দিনাজপুরের বিরামপুরে সারাদেশব্যাপী ন্যায় একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। রবিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথমপত্রের পরীক্ষা।
এ বছর পরীক্ষা নেয়া হবে সংক্ষিপ্ত সিলেবাসে। এবার মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন।সংশ্লিষ্ট কেন্দ্র থেকে জানাযায়, বিরামপুর সরকারি কলেজ কেন্দ্রে মোট ৩১০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন, এদের মধ্যে ৯ জন অনুপস্থিত। বিরামপুর মহিলা কলেজ কেন্দ্রে ৪১৯ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন, এদের মধ্যে ৪ জন অনুপস্থিত। বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১৯৪ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন, এদের মধ্যে ৯ জন ছাত্রছাত্রী অনুপস্থিত । বিরামপুর বিএম কলেজ কেন্দ্রে ১৮২ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন ।করোনার কারণে চলতি বছর সব বিষয়ে ও পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।বিরামপুর সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন, বিরামপুর উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সরকার বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত , বিরামপুর উপজেলা শিক্ষা অফিসার নুর আলম।
পরীক্ষা কেন্দ্রে এসে, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, আমি অত্র উপজেলায় এইচএসসি পরীক্ষার সবকটি কেন্দ্র পরিদর্শন করলাম. খুব সুন্দর লাগলো পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীরা সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। ওসি সুমন কুমার মহন্ত তিনি জানান, পরীক্ষা কেন্দ্রের কোন প্রকার আইন-শৃঙ্খলার অবনতি ঘটনার সম্ভাবনা নেই । ছাত্র-ছাত্রীরা উৎসব মুখর পরিবেশে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে ।
Leave a Reply