বুধবার , ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাঁশখালী চাম্বল মাদরাসার গেইট থেকে সাংবাদিক মিজানের বাইক চুরি হয়েছে।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
(চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

আজ রবিবার (২৩ আগস্ট) দুপুর ১২.৩৫ মিনিটের সময় পেশাগত দায়িত্ব পালনকালে চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়ক চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম বড় মাদ্রাসার গেইট থেকে সাংবাদিক মিজান বিন তাহেরে’র লাল রংগের ব্যক্তিগত মোটর বাইক (গাড়ি নং চট্টমেট্রো হ -১৬-৬২০৬ HERO IGNITOR-125) চুরি হয়েছে। বাঁশখালী প্রধান সড়কে ব্যাংক ও ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্টানে যারা সিসি ক্যামরা ব্যবহার করেন, তাদের প্রতি সবিশেষ অনুরোধ.- আজ রবিবার দুপুর ১২ টা থেকে ১ টার সিসি ক্যামরার রেকর্ড ফুটেজ চেক করে সাংবাদিক মিজানের চুরি হওয়া লাল রংগের মোটর বাইকটির সন্ধান পেতে সহযোগিতা করলে কৃতজ্ঞ থাকবো। আপনি যদি সুপারক্লোনের জন্য বাজারে থাকেন Replica Rolex [২] , সুপার ক্লোন রোলেক্স যাওয়ার জায়গা! অনলাইনে নকল রোলেক্স ঘড়ির সবচেয়ে বড় সংগ্রহ!

 

এছাড়াও যে বা যারা গাড়িটির সন্ধান দিতে পারবেন তাদের পরিচয় গোপন রেখে তাদেরকে সম্মানজনক পুরুস্কার প্রদানের ঘোষনা দিয়েছে সাংবাদিক মিজান বিন তাহের।
যোগাযোগ- ০১৮৫৫-০৫০৩৪৪