সীমান্ত উপজেলা টেকনাফে বাংলাদেশ কৃষক লীগ টেকনাফ উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।এই উপলক্ষে আজ বুধবার ( ১৬ই মার্চ )
দুপুরে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা আনন্দ মিছিল নিয়ে হ্নীলা ইউনিয়ন থেকে গাড়ির বিশাল বহর নিয়ে টেকনাফ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদির সাথে শুভেচ্ছা বিনিময় করতে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আসেন।
পরে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের সাথে পৌরসভার অলিয়াবাদ যুবলীগ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন।পরে উপজেলার ৬ ইউনিয়নের কৃষক লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় হাজার হাজার শুভাকাঙ্খীরা নব-নির্বাচিত সভাপতি জাহেদ হোসেন সম্রাট ও সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানকে অভিবাদন জানান।
এসময় নব -নির্বাচিত সভাপতি জাহেদ হোসেন সম্রাট বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষক লীগ টেকনাফ উপজেলা শাখার এই পবিত্র দায়িত্ব অর্পন করায় আমি কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।পাশাপাশি বাংলাদেশ আওয়ামীলীগের যে কোন আন্দোলন সংগ্রামে দলের স্বার্থে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিরলস কাজ করে যাবো।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান বলেন,বাংলাদেশ কৃষক লীগকে তৃণমূল পর্যায়ে সু-সংঘটিত করতে প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে কমিটির সবাইকে সাথে নিয়ে কাজ করে যাবো।
এদিকে নব-নির্বাচিত টেকনাফ উপজেলা কমিটির নেতৃবৃন্দরা হ্নীলায় এক আলোচনা সভার আয়োজন করেন।এতে টেকনাফ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ সহ আওয়ামীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply