নিজস্ব প্রতিবেদক
র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন ০৫ নং ঝিলংজা ইউনিয়নের খুরুলিয়া সওদাগরপাড়া এলাকায় একজন দুষ্কৃতিকারী অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল ১৭/০৮/২০২২ ইং তারিখ অনুঃ ১৭.৩০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে একজন ব্যক্তিকে হাতে প্লাস্টিকের বস্তাসহ অবস্থান করতে দেখে। তখন বর্ণিত ব্যক্তি র্যাবের আভিযানিক সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল কর্তৃক সফিজ উদ্দিন (৩৬), পিতা-মৃত আঃ জব্বার, মাতা-মৃত খোদেজা বেগম, সাং-ভূমরা দহ, ওয়ার্ড নং-০৮, ভূমরাদহ, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁওকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ০১ টি থ্রিকোয়ার্টারগান ও ০১ টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, সে ঠাকুরগাঁও জেলার একজন স্থানীয় বাসিন্দা, পেশাদার অস্ত্র/ইয়াবা ব্যবসায়ী এবং প্রায়শই সে কক্সবাজারে এসে অস্ত্র/ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে। এছাড়াও সে জানায়, কক্সবাজারে সন্ত্রাসী গ্রপের কাছে জব্দকৃত অস্ত্রের বিনিময়ে ইয়াবা সংগ্রহ করে ঠাকুরগাঁওয়ে গিয়ে ইয়াবা ব্যবসা করার পরিকল্পনা করেছিল এবং তা বাস্তবায়নের পূর্বেই র্যাব তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Leave a Reply