আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”
বাঁশখালী মডেল মাদরাসার শুভ উদ্বোধনী অনুষ্ঠান (০২ সেপ্টেম্বর ২২) শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। বাঁশখালীর শীর্ষ আলেম ও চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক পীরে কামেল আল্লামা শাহ্ আবদুল জলিল সাহেব হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ও খতমে বোখারী শরিফ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম নাছিরাবাদ বড় মাদরাসার পরিচালক মাওলানা আবদুল জাব্বার, বাঁশখালী জলদী বড় মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা নুরুল হক সুজিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সেক্রেটারী আলহাজ্ব আল মুহাম্মদ ইকবাল, বামুক চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বশীল মাওলানা জোবাইর আহমদ, বাঁশখালী ওলামা পরিষদের সভাপতি ও বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়া সাবেক পরিচালক মাওলানা রফিকুল ইসলাম, বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়ার পরিচালক মাওলানা এজাজ চৌধুরী, পটিয়ার বিশিষ্ট সমাজসেবক ও আলেম মাওলানা মোহাম্মদ উল্লাহ, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা ছগির নোমানী, মাওলানা কাতেব নুরুল ইসলাম, মাওলানা মুফতি নুরুল হক, মনকিচর মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, ছনুয়া বড় মাদরাসার সাবেক মুহতামিম ও দিদারিয়া নুরুল উলুম মাদরাসার সহকারী পরিচালক মাওলানা আবুল কাসেম আজিজী, বাঁশখালী জামিয়া মিল্লিয়া আজিজিয়ার মাওলানা আবু তাহের, চাঁপাছড়ি মাদরাসা আবু বকর ছিদ্দিকের পরিচালক মাওলানা হাফেজ ইউসুফ সাঈদ, দারোগা বাজার মারকাজুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা মাহমুদুল ইসলাম, বাহারছড়া সুলতানিয়া এমদাদুল উলুম বড় মাদরাসার সিনিয়র উস্তাদ ওসমান গণি, জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি আলমগীর ইসলামাবাদীসহ প্রমুখ।
এর আগে বাদ জুমা থেকে খতমে বোখারী শরিফ শুরু হয়ে বাদ মাগরিব শেষ হয়।
Leave a Reply