বিজিবি টহল দল কর্তৃক জ্বালানি কাঠের ট্রাক সহ আসামি আটক করা করা হয়েছে।
রবিবার বিকেল ৩টার সময় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন এর অধিনস্হ রেজুপাড়া বিওপির সদস্যরা গোপন খবরের ভিত্তিতে পাহাড় হতে অবৈধভাবে কাট কেটে ইট ভাটায় জালানী হিসাবে ব্যাবহারের উদ্দেশ্যে যাওয়ার পথে বিশেষ টহল কমান্ডার মোঃ আওলাদ হোসেন এর নেতৃত্বে টহল দল কর্তৃক রেজু পাড়া বিওপি হতে আনু ১৫০ মিটার পূর্ব দিকে এবং সীমান্ত পিলার নং -৪১-৪২ হতে আনুঃ ০৩ কিঃমিঃ -পশ্বিম দিকে ফাত্রাঝিরি বাজার নামক স্থান হতে মোঃ ফাহিম (২০), পিতা- খাইরুল বশার, গ্রাম- রুহুল্লার ডেবা রত্না পালং পোষ্ট- রত্নাপালং, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে কাঠ সহ ০১ টি ডাম্পার ট্রাক (চট্র মেট্রো-ড ১১-০১০৫) আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য তের লক্ষ টাকা বলে সুত্রে জানা গেছে।
আটককৃত আসামিকে নাইক্ষ্যংছড়ি থানায় এবং কাঠ ও ডাম্পার ট্রাক নাইক্ষ্যংছড়ি ফরেস্টে অফিসে জমা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
Leave a Reply