পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকদের পাশে এগিয়ে আসা ও সাংবাদিকদের কল্যানে বিশেষ ভূমিকা রাখায় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়াকে সম্মাননা প্রদান করা হয়।
আজ ১২ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টায় স্বনির্ভর রোডস্থ প্রেসক্লাবের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জালাল আহমেদের পরিচালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া।
এ সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি মো. জাকির হোসেন, সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাবেক সভাপতি এড. কাজল বরন দাস, সহ-সভাপতি এড. সোহরাব হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে ক্রেস্ট ও কলম দিয়ে সম্বর্ধিত করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
Leave a Reply