গত জুমাবার ও শনিবার কক্সবাজার জেলার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলার অন্তর্গত আল-জামিয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ৯৪ তম বার্ষিক সভা ও দস্তারবন্দী সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামিয়ার সদর মুহতামিম মাওলানা ক্বারী মোখতার আহমদ সাহেবের উদ্বোধনী আলোচনার মাধ্যমে ২ দিনব্যাপী বার্ষিক সভা শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব আল্লামা মাহফুজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া, জামিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা নুরুল ইসলাম সাদেকসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ পৃথক পৃথক অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
দ্বিতীয় দিবসের সমাপনী অধিবেশনে জামিয়ার মুহতামিম আল্লামা আফসার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি মাহফুজুল হক ও জামিয়ার সিনিয়র মুহাদ্দিসগনের উপস্থিতিতে ১৪৪০-৪১ হিজরী ২০১৯-২০ ইংরেজি শিক্ষাবর্ষের
শিক্ষা সমাপনী দাওরায়ে হাদীসের ৩০ জন আলেম ও ৩৯ জন হাফেজকে ফজিলত প্রদান করা হয়।
প্রধান অতিথি আল্লামা মাহফুজুল হক বলেন, সমকালীন বিশ্বে দুর্যোগময় পরিস্থিতিতে নবীজি সালল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ অনুসরণের বিকল্প নেই। কোরআন সুন্নাহর আলোকে ব্যক্তি জীবন গঠন ও সমাজের সর্বস্তরে পূর্ণ দ্বীন বাস্তবায়নে নিজেকে নিবেদিত করি।
Leave a Reply