দিনাজপুরের বিরামপুরে ২১ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) গতকাল সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে এ অনুৃষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিরামপুর পৌরসভার সার্বিক সহযোগিতায় ও
উপজেলা প্রশাসনের আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চলনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু ও পৌর মেয়র আককাস আলী, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার বিরামপুর সার্কেল একেএম ওহিদুন্নবী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, সহকারী কমিশনার ভূমি মুহসিয়া তাবাসসুম, থানার বীর মুক্তিযোদ্ধা ইনতিয়াজ আহমেদ কামাল প্রমুখ।
এসময় যুবউন্নয়ন কর্মকর্তা জামিলুন ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুলের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শেষে অতিথিবৃন্দদের নিয়ে পাঁচ দিনব্যাপী অমর একুশে বই মেলার ৩০টি স্টলে শুভ উদ্বোধন করা হয়।
Leave a Reply