দৌলতখান:: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভোলার দৌলতখানে রিতু বেগম (২০) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। সে হালিমা খাতুন ডিগ্রি মহিলা কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী। সোমবার উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যজয়নগর গ্রামে এ মারধরের ঘটনা ঘটে। আহত রিতু বেগম বর্তমানে ভোলা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে ওই গ্রামের মৃত শেখ ফরিদের মেয়ে।
হাসপাতালে চিকিৎসাধীন রিতু বেগম দৈনিক আমাদের সংগ্রামকে জানান, প্রায় একমাস ধরে আজিজুল ইসলামের সাথে তাদের দখলীয় জমি নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার দুপুরে দোকান থেকে খাওয়ার জন্য রুটি কিনতে গেলে আজিজুল ইসলাম ওই জমির সূত্র ধরে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। গালমন্দের প্রতিবাদ করতে গেলে আজিজুল ইসলাম, মুজাহিদ, ইব্রাহিম ও সিরাজ তাকে বেধড়ক মারধর করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে এনে ভর্তি করান। এ ঘটনায় তারা আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
অন্যদিকে আজিজুল ইসলাম জানান, আমরা রিতু বেগমকে কোন মারধর করেনি। উল্টো তারা আমাদের মারধর করে। এতে আমি ও ইব্রাহিম আহত হই।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
Leave a Reply