গতকাল ৪ ফেব্রুয়ারী ২০২২ইং, জুমাবার বিকাল ২:৩০ ঘটিকায় কক্সবাজার জেলা শহরের লাবনী পয়েন্টস্থ হোটেল মিশুকের ভিআইপি হলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (আইসিএবি) কক্সবাজার জেলার সভাপতি মুহাম্মদ মোরশেদ কারিমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন কাইছারের সঞ্চালনায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অর্থ ও কল্যাণ সম্পাদক ফায়সাল এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংগঠনটির ২০২২ সেশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রনেতা নুরুল করীম আকরাম, শরিফুল ইসলাম রিয়াদ ও শেখ মোহাম্মদ আল আমিন নেতৃত্বাধীন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমদ মনসুর, কক্সবাজার জেলা আইএবি’র সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শুয়াইব, সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার, বামুক কক্সবাজার জেলার সদর জনাব বদিউল আলম ও যুব আন্দোলনের সভাপতি মাও.শফিউল আলম শ্রমিক আন্দোলনের সহসভাপতি ত্বকী উদ্দীন সিকদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হুসাইন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন সমূহের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ আহমদ মনসুর বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভবিষ্যত বাংলাদেশের জনকল্যাণকামী, ন্যায়পরায়ণ ও ইনসাফভিত্তিক নেতৃত্ব বিনির্মাণে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মহান আল্লাহ প্রদত্ত শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে এ দেশের মাটিকে ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত করতে হবে।” তিনি আরো বলেন, “২০২২ সেশনের নবগঠিত কমিটিকে ন্যায়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠার এই সংগ্রাম ও ইসলামী বিপ্লবের বার্তা অত্র জেলার প্রতিটি ছাত্র জনতার কর্ণকুহরে পৌছে দিতে হবে। বাংলাদেশের সর্বদক্ষিণের বঙ্গোপসাগর ও পার্বত্য অঞ্চল ঘেষা, ধর্মপ্রাণ তাওহিদী জনতার প্রকাশ্য শত্রু-রাষ্ট্র মিয়ানমারের সীমান্তবর্তী এই অঞ্চলকে ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত করতে সর্বোচ্চ ত্যাগ ও সাহসিকতা নিয়ে নেতৃত্ব দিতে হবে।
শাসন ব্যবস্থার ভঙ্গুরতা কাটাতে সচেতন শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথি বক্তব্য শেষে সার্বিক পরামর্শ স্বাপেক্ষে ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নুরুল করিম আকরাম এর সিদ্ধান্তক্রমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার ২০২১ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২২ সালের নতুন নেতৃত্ব নিয়ে কমিটি ঘোষণা করেন। ২০২২ সালের কমিটিতে সভাপতি হিসেবে কক্সবাজার সদর খুরুশকুলের এইচ এম মিছবাহ উদ্দিন কাইছার, সহ-সভাপতি হিসেবে চকরিয়া কোনাখালীর মুহাম্মদ জুনাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে টেকনাফ হ্নীলার আব্দুর রহমান আরিফী মনোনীত হয়েছেন। কমিটি ঘোষণার পর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জেলা সম্মেলন-২২ সম্পন্ন হয়।
Leave a Reply