কালী মন্দিরের পুরোহিতকে মারধর ভয়ভীতি দেখানোসহ মন্দির পুড়িয়ে দেওয়ার হুমকি এবং জোরপূর্বক কালিমা পড়ানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়। এরই প্রেক্ষিতে র্যাব-৭, ফেনী ক্যাম্প উক্ত ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-৭, ফেনী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে, ফেনীর ট্রাংক রোড বড় মসজিদের সামনে ধর্মীয় উস্কানিদাতা,পরিকল্পনাকারী ও নাশকতাকারীর মূল হোতা আহনাফ তৌসিফ মাহমুদ লাবিব, পিতা-সাইফুদ্দিন মাহমুদ,মাতা-নিলুফার ইয়াসমিন, গ্রাম-মধ্যম রামপুর, ১৭ নং ওয়ার্ড থানা ও জেলা-ফেনীকে ১৭ অক্টোবর রাত ০২.০০ ঘটিকায় রামপুর তার নিজ বাড়ি থেকে আটক করে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় সে গতকাল সন্ধায় ফেনী বড় মসজিদে মাগরিবের নামাজ পড়ে সে তার দুই বন্ধু মুন্না ও সফীকে নিয়ে হাতে এক বোতল পেট্রোল সহ কালী মন্দিরে যায়। সেখানে মন্দিরের পুরোহিতকে ব্যাপক মারধর ও মন্দিরে আগুন লাগিয়ে দেয়ার ভয় দেখিয়ে,বলে লুঙ্গি পর,না হয় ধুতিকে লুঙ্গির মত করে ঝুলিয়ে পর,এরপর তাকে পড়তে বলে ‘‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিমএবং ল্ াইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’’ বলে একটি কালিমা পড়ায়। যার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।ফলশ্রæতিতে র্যাব-৭,ফেনী ক্যাম্প তাদের তৎপরতা বৃদ্দি করে তাকে আটক করতে সক্ষম হয়।আটককৃত আসামীর বিরুদ্বে নাশকতা ও ধর্মীয় অনুভুতিতে আঘাত সংক্রান্ত মামলার প্রক্রিয়া চলমান আছে।
Leave a Reply