গতকাল ১৮ অক্টোবর রবিবার বিকাল ৪ টায় বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের আয়োজনে, শিশু একাডেমি বরিশাল এর কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র সন্তান শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে আবৃতি প্রতিযোগিতা, শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, জুম ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ আহসান হাবিব, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেনসহ শিশু একাডেমি পুরস্কার বিজয়ী শিশুরা এবং তাদের অভিভাবক উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা শেখ রাসেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক বরিশাল অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply