অদ্য ১৬ অক্টোবর ২০২১ খ্রিঃ শনিবার দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল ঘোষণা মতো কক্সবাজারের উখিয়া উপজেলার আসন্ন ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের (বর্তমান জনপ্রতিনিধি) জনগণের মনোনীত মেম্বার এর পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই দুইবার নির্বাচিত সফল চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী দলীয় নমিনেশন নৌকার মনোনয়ন পাওয়ায় শুকরিয়া ও জনগণের মনোনীত মেম্বার পদপ্রার্থী গরিব দুঃখী মেহনতী মানুষের প্রাণপ্রিয় নেতা, বিশিষ্ট সমাজ সেবক, ন্যায় বিচারক ও দূর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ নেতৃত্বকারী জনাব আব্দুর রহিম মেম্বার পুনরায় জনগনের বিপুল ভোটে বিজয় লাভ করার উদ্দেশ্যে
পবিত্র কুরআন থেকে ফজিলতের সুরা, সুরাতুল আন আম পড়া হয় এবং মা-বাবার কবর জিয়ারত শেষ করে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে নিশ্চিত করেন তার সহযোগী ছোটভাই মুহাম্মদ জয়নাল আবেদিন জয়।
সুরাতুল আন আমের শেষে মোনাজাত পরিচালনা করেন পূর্ব ডিগলিয়া পালং নতুন জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা হাফেজ আব্দুল কাদের সাহেব।
এসময় উপস্থিত ছিলেন ডেইলপাড়া, করইবনিয়া ও পূর্ব ডিগলিয়া পালং ইসলামী ছাত্র সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম রওজান মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ মুফতি এমদাদুল্লাহ শামসী সাহেব, সাবেক সভাপতি এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ,
করইবনিয়া নতুন জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা শামশুল আলম সাহেব, করইবনিয়া পুরাতন জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ আবু সাঈদ সাহেব, ডেইলপাড়া হোছাইন বিন আলী (রাঃ) মাদ্রাসার জামে মসজিদের ইমাম হাফেজ সৈয়দ নূর সাহেব, ডেইলপাড়া পুরাতন জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা এরশাদ উল্লাহ সাহেব, পশ্চিম ডেইলপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আবু বকর সাহেব, তুলাতলী পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব ও তুলাতলী পাড়া সৈয়দ আলী ফকিরের মাজার সংলগ্ন জামে মসজিদের ইমাম ও ভেত বনিয়া জামে মসজিদের ইমাম হাফেজ রহিম উল্লাহ সাহেব, ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দু শুক্কুর সাহেব, টাইপালং মাদ্রাসার জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা হাফেজ ফরিদ আহমদ সাহেব, টাইপালং উত্তর পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা নুরুল কবির, টাইপালং শিশু ফকিরের জামে মসজিদের ইমাম হাফেজ মুনজুর আলম, হাফেজ কলিম উল্লাহ, হাফেজ রিদওয়ানুল কবির, বেলাল উদ্দিন মুসা, হাফেজ আব্দুল্লাহ প্রমুখ সহ
স্হানীয় আলেম হাফেজে কুরআন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ১৫ টি মসজিদের সম্মানিত ইমাম ও খতিবগণ দাওয়াতে অংশ গ্রহণ করেন।
মোনাজাত পরিচালনা শেষে হাফেজ আলেম ওলামাদের সম্মানের শহিদ হাদীয়া আব্দুর রহিম মেম্বার নিজ হাতে প্রদান করেন।
এসময় ওলামায়েকেমগণের পক্ষে মাওলানা হাফেজ ফরিদুল আলম সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্যে আব্দুর রহিম মেম্বার এর প্রসংশা করেন, আমরা ৫টি বছরে মেম্বার এর অনেক সুযোগ সুবিধা পেয়েছেন বলে শুকরিয়া করেন এবং অতিথের মেম্বার থেকে এই সহযোগিতা পাইনি বলেন, শুধু তাই নয় আগামীতে আব্দুর রহিম মেম্বার ছাড়া কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন, আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার হিসেবে দেখতে চাই একথা বলেন।
Leave a Reply