শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টার
রংপুর ট্যাকসেস বার এসোসিয়েশনের নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষ।আগামী ২৯ শে মে, ২০২২ইং অনুষ্ঠেয় রংপুর টাকসেস বার এসোসিয়েশনের নির্বাচন২০২২-২০২৪ এর জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে আগ্রহী প্রার্থীরা। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ছিল ১০ মে মঙ্গলবার বিকাল ৫ ঘটিকা পর্যন্ত।
রংপুর কর আইনজীবিদের আসন্ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মোঃ ফজলুল হক ও সহকারী নির্বাচন কমিশনার মোঃ তোফাজ্জল হোসেন জানান, আসন্ন নির্বাচনে মোট ১১টি পদের বিপরীতে মনোনয়নপত্র
জমা পড়েছে ২২টি।
এতে সভাপতি পদে এ্যাড. নুরুজ্জামান ও এ্যাড. দীপক কুমার সাহা, সহ-সভাপতি পদে মোঃ আব্দুল মান্নাফ ও মোঃ সাইফুল হক, সাধারণ সম্পাদক পদে এ্যাড. শফিকুল ইসলাম মুকু ও এ্যাড. কাজী মোঃ মুস্তাফিজুর রহমান (দুলাল), সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ জাবেদ চৌধুরী ও হারুনার রশিদ (মনু), কোষাধ্যক্ষ পদে মোঃ জাফর রিয়াজ ও আফরোজা শারমিন কনা এবং কার্যকরী সদস্য পদে সৈয়দ আব্দুর রব বাবুল, এ্যাড. জাকিয়া সুলতানা চৈতী, মোঃ মশিয়ার রহমান, মোঃ আনোয়ারুল ইসলাম মন্ডল, মোঃ মাসুদুর রহমান চৌধুরী, মোঃ আহসান হাবীব, দেবাশীষ কুমার সাহা, রেজাউল ইসলাম সুজন, সাইদুর রহমান রনি, মোঃ মাজহারুল ইসলাম মারুফ, এ.কে.এম রহমতুল্লাহ অপু, মোঃ লাল মিয়া (রফিকুল) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য যে, সর্বশেষ সভাপতি মোঃ মাসুম খান ও সাধারণ সম্পাদক মোঃ মতলুব হোসেন পদাধিকার বলে কার্যকর কমিটির সদস্য থাকবেন। নির্বাচন কমিশনার জানান, আগামী ১১ মে মনোনয়নপত্র বাছাই, ১৬ মে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়, ১৭ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৯মে দুপুর ১২টা হইতে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।##
Leave a Reply