বিরামপুরঃ- (দিনাজপুর) প্রতিনিধি,
দিনাজপুরের বিরামপুরে শনিবার বিকেলে (০৬ই নভেম্বারে) দিনাজপুর-গবিন্দগঞ্জ মহাসড়কে মেরামতের কাজে ব্যবহার কারী ট্রাকের ধাক্কায় সাইকেলআরোহীইব্রাহীম8হোসেন(৩৫)নিহতহয়েছে। তিনি খানঁনপুর ইউনিয়ানের নটকুমারী গ্রামের মৃত: মনছুর আলীর ছেলে।
বিরামপুর থানার ওসি তদন্ত মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি তদন্ত মতিয়ার রহমান জানান, দিনাজপুর-গবিন্দগঞ্জ মহাসড়কে মেরামতের কাজে ব্যবহার কারী
ট্রাক রাস্তার কাজের জন্য হিট পাথর বোঝায় ট্রাকটি বিরামপুর শহরের ঢাকা মোড়ের অগ্রণী ব্যাংকে সামনে আসলে এক বাইসাইকেল
আরোহী ইব্রাহীম হোসেন ট্রাকের সাথে ধাক্কা লাগলে স্থানীয় লোকজন তাকে বিরামপুর স্বাস্থ্য কমপ্রেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
তিনি আরো বলেন আমরা খবর পেয়ে ক্ষাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করেছি। এ বিষয়ে মামলাসহ আইনি গত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply