প্রিয় বন্ধু, প্রিয় রাহবার! আপনি আমাদের অহঙ্কার। চামচিকার ঔদ্ধত্য দেখে আপনি হতবিহ্বল-হতোদ্যম হবেন না। আপনি আমাদের মুখপাত্র। আপনি দমে গেলে ওরা জিতে যাবে। এ লড়াই আপনার ব্যক্তিগত বিষয়ে নয়, এ লড়াই হক-বাতিলের। এ লড়াইয়ে আপনি একা নন, গোটা দেশের তাওহীদি ও দেশপ্রেমিক জনগণ আপনার সহযোদ্ধা।
এ লড়াই রাজনৈতিক নয়, এটা ঈমানী লড়াই। আমাদের প্রতিপক্ষ কোন রাজনৈতিক দল বা ব্যক্তি নয়, আমাদের প্রতিপক্ষ ইসলামবিদ্বেষী অপশক্তি।
ওরা মূলত আপনাকে রুদ্ধ করতে চায় না। ওদের টার্গেট ইসলাম।
হক-বাতিলের চলছে লড়াই চলবে…….!!
প্রিয় ভাই, আমরা জানি আপনি দমে যাওয়ার পাত্র নন, তারপরও দোয়া-
الله يعصمك من الناس
আল্লাহ আপনাকে রক্ষা করুন; বিচলিত হবেন না-ان لله معنا, আল্লাহ যাদের সঙ্গী, তাদের দমিয়ে রাখার সাধ্য কার?!
শায়েখ ওমর মুখতার রহ..শত্রুর বোমারুবিমান সম্পর্কে কি বলেছিলেন মনে আছে তো? “বিমানগুলো যদি আরশের নিচে দিয়েই চলে তাহলে ভয় পাওয়ার কী দরকার!” সত্যিই তো যাদের রব আরশের মালিক তাদের আবার ভয় কীসের? নবী ﷺকে দেওয়া সান্ত্বনাই আমাদের সান্ত্বনা :
فان تولوا فقل حسبي الله. لااله الاهو. عليه توكلت وهو رب العرش العظيم
অর্থ : “তারা পৃষ্ঠপ্রদর্শন করলে আপনি বলুন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। তাঁকে ছাড়া কোনো ইলাহ নেই। তাঁর উপর ভরসা করছি, তিনিই মহান আরশের মালিক।”
আল্লাহর দীনের জন্য আজ আপনি হুমকির মুখে, আল্লাহই আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।
আপনার ভয় নাই, পাশে আছি আমরা সবাই।
Leave a Reply