Month: মার্চ ২০২৩

  • দারুল হিদায়া তাহফিজুল কুরআন মাদরাসার বিদায়ী ছাত্রদের দস্তারবন্দী সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

    দারুল হিদায়া তাহফিজুল কুরআন মাদরাসার বিদায়ী ছাত্রদের দস্তারবন্দী সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

    চট্টগ্রামের পাঁচলাইশ দারুল হিদায়া তাহফিজুল কুরআন মাদরাসার উদ্যোগে দস্তারবন্দী সনদ প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ০৮ মার্চ ২৩)বাদ মাগরিব থেকে মাদরাসার ৫ম তলা ভবনের উপরে শুরু হওয়া এই অনুষ্ঠান রাত ১১ টা পর্যন্ত চলমান, অনুষ্ঠানে পাঁচলাইশ, চট্টগ্রাম, মক্ষী মসজিদ এর ইমাম, খতিব ও দারুল হিদায়া তাহফিজুল কুরআন মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক, আলহাজ্ব হাফেজ মাওলানা আবুল হাসান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সহকারী খতিব ড.আনোয়ারুল হক আল আজহারী, মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা শাকের উল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

    অনুষ্ঠানে অভিভাবক, মেহমান ও ছাত্রদের উপস্থিতিতে আলোচক বৃন্দ বলেন, নবীদের উত্তরসূরি হিসেবে কুরআন- সুন্নাহর আলোকে জাতিকে নির্দেশনা দেয়া আলেম সমাজের দায়িত্ব ও কর্তব্য। কল্যাণের প্রতি আহ্বান জানানো ও অকল্যাণের পরিণতি সম্পর্কে সজাগ করতে আলেমদের স্বয়ং আল্লাহ ও মহানবী (সা.) নির্দেশ দিয়েছেন। মানুষের ঈমান-আকিদার হেফাজত করা, মানুষকে পরকালমুখী করা, প্রচলিত শিরক-বিদআত ও কুসংস্কারসমূহ রদ করা এবং শরিয়তবিরোধী সব কর্মকাণ্ড প্রতিরোধে ভূমিকা পালনের শিক্ষার পাশাপাশি দেশপ্রেম এবং জাতির প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসার শিক্ষা দেয়া আলেমদের অন্যতম জিম্মাদারী। তাই কোনো অবস্থাতেই আলেম সমাজের পক্ষে এ দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তাঁরা বলেন, ইসলামী চিন্তাধারার অনুসারীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করতে হবে। একে অন্যকে অভিযুক্ত করার প্রবণতা পরিহার করে মতপার্থক্যের যে সব বিষয় রয়েছে সেগুলোকে সংলাপের মধ্য দিয়ে নিষ্পত্তি ও সংশোধন করা গেলে মুসলিম উম্মাহকে কার্যকর ঐক্যবদ্ধ ও স্বাতন্ত্র্যমণ্ডিত করে তোলা সম্ভব। বক্তাগণ বলেন, উম্মাহর ক্রান্তিলগ্নে সব মুসলিমকে একত্রিত করার দায়বদ্ধতাকে বিশেষভাবে উপলব্ধি করতে হবে। সংযমের মাধ্যমে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ও সাদৃশ্যের বন্ধনকে জোরদার করতে হবে এবং পরিত্যাগ করতে হবে শত্রুতা ও বিভাজনের প্রবণতা। একই সাথে চরমপন্থা, সহিংসতা ও সন্ত্রাসবাদের সকল রূপ প্রত্যাখ্যান করতে হবে এবং অন্যান্য ধর্মের অনুসারীদের সাথেও মুসলমানদের সর্বোত্তম পদ্ধতিতে সহযোগিতা করতে হবে।উক্ত অনুষ্ঠানে আগত প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,চট্টগ্রামের মধ্যে এত সুন্দর কোরআনের অনুষ্ঠান আর হয়নি।

    অনুষ্টানের শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা শাহ্ নূর মোহাম্মদ সাহেব পীর সাহেব বাঁশখালী।

    ছবি ক্যাপশন (১) দারুল হিদায়া তাহফিজুল কুরআন মাদরাসার দস্তারবন্দী সনদ প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

  • নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বার্মিজ বিয়ার আটক

    নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বার্মিজ বিয়ার আটক

    মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি:

    বিজিবি টহল দল কর্তৃক মালিকবিহীন বার্মিজ ১২% DIABLO বিয়ার আটক করা হয়েছে।
    ৭ মার্চ আনুমানিক রাত ১১টার সময় কক্সবাজার (৩৪ বিজিবি) এর অধিনস্থ রেজুআমতলী বিওপির বিশেষ টহল কমান্ডার নাঃ মোঃ বিপুল ইসলাম এর নেতৃত্বে টহল দল কর্তৃক বিওপি হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ-পশ্চিম দিকে সীমান্ত পিলার ৩৯ এর হতে আনুমানিক-৪ কিঃমিঃপশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে রেজুআমতলী ব্রিজ নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৪৮ বোতল/ক্যান বার্মিজ ১২% DIABLO বিয়ার আটক করা হয়।

    আটককৃত মালামাল- DIABLO বিয়ার ৪৮ ক্যান ২৫০=১২,০০০/- টাকা উল্লেখ্য নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুমের সীমান্ত এলাকার কয়েকটি দুর্গম পয়েন্ট দিয়ে মিয়ানমারের অভ‍্যন্তর থেকে বিভিন্ন প্রকার মাদক এবং সিগারেট এনে দেশের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিতে তৎপরতা অব্যাহত রেখেছে স্থানীয় কিছু চোরাকারবারিরা।
    ঐ এলাকায় কর্মরত বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে দিনরাত কাজ করার ফলে বর্তমানে চোরাচালানে জড়িতরা কোনঠাসা হয়ে পড়েছে বলে স্থানীয় কয়েকজন ব‍্যাক্তি জানিয়েছে।

  • ছাগলের দামে গরু নিলাম,রাজস্ব আয় থেকে বঞ্চিত সরকার

    ছাগলের দামে গরু নিলাম,রাজস্ব আয় থেকে বঞ্চিত সরকার

    নিজস্ব প্রতিবেদক::

    কক্সবাজারের উখিয়ায় নিয়ম না মেনে গরুর নিলামের অভিযোগ উঠেছে বালুখালী কাস্টম কর্মকর্তার বিরুদ্ধে।মাইকিং না করে গোপনে সিন্ডিকেট সদস্যদের সাথে আতাঁত পূর্বক তড়িগড়ি করে নিলাম সম্পন্ন করেছে এমনটি অভিযোগ তালিকাভূক্ত ঠিকাদারদের। তাদের দাবি অনিয়ম করে অসাধু কর্মকর্তা লাভবান হলেও সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।

    সূত্রে জানা গেছে,উখিয়ার বালুখালি শুল্ক অফিসের আওতায় ৭টি বড় বড় গরু নিলাম দিয়েছে ক্রেতাদের সাথে আতাত করে ৫,৮০,০০০/ টাকায় নিলামে ছেড়ে দেন। এতে ১৭.৫% ভ্যাট ট্যাক্স যোগ করলে ১,০১৫০০/ মোট- ৬৮১৫০০/ টাকা।
    বিভিন্ন গরু-মহিষ ব্যবসায়ীদের ভাষ্যমতে যার অনুমানিক মূল্য ছিল ১১,০০০০০/ লক্ষ টাকা। এতে ১৭.৫% ভ্যাট ট্যাক্স যোগ করলে হয় ১,৯২৫০০/ সর্বমোট ১২,৯২৫০০/
    এতে ৬,১১০০০/ হাজার টাকা সরকারের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে এমন মন্তব্য করেন নিলামে উপস্থিত সুশীল ও গনমাধ্যমকর্মীরা।
    শুধু তাই নই প্রতিটি নিলামে এমন বড় বড় টাকার এমাউন্ট থেকে সরকার রাজস্ব বঞ্চিত করে এই কর্মকর্তার পকেট ভারি করে আসছে বলেও তারা জানান।
    গত মাসেও রেজু বিওপিতে এক কোটি টাকা মূল্যের ৮৬ টি গরু মহিষের নিলাম ছেড়ে দেন ৮২,০০,০০০/ টাকায়। এতেও প্রায় ১৮,০০,০০০/ টাকা থেকে রাজস্ব বঞ্চিত ছিল। ( যার ভ্যাট ট্যাক্স যোগ হবে)
    এমন ঘটনা অহরহ রয়েছে এই কর্মকর্তার কারসাজিতে।

    মঙ্গলবার (৭ মার্চ) দুপুর দুইটার সময় নিলাম কার্য সম্পাদন হওয়ার কথা থাকলেও তা দেড়টায় সম্পন্ন হওয়াতে অনেক ডাককারী নিলামে অংশ গ্রহণ করতে পারে নি বলে ক্ষোভ প্রকাশ করেন।

    তালিকাভুক্ত ঠিকাদার সেতু এন্টারপ্রাইজের মালিক আবুল কাশেম অভিযোগ করে জানিয়েছেন কাস্টমস অফিসের অসাধু কর্মকর্তারা জনৈক ঠিকাদারের সাথে গোপনে আতাঁত করে গরু গুলোর নিলাম সম্পন্ন করে।

    এ বিষয়ে জানতে চাইলে বালুখালী কাষ্টমস কর্মকর্তা মোহাম্মদ রাসেল এসব তথ্যের বর্ণনা না দিয়ে উল্টো ধমক দিয়ে সরকারি নিলাম নিয়ে আঙ্গুল না তুলার হুকুম ও সিনিয়র কর্মকর্তাকে জানানোর হুমকি দেন।

  • ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্হাপনা কমিটি’র সমন্বয় সভা ও নির্দেশিকা বিতরণ-২০২৩ অনুষ্ঠিত

    ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্হাপনা কমিটি’র সমন্বয় সভা ও নির্দেশিকা বিতরণ-২০২৩ অনুষ্ঠিত

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কক্সবাজারের উখিয়া উপজেলার সদর ৪নং রাজাপালং ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্হাপনা কমিটি’র সমন্বয় সভা ও নির্দেশিকা বিতরণ অদ্য ৬ মার্চ ২০২৩ ইং সকাল ১০ ঘটিকা দিকে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

    উক্ত সমন্বয় সভা ও নির্দেশিকা বিতরণ-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইমরান হোসেন সজিব, সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, ইউনিয়ন পরিষদের সচিব জনাব মৃনাল বড়ুয়া, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা ও রাজাপালং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্হাপনা কমিটি ও রাজাপালং ইউনিয়নের সকল ওয়ার্ড দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সকল সদস্য বৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    নিউজ ডেস্কঃ উখিয়া ভয়েস২৪ ডটকম।

  • শেড ও কেয়ার বাংলাদেশের উদ্যোগে  জ্বলবায়ু বিপদাপন্নতা ও সক্ষমতা বিশ্লেষনের (আইসিভিসিএ) ফলাফল যাচাইকরণ

    শেড ও কেয়ার বাংলাদেশের উদ্যোগে জ্বলবায়ু বিপদাপন্নতা ও সক্ষমতা বিশ্লেষনের (আইসিভিসিএ) ফলাফল যাচাইকরণ

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    জ্বলবায়ু বিপদাপন্নতা ও সক্ষমতা বিশ্লেষনের (আইসিভিসিএ) ফলাফল যাচাইকরণ এবং জ্বলবায়ু বান্ধব উদ্ভাবনের সুযোগ ও বাধা পর্যালোচনা বিষয়ক পরাজয় সভা শেড ও কেয়ার বাংলাদেশ কর্তৃক আয়োজিত ০৬ফেব্রুয়ারী ২০২৩ সোমবার সকাল ১০ ঘটিকার দিকে উপজেলা হলরুমে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত পরামর্শ সভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান হোসেন সজিব, উপজেলা কৃষি অফিসার মহোদয়, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এস এম ছৈয়দ আলম, শেড ও কেয়ার বাংলাদেশের কক্সবাজার এরিয়া প্রোগ্রাম অফিসার, উখিয়া উপজেলা এরিয়া প্রোগ্রাম অফিসার শেডসহ জালিয়া পালং ইউনিয়ন এর স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    জালিয়া পালং ইউনিয়ন পরিষদের মাদারবনিয়া চাকমা পাড়ায় কৃষি ক্ষেত ও গভীর নলকূপসহ নানানরকমের ক্ষেত শাক সবজি চাষের উদ্যোগ নিয়েছেন শেড ও কেয়ার বাংলাদেশে।

    নিউজ ডেস্ক UkhiyaVoice24.Com

  • ঘুমধুমের রেজু ফাত্রাঝিরি জামে’মসজিদে কোরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা

    ঘুমধুমের রেজু ফাত্রাঝিরি জামে’মসজিদে কোরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা

    নিজস্ব প্রতিবেদক বান্দরবান,

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু ফাত্রাঝিরি কারীমিয়া দারুল উলূম হেফজ খানা ও ফোরকানিয়া মাদ্রাসা’র বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে, সভা শুরুতে ১জন নতুন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান ও হিফজুল কোরআন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। শুক্রবার (৩ফেব্রুয়ারি ) রাতে এইচ,কে,বি ব্রিক ফিল্ড এর স্বত্বাধিকারী ( মালিক)হায়দার আলী কোম্পানি কর্তৃক পরিচালিত রেজু ফাত্রাঝিরি দারুল উলুম হিফজুল কোরআন বিভাগ থেকে তাকে সম্মাননা দেওয়া হয়।

    বান্দারবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের রেজু ফাত্রাঝিরি দারুল উলুম হেফজখানা-এতিমখানা-জামিয়া মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা থেকে
    ২০২৩সালে প্রতিষ্ঠানটি হেফজ শেষ করা ছাত্রকে পাগড়ি প্রদান করেন কতৃপক্ষ।

    অনুষ্ঠানে পাগড়ি প্রদান করা হাফেজ হলেন আব্দুল্লাহ আল মুজাহিদ।

    এছাড়া অনুষ্ঠানে হেফজখানা-এতিমখানা ও ফোরকানিয়া মাদ্রাসার ছাত্রদের কেরাত, নাত ও দেশাত্মবোধক গানে ৬জন পুরস্কৃত করা হয়। তারা হলেন শাহ আলম এর ছেলে সাইফুল ইসলাম, করিম ড্রাইভার মেয়ে রিয়াদ মনি, মাহমুদুল হাসান এর ছেলে আব্দুল্লাহ আল মোজাহিদ, আক্তারের মেয়ে সিফা মনি, আব্দুল্লাহ করিম এর মেয়ে উম্মা আইমা।

    এতে মাদরাসার পরিচালক হায়দার আলী কোম্পানির সভাপতিত্বে প্রধান অতিথির এ,কে,এম জাহাঙ্গীর আজিজ চেয়ারম্যান, ৩নং ঘুমধুম ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি মাওলানা সৈয়দ হোসাইন, প্রধান শিক্ষক রেজু বড়ইতলী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মাওলানা আব্দুল আলিম, খতিব বাশবুনিয়া জামে মসজিদ উখিয়া, মাওলানা মাস্টার আবু সাঈদ সহকারী শিক্ষক উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাওলানা সাবের আহমদ, সিনিয়র শিক্ষক হিমছড়ি তালিমুল কুরআন দাখিল মাদ্রাসা রত্না উখিয়া, মাওলানা জাহেদুল ইসলাম, খতিব ভালুকিয়া পাড়া ঘুমধুম নাইক্ষ্যংছড়ি, সাংবাদিক শফিউল ইসলাম সভাপতি, অনলাইন প্রেসক্লাব উখিয়া, সাংবাদিক আবদুল হাকিম গ্লোবাল টেলিভিশন বান্দরবান প্রতিনিধ ও সহ-সভাপতি উখিয়া উপজেলা প্রেসক্লাব , সাংবাদিক কফিল উদ্দিন, বদিউল আলম, সদস্য ৯ নং ওয়ার্ড প্রমুখ।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার ২০২৩-২৪ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

    ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার ২০২৩-২৪ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

    আলমগীর ইসলামাবাদী- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    সভাপতি- মাওলানা আব্দুল হামিদ
    সহ-সভাপতি- মাওলানা মুহাম্মাদ ইউনুস
    সহ-সভাপতি- মাওলানা জাহিদুল হক
    সহ-সভাপতি- মাওলানা ওমর ফারুক জিরভী
    সেক্রেটারী- মাওলানা হাফেজ আবুল কালাম
    জয়েন্ট সেক্রেটারী- মাওলানা হাফেজ আব্দুর রাজ্জাক রহমানী
    এসিস্ট্যান্ট সেক্রেটারী- মুহাম্মাদ আবছার হোসেন
    সাংগঠনিক সম্পাদক- মুহাম্মাদ মারুফুল ইসলাম
    প্রচার ও দাওয়াহ সম্পাদক- মুহাম্মাদ হুমায়ুন কবির
    দপ্তর সম্পাদক- মুহাম্মাদ সাইফুল্লাহ খালেদ
    অর্থ ও প্রকাশনা সম্পাদক – মুহাম্মাদ আব্দুল আজিজ
    প্রশিক্ষণ সম্পাদক – মাওলানা আবু তৈয়ব
    শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক – হাফেজ মাওলানা শরীফুল ইসলাম
    আইন ও মানবাধিকার সম্পাদক- মাওলানা মোদ্দাচ্ছির সাহেব
    কৃষি ও শ্রম বি. সম্পাদক- নুরুল আবছার
    মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক- হাফেজ ইসমাইল সাহেব
    ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক – হাফেজ মামুনুর রশীদ
    মুক্তিযোদ্ধা বি. সম্পাদক- মুহাম্মাদ ওসমান
    সংখ্যালঘু বি. সম্পাদক – মুহাম্মাদ মুহিব্বুল্লাহ
    শিল্প ও বানিজ্য বি. সম্পাদক – মুহাম্মাদ জামাল উদ্দিন
    স্বাস্থ্য ও পরিবেশ বি. সম্পাদক – মাওলানা মুস্তাফিজুর রহমান
    সহ-সাংগঠনিক সম্পাদক – মুহাম্মাদ হুসাইন
    সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক – মাওলানা নাজিম উদ্দীন আনসারী
    সহ-দপ্তর সম্পাদক – হাফেজ রিফাতুল ইসলাম
    সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক – হাফেজ আব্দুল্লাহ
    সহ-প্রশিক্ষণ সম্পাদক – মাওলানা জহিরুল ইসলাম
    সদস্য – মুহাম্মাদ শফিক
    সদস্য – মুহাম্মদ শহিদুল ইসলাম
    সদস্য – মুহাম্মদ জুয়েল
    সদস্য – মুহাম্মদ রিফাত
    সদস্য – মুহাম্মাদ বাদশা মিয়া
    সদস্য – মুহাম্মাদ আনিছ
    সদস্য – মুহাম্মদ আকিব
    সদস্য – মাওলানা রফিকুল ইসলাম।

  • নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ আটক-১

    নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ আটক-১

    মোঃ ইফসান খান ইমন -নাইক্ষ‍্যংছড়ি,

    নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঘুমধুম ইউনিয়নে ইয়াবা সহ রহমত উল্লাহ নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র।

    শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই পাবেল মল্লিকসহ একটি পুলিশের টিম ঘুমধুম ইউপির ৫ নং ওয়ার্ডস্থ টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখ এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা কালে সন্দেহ জনক আচরণের কারনে তাকে আটক করে।
    আটককৃত ব্যক্তির নিকট হতে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়,যার বাজার মূল্য ৬লক্ষ টাকা।
    আটককৃত ব্যক্তি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ৮ এর মৃত ফয়েজ উল্লাহ’র পুত্র।
    এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা বলেন, জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম এর সার্বিক নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

  • নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে আগুনে পুড়েছে বিজিবির অস্থায়ী চেকপোস্ট সহ বিস্তৃর্ণ পাহাড়

    নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে আগুনে পুড়েছে বিজিবির অস্থায়ী চেকপোস্ট সহ বিস্তৃর্ণ পাহাড়

    মোঃ ইফসান খান ইমন -নাইক্ষ‍্যংছড়ি,

    নাইক্ষ‍্যংছড়া সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে আগুনে বিজিবির অস্থায়ী চেকপোস্ট সহ বিস্তৃর্ণ পাহাড়ী এলাকা পুড়ে গেছে।

    জানা যায় গত ১ মার্চ রাত ৯টার সময় নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ চাকঢালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত ৪৪ পিলার এলাকার মধ্যবর্তী বাংলাদেশের অভ্যন্তরে বড়ছোনখোনা নামক এলাকায় কাঠ ব্যবসায়ী খালেক (৩৫), পিতা-জালাল আহমদ, সাং- গোয়ালমারাঝিরি, ৬নং ওয়ার্ড, সদর ইউনিয়নের, নাইক্ষ্যংছড়ি, নিজের ক্রয়কৃত বাগানে আগাছা পরিস্কার করার জন‍্য আগুন দিলে বিস্তৃর্ণ পাহাড়ী এলাকা পুড়ে যায়।
    উক্ত আগুনে বিজিবির সাপমারাঝিরি পোস্ট ও বড়ছোনখোনা পোস্ট ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়। তবে আগুনের ঘটনায় বিজিবির চেকপোস্টে এর খুঁটি পুড়ে যায়। এছাড়া কোন ক্ষয়ক্ষতি হয়নি। পরবর্তীতে আগুন মিয়ানমারের কিছু ভিতরে গিয়েও জ্বলতে দেখেছে বলে স্থানীয় কয়েক জন জানান।

  • রংগিয়াঘোনা মাদ্রাসার বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

    রংগিয়াঘোনা মাদ্রাসার বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

    রেজাউল আজিম -বাঁশখালী-প্রতিনিধি,

    আজ ২ ই মার্চ বৃহস্প্রতিবার চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল (ডিগ্রী)  মাদ্রাসায় শ্রেণী ভিত্তিক মেধা ও সর্বোচ্চ ফলাফল প্রাপ্তদের পুরষ্কার এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ প্রদানসহ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি জনাব আছেফুর রহমান ফারুকী, সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ ইছমাইল এবং এতে মাদ্রাসার বিভিন্ন ক্যাটাগরির শিক্ষকসহ গভর্ণিং বডির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
    বক্তারা এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সার্বিক বিষয়ে আরও ভাল ফলাফল অর্জন করতে উদ্বুদ্ধ করেন।
    সবশেষে অধ্যক্ষ মহোদয়ের সমাপনী বক্তব্য ও পরবর্তী সভার কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রদানের মধ্য দিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।