এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,
(৩১ মার্চ) ভোর রাত্রী অনুমান ০৩.৫০ ঘটিকার সময় বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিরামপুর থানাধীন ৫নং বিনাইল ইউনিয়নের দেশমা বাজার হতে ফুলবাড়ীগামী পাকা রাস্তার পাশে দেশমা মন্দিরের সামনে থেকে ৪ কেজি গাঁজা, ৪০বোতল অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল (প্রতিটি বোতল ১০০ মিঃলিঃ) সহ মাদক ব্যবসায়ী মোঃ আতিযার রহমান (৩২), পিতা-মৃত আনোয়ার হোসেন, মোঃ একরামুল হক (৩২), পিতা-মৃত নজিমুদ্দিন, উভয় সাং-আখিঘটনা (বোরঙ্গা মোড়),মোঃ রইচ উদ্দিন বাবু (৪১), পিতা-মৃত তজিমুদ্দিন, গ্রাম- কাচারীপাড়া (পুকুর মোড়) , সর্ব থানা- ফুলবাড়ী, জেলা -দিনাজপুরদেরকে গ্রেফতার করা হয়েছে। সে সময় মোঃ আকবর হোসেন (৪১) নামের এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-২৪, ধারাঃ ৩৬ (১) সারণির ১৯ (ক)/১৪ (খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ রুজু করা হয়েছে।
পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। উদ্ধারকারী অফিসার এসআই/হরিদাস বর্মন সহ সঙ্গীয় অফিসার ফোর্স।অভিযান চলমান আছে। গ্রেফতারকৃত এজাহার নামীয় ৩ জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।
Leave a Reply