উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, দাওয়াতুল হক আল ইসলামিয়া মাদ্রাসার ছদর মুহতামিম ও হ্নীলা দারুচ্ছুন্নাহ মাদ্রাসার সাবেক শায়খুল হাদীস পীরে কামেল মরহুম আল্লামা ইছহাক ছদর সাহেব হুজুর (রহঃ)এর সূযোগ্য খলিফা, মাওলানা জালাল আহমদ সাহেব হুজুর কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল ৩ টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ) আগামীকাল সকাল ১১টার সময় দাওয়াতুল হক মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনূষ্ঠিত হবে,মৃত্যুকালে বয়স ৮৬, তিনি দীর্ঘদিন মাদ্রাসায় খেদমত করে আচ্ছেন।
রাব্বেকারীম হুজুরের কবর কে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নিন। আমীন
Leave a Reply