উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের নবপ্রতিষ্ঠিত, চাকবৈঠা কবরস্থান সংলগ্ন
দারুল হেদায়া মাদ্রাসা চাকবৈঠার হিফজ বিভাগের ছাত্রদের মাঝে আজ কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে। রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর জনাব জাহাঙ্গীর কবির চৌধুরীর সহায়তায় এই কম্বল বিতরণ সম্পন্ন হয়।
এই শীতবস্ত্র হাতে পেয়ে হাফেজ শিশুরা অনেক আনন্দিত ও প্রফুল্ল হয়।
উক্ত অনুষ্ঠানে দারুল হেদায়া মাদ্রাসা চাকবৈঠার প্রতিষ্ঠাতা পরিচালক, উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মুফতী রিদওয়ানুল কাদির বলেন, আমাদের হেফজ বিভাগের দরিদ্র ও এতিম ছাত্রদের মাঝে চেয়ারম্যান সাহেবের এই সাহায্য তাদেরকে শীতের প্রকোপ থেকে বাঁচাতে সাহায্য করবে।
পরে সবার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে ডিগলীয়া পালং জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা হারুনুর রশিদ, চাকবৈঠা স্কুল জামে মসজিদের খতীব মাওলানা আবু শরীফ, অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা ইসমাইল, মাওলানা শফিউল আলম, হাফেজ গিয়াসুদ্দীন, অভিভাবক জনাব গিয়াসুদ্দীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply