Warning: Creating default object from empty value in /home/ukhiyavoice24/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
জনগনের সেবা করতে ঝিলংজাতে চেয়ারম্যান প্রার্থী হবে শফিক জনগনের সেবা করতে ঝিলংজাতে চেয়ারম্যান প্রার্থী হবে শফিক – UkhiyaVoice24.Com
  1. clients@ukhiyavoice24.com : UkhiyaVoice24 : সাকিব খান
বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মাওলানা এমএ আব্দুল খালেক (রহ:) এর বড়ভাই আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ’র ইমামতিতে জানাযা ও দাফন সম্পন্ন। দেশব্যাপী ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর আন্তর্জাতিক শ্রমিক দিবসের কর্মসূচি পালিত দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির সংলাপ অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনের জালিয়াতিপূর্ণ ঘোষিত ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবীতে মামলা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কক্সবাজারের উখিয়া কুতুপালং চাচাতো জেঠাতো ভাইয়ের সংঘর্ষে জামায়াতের ওয়ার্ড আমির ও নারীসহ নিহত-৩ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন- এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ। মানবতা সমাজ ও সভ্যতা ধ্বংসের শয়তানী চক্রান্তের অন্যতম ফলপ্রসূ হাতিয়ার হলো মাদক ও জুয়া। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন উখিয়া শাখার সম্মানিত সেক্রেটারি মাও: মিজানকে চাকরিচ্যুত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন। উখিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি ২০০৭ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন।
শিরোনাম:
মাওলানা এমএ আব্দুল খালেক (রহ:) এর বড়ভাই আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ’র ইমামতিতে জানাযা ও দাফন সম্পন্ন। দেশব্যাপী ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর আন্তর্জাতিক শ্রমিক দিবসের কর্মসূচি পালিত দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির সংলাপ অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনের জালিয়াতিপূর্ণ ঘোষিত ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবীতে মামলা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কক্সবাজারের উখিয়া কুতুপালং চাচাতো জেঠাতো ভাইয়ের সংঘর্ষে জামায়াতের ওয়ার্ড আমির ও নারীসহ নিহত-৩ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন- এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ। মানবতা সমাজ ও সভ্যতা ধ্বংসের শয়তানী চক্রান্তের অন্যতম ফলপ্রসূ হাতিয়ার হলো মাদক ও জুয়া। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন উখিয়া শাখার সম্মানিত সেক্রেটারি মাও: মিজানকে চাকরিচ্যুত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন। উখিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি ২০০৭ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন।

জনগনের সেবা করতে ঝিলংজাতে চেয়ারম্যান প্রার্থী হবে শফিক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩৬৩ বার পড়া হয়েছে Print This Post Print This Post

মোহাম্মদ জিয়া কক্সবাজার সদর প্রতিনিধি।

কক্সবাজার জেলার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের একজন বাসিন্দা শফিকুল ইসলাম শফিক।এমনকি একজন সমাজসেবক হিসেবেও বেশ পরিচিত। জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয়ে আগামীতে ঝিলংজা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এমনকি জনগণের সেবা করার জন্যই চেয়ারম্যান নির্বাচন করবেন। ইউপি নির্বাচনী বিষয় নিয়ে ‘ ’এক সাক্ষাৎকারে শফিকুল ইসলাম শফিক এসব কথা বলেন।
জানা গেছে, এলাকায় রয়েছে শফিকুল ইসলামের ব্যাপক পরিচিত। তিনি একজন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত। শুধু তাই নয়, অসহায় দরিদ্রের বন্ধু বলেও সবার মাঝে পরিচিত। যে কোন সামাজিক কাজে ছুটে অাসেন তিনি৷ এমনকি ভালো কাজকে হ্যাঁ এবং খারাপ কাজকে না বলে থাকেন৷ সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে কথা বলেন তিনি। দেশে করোনার প্রকোপের কারনে সরকার লকডাউন ঘোষনা করে। যার ফলে কর্মহীন হয়ে পড়ে অসংখ্য মানুষ। এ দুর্যোগে কর্মহীনদের পাশে থেকে কুড়িয়েছেন সম্মান।
এভাবেই মানুষের পাশে থাকার কারনে ধীরেধীরে বাড়তে থাকে সমাজে তার জনপ্রিয়তা৷ জনগণের একটাই কথা তিনি ঝিলংজায় চেয়ারম্যান নির্বাচিত হলে পাল্টে যাবে এই ইউনিয়নের চিত্র। ঝিলংজা হবে মডেল ইউনিয়ন। আরও থাকবে না রাস্তাঘাটের কারনে ভোগান্তি। এমনকি ইউনিয়ন পরিষদ থেকে সর্বক্ষণিক নাগরিকত্ব সেবা পাবে জনগণ।

ঝিলংজাবাসী জানিয়েছেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে একজন প্রতিবাদী কণ্ঠস্বর। কোন অনিয়ম দুর্নীতিকে প্রশ্রয় দেন না তিনি। এমনকি মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর৷ তরুণ ও যুবসমাজ যেন মাদকের ভয়াবহ ছোঁবলে না পড়ে সেজন্য ঝিলংজার বিভিন্ন এলাকায় যুব ও তরুণদের নিয়ে মতবিনিময় করে থাকেন৷
সবমিলিয়ে শফিকুল ইসলাম জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান স্থানীয়রা। তবে এখন সময়ের অপেক্ষায় রয়েছে ঝিলংজাবাসী। এমনকি দলীয় মনোনয়ন দিলে অাওয়ামী লীগের মনোনয়নের ক্ষেত্রেও তিনি অনেকটাই অালোচিত বলে জানা গেছে৷ নির্বাচনের ভোটের মধ্য দিয়ে শফিকুল ইসলাম বিজয় নিশ্চিত হবে বলেও জানান এলাকাবাসী।

অন্যদিকে অসহায় দরিদ্ররা অর্থের অভাবে চিকিৎসা নিতে না পারায় তিনি তাদের পাশে থেকে চিকিৎসার দায়িত্ব নিয়ে থাকেন৷ এমনকি মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কারও দিয়ে থাকেন তিনি৷ ঝিলংজা ইউনিয়নে সবার মুখে এখন তারই কথা।
ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ‘প্রতিবেদকের সাথে একান্ত আলাপে বলেন, জনগণ চাচ্ছে বলেই অামি নির্বাচন করতে ইচ্ছে প্রকাশ করেছি। কারন জনগণের ভোট ছাড়া অামি নির্বাচনে বিজয়ী হতে পারবো না৷ তাই জনগণের সিদ্ধান্তই অামার চুড়ান্ত সিদ্ধান্ত।

তিনি অারও বলেন, আমরা মানুষ জাতি হিসেবে অন্যদের পাশে থেকে তাদের সেবা করাটা অামাদের দায়িত্ব। অাগামীতে অামি ইউপি নির্বাচন করবো শুধু জনগণের জন্য। বিগতদিন থেকেই স্বপ্ন ছিল জনপ্রতিনিধি হয়ে জনগণের পাশে থাকবো৷ তাই সকলের চাওয়ায় অামি নির্বাচন করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। সবাই অামার জন্য দোয়া করবেন৷

সংবাদটি শেয়ার করুন

One response to “জনগনের সেবা করতে ঝিলংজাতে চেয়ারম্যান প্রার্থী হবে শফিক”

  1. Beensic says:

    Some longterm medicines are breathed in inhaled such as steroids and longacting betaagonists. https://oscialipop.com – Cialis Crudga Kamagra Oral Jelly France buy viagra and cialis online Lasix Sans Ordonnance Ykgaum https://oscialipop.com – buying cialis online usa Pille Viagra Generika Potenzmittel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2020 Frilix Group
Theme Desiged By Kh Raad (Frilix Group)