বুধবার , ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাবেক বন প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলামকে শেষ বিদায় জানাতে জনসমুদ্রে পরিণত

প্রকাশিত হয়েছে-

মোঃ রেজাউল আজিম (বাঁশখালী-প্রতিনিধি)

চট্টগ্রাম ১৬ বাঁশখালীর সাবেক সংসদ ও বিএনপির সাবেক বন প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী (রহঃ) গত ৮ ই নভেম্বর মঙ্গলবার চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। মৃত্যুর সংবাদ মুহুর্তের মধ্যে সারা ছড়িয়ে পড়ে, সাথে সাথে বিভিন্ন শ্রেণির ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতারাসহ তাঁহাকে দেখতে ছুটে যান চট্টগ্রাম শহরে।

গতকাল ৯ ই নভেম্বর বুধবার সকাল ১০ টায় চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ ময়দানে ১ম জানাজা অনুষ্ঠিত হয়, পরবর্তীতে বাঁশখালী জলদী হায়স্কুল মাঠে ২য় জানাজা অনুষ্ঠিত হয়,শেষ জানাজা ৩য় দফা বাঁশখালী ডিগ্রি কলেজের মাঠে অনুষ্ঠিত হয়েছে। নিজ এলাকা পশ্চিম গুনাহগারীতে ৪র্থ দফা জানাজা শেষ করে নিজ কবরস্থানে দাফন সম্পন্ন করেন।