কক্সবাজার আদালত চত্বরে সংগঠিত বহুল আলোচিত সমালোচিত গণ ধর্ষণ মামলার বাদীনি রুনা আক্তার কে গ্রেফতার করেছে পুলিশ।১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বসত বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুমা আক্তার কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ আউলিয়াবাদ এলাকার শফিকুল ইসলামের মেয়ে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির জানান, বিজ্ঞ আদালত কর্তৃক নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নং ৩০/২৩ ১৭(২) গ্রেফতারী পরোয়ানা জারী ছিল। এইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল মহিলা পুলিশ বসতবাড়ী থেকে রুনা আক্তারকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত বছরের মার্চে কক্সবাজার আদালত চত্বরে কথিত গণধর্ষণের মামলা রুনা আক্তার।মামলাটি আদালত কর্তৃক মিথ্যা প্রমাণিত হওয়ায় সংক্ষুব্ধ ব্যক্তি রাশেল উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭(২) ধারার মামলা দায়ের করেন আদালতে। এ মামলায় রুনা আক্তারকে গ্রেফতার করা হয়।
একই দিন সকালে মামলাবাজ রুনা আক্তারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন পুলিশ।
Leave a Reply