সীমান্ত উপজেলা টেকনাফে মুক্তি কক্সবাজারের আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ১৪ই মার্চ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)মোঃ এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আখতার মিলি.হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী.টেকনাফ মডেল থানার পুলিশ অফিসার নছরু উল্লাহ,উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার।
মুক্তি কক্সবাজার কতৃক আয়োজিত এবং আইভি ওয়াই এর অর্থায়নে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইভিওয়াই জাপান প্রতিনিধি টুমোমাই হাইএসহাই।
গৃহীত উন্নয়ন প্রকল্পের উপর বক্তব্য রাখেন হ্নীলা ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য হোছাইন আহমেদ,সদস্য আবুল হোসেন,মহিলা সদস্যা নাসরিন পারভিন,সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী,আশেক উল্লাহ ফারুকী,নাছির উদ্দিন রাজ,মিজানুর রহমান,আব্দুস সালাম,এস এন কায়সার জুয়েল,এম এ হাসান,আখতার হোসাইন হিরু,সাইফুল ইসলাম,ইব্রাহীম মাহমুদ প্রমূখ।উপস্থিত ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান সদস্য,ব্যবসায়ী,এনজিও প্রতিনিধিগণ।
Leave a Reply