২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ”২০২২ইং সোমবার সন্ধ্যা ৭টার দিকে লোহাগাড়া বটতলী ষ্টেশনের সিটি হাসপাতালের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক রকসী সিকদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোঃ মিয়া ফারুক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও কলম সৈনিক মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক মাহমুদুল হক চৌধুরী, সহ-সভাপতি সাংবাদিক মোঃ কামরুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দেশপ্রিয় বড়ুয়া, দপ্তর সম্পাদক সাংবাদিক ইসমাইল হোসেন সোহাগ, সাংবাদিক মোঃ কলিম উল্লাহ, সাংবাদিক মোকতার হোসেন, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক মোঃ আলমগীর, সাংবাদিক কাউসার সহ আরও অনেকেই।
সভার শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন।
অনুষ্ঠানের শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এং তার পরিবার সহ যুদ্ধে সকল শহীদদের জন্য দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।
Leave a Reply