবা পাচ্ছে। ভুমি সেবা নিতে এসে কেউ যদি আইনের ব্যাঘাত সৃষ্টি করে তাহলে তাদের আইনের আওতায় আনা হবে।

  • চট্টগ্রামে পুলিশের ভ্যানে ধাক্কা দেওয়া বাসচালক নাহিদুল গ্রেপ্তার

    চট্টগ্রামে পুলিশের ভ্যানে ধাক্কা দেওয়া বাসচালক নাহিদুল গ্রেপ্তার

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রাম নগরীর সাগরিকায় শিল্প পুলিশের পিকআপকে ধাক্কা দিয়ে ১৩ পুলিশ সদস্যকে আহত করা বাসচালক নাহিদুল ইসলাম স্বপনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

    গ্রেপ্তার নাহিদুল ইসলাম স্বপন নোয়াখালী জেলার সুধারাম উপজেলার মৃত হানিফের ছেলে।

    শনিবার (২১ মে) রাতে পাহাড়তলী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, শিল্প পুলিশের বাসে ধাক্কা দেয়া বাসের চালক নাহিদুল ইসলাম স্বপনকে রাতে পাহাড়তলী বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (২২ মে) দুপুরে তাকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

    উল্লেখ্য, শনিবার (২১ মে) সকাল পৌনে ১০টার দিকে সাগরিকায় এ কে খান গেট এলাকায় বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৩ সদস্য আহত হন। ঘটনার পরপরই পুলিশ বাসটি জব্দ করে। এ ঘটনায় শিল্প পুলিশের এসআই নাজমুল হাসান মোল্লা বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন। আহত পুলিশ সদস্যরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

  • উখিয়ার পালংখালী ৩৪বিজিবির অভিযানে ১ লাখ পিস বার্মিজ ইয়াবাসহ আটক-১

    উখিয়ার পালংখালী ৩৪বিজিবির অভিযানে ১ লাখ পিস বার্মিজ ইয়াবাসহ আটক-১

    নিজস্ব প্রতিবেদক,

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে ৩ কোটি টাকা মূল্যের এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

    বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২২ মে ২০২২ তারিখ রাতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ৩,০০,০০,০০০/- ( তিন কোটি) টাকা মূল্যমানের ১,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

    গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে ২০২২ খ্রিঃ রবিবার রাতে কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ন বিজিবির এর অধিনস্থ পালংখালী বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল সীমান্ত পিলার ৩২ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ পশ্চিম দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৫নং পালংখালী ইউপি’র কাষ্টম মোড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে রাত আনুমানিক ০২০০ টার সময় কতিপয় ইয়াবা পাচারকারী সীমান্ত হতে পায়ে হেটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র মাদক কারবারীরা বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। এমতাবস্থায় বিজিবি টহলদল তাদের জান-মাল রক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। অতঃপর টহলদল ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১,০০,০০০ (এক লক্ষ) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩,০০,০০,০০০/- (তিন কোটি) টাকা।

    এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।