তিনি উখিয়া-টেকনাফ আসন থেকে নির্বাচিত আ’লীগ দলীয় সাবেক সংসদ সদস্য, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও টেকনাফ উপজেলা আ’লীগের সভাপতি মরহুম অধ্যাপক মোহাম্মদ আলীর মেজ ছেলে ও হ্নীলা ইউনিয়ন আ’লীগের সভাপতি ।
রাশেদ মাহমুদ আলী বলেন, আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে প্রাণপ্রিয় সংগঠন আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার পক্ষে আন্দোলনে মাঠে ছিলাম, সামনেও থাকব ইনশাআল্লাহ।
তিনি বলেন, এলাকার জনগণের চাওয়া ও দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী আগামী নির্বাচনে আমি আবারও অংশ নিতে চাই। দল আমাকে নৌকা প্রতীক দিলে আবারও বিপুল ভোটে নির্বাচিত জয় হব ইনশাআল্লাহ। মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ২নং হ্নীলা ইউনিয়নকে।
Leave a Reply