এইচ এম সাইফুল নূর কলাপাড়া, প্রতিনিধিঃ-
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা বিকল্প সড়কের আন্ধারমানিক নদীর উপর নির্মান সম্পন্ন হওয়ার পথে বালিয়াতলী বাজার সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম সেতু পরিদর্শন করলেন এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান।
শনিবার দুপুরে সেতু পরিদর্শন কালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মোসলেহ উদ্দীন, মো. আলী আখতার হোসেন, মো. ওয়হিদুর রহমান, মো. মোখলেসুর রহমান, মন্মথ রঞ্জন হাওলাদারসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা তার সাথে ছিলেন। এসময় সেতুর কাজ ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে বলে তিনি সাংবাদিকদের নিশ্চিত করেন। আগামি মার্চ-এপ্রিল মাসে সেতুটি জনগণের চলাচলের জন্য খুলে দেয়ার সম্ভাবনার কথা জানালেন তিনি।
এর আগে শনিবার সকালে কুয়াকাটায় এলজিইডি’র পরিদর্শন বাংলো কাম প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। বহুতল এ পরিদর্শন বাংলোটির আপাতত তিন তলা পর্যন্ত করা হচ্ছে। সাত কোটি টাকা ব্যায়ে এ ভবনটি নির্মিত হচ্ছে বলে জানা গেছে।
Leave a Reply