চট্টগ্রাম বাঁশখালী উপজেলার ১০ নং চাম্বল ইউনিয়নের (০৮ নং ওয়ার্ডের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সুখ -দুঃখ ভাগ করে নেওয়া মানবিক জননেতা মানবতার ফেরিওয়ালা সৎ নিষ্ঠাবান বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব শেখ কায়সার ইকবালকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে (০৮ নং ওয়াঅডে) মেম্বার পদে দেখতে চায়।
নিঃস্বার্থ সেবা দিয়ে চাম্বল ইউনিয়নের (০৮ নং ওয়ার্ড বাসির মনে যায়গা করে নেওয়া এই তরুন সমাজসেবক ও সাবেক ছাত্র নেতা এগিয়ে যাবে এখন চাম্বল ইউনিয়নে (০৮ নং ওয়ার্ড) এর চাম্বল বাজারসহ অত্র ওয়ার্ডের চায়ের আড্ডাতে এমন কথা অহর অহর শুনা যাচ্ছে, আগামী ইউপি নির্বাচনে (০৮ নং ওয়ার্ডে এবার চাম্বল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ শেখ কায়সার ইকবালকে বিপুল ভোটে বিজয়ী করবে এমনটি আস্তার সাথে বলা যায় কারণ শেখ কায়সার ইকবাল’র জনপ্রিয়তা আকাশচুম্বী,জনগণের একটাই কথা এবার আর কেহ নয় শেখ কায়সার ইকবালকে (০৮ নং ওয়ার্ডে মেম্বার হিসাবে পেতে চায়।
১০ নং চাম্বল ইউনিয়নের (০৮ নং) ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শেখ কায়সার ইকবাল বলেন ,বারবার শুধু নেতা আর ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু দুখি,মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। সবাই জনসেবার কথা বলে ক্ষমতায় এসে রাতারাতি জনগনের হক নষ্ট করে আঙ্গল ফুলে গলা গাছ হয়। দুখি ও মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। আর এ উন্নয়ন এ রকম চোর বাটপারদের দ্বারা সম্ভব না। সাম্রাজ্যবাদী ও জাহিলি এ সমাজ ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। তাই আসুন আমরা চাম্বল ইউনিয়নের (০৮ নং ওয়ার্ড) এর সর্বস্তরের জনগণ সব ভেদাভেদ ভুলে গিয়ে কাঁদে কাঁদ মিলিয়ে সততা ও আস্থা ফিরিয়ে আনি। দুখি ও মেহনতি মানুষের অধিকার ফিরিয়ে আনি।
শেখ কায়সার ইকবাল আরও বলেন, সাম্য-মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার আজ সমাজে নেই বললেই চলে। অথচ স্বাধীনতার ইস্তেহারে স্পষ্ট ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের জন্যই এ দেশ স্বাধীন করা দরকার। যার কারণে আমার আবাল,বৃদ্ধা,বণিতা ও বাংলার দামাল ছেলেরা স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেন। কিন্তু আজ সমাজের সর্বস্তরে ঘুষ,দুর্নীতি,ধর্ষণ,হত্যা,,মামলা,খুন ও নেশার সয়লাভ। এ অবস্থার পরিবর্তন করতে (০৮ নং ওয়ার্ডবাসী হাফের শেখ কায়সার ইকবাল নির্বাচন করবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
Leave a Reply