মঙ্গলবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি

বিরামপুরে ট্রেনে কাটা এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

বিরামপুর উপজেলার মৌপুকুর গ্রামে রেল লাইনের উপর থেকে বুধবার ভোরে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ঘটনাস্থলে উপস্থিত থেকে জানান- মৌপুকুর গ্রামে রেল লাইনের উপর অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়। থানা পুলিশ রেল পুলিশে সংবাদ দিলে পার্বতীপুর জিআরপি থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেললাইন থেকে লাশ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থানায় নিয়ে যায়। অজ্ঞাত নামা নারীর বয়স ৩৫ বছর এবং তার পরনে শাড়ি পড়া ছিল। স্থানীয়দের ধারণা, রাতের কোন এক সময় ট্রেন থেকে পড়ে নারীটি আঘাত প্রাপ্ত হয়ে নিহত হয়েছে।

ওসি সুমন কুমার মহন্ত আরও জানান, লাশটি উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থানায় পাঠানো হয়েছে।

পার্বতীপুর জিআরপি থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, অজ্ঞাত নারীর ফিঙ্গারপ্রিন্ট টেস্ট এর মাধ্যমে পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।