‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে (৪ ই অক্টোবর) মঙ্গলবার দিনাজপুরের বিরামপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেরা করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ শীর্ষক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
এতে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, আইসিটি সহকারী প্রোগ্রামার পাপিয়া নাসরিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ওয়াকিল উদ্দিন,
এ সময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের নারী, কন্যা শিশুসহ জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply