ঈদগাঁও থানার আয়োজনে আজ বিকেলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মাহমুদুল করিম মাদু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, ঈদগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু, উপজেলা আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান আজাদ। উপস্থিত ছিলেন ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম সহ আওয়ামী লীগ ও ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও কমিউনিটি পুলিশিং কমিউনিটির সদস্য বৃন্দ।
সভায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ৪ নং ঈদগাঁও ইউনিয়নের কমিউনিটি পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
এতে নানা পেশাজীবী ও বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিউনিটির নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।
Leave a Reply