Author: UkhiyaVoice24

  • ছোট গল্প- সব দোষ ইমামের। উখিয়া ভয়েস২৪

    ছোট গল্প- সব দোষ ইমামের। উখিয়া ভয়েস২৪

    রচনায়: মুঃ আমির কাসেম

    ইমাম সাহেব এশার নামায পড়াচ্ছিলেন, প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা থেকে উঠার আগেই বিদ্যুৎ চলে গেলো। এই বিদ্যুৎ চলে যাওয়াটাই ইমাম সাহেবের চাকরি যাওয়ার কারণ হয়ে দাঁড়ালো।

    ইমাম সাহেব নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার মানে বুঝেন তো, অভাবের কথা কাউকে না পারে বলতে, না পারে সইতে। এই রকম এক পরিবারের সন্তান মাও. মুনিরুল ইসলাম। মাওলানা পড়া শেষ না করলেও সবাই তাকে মাওলানা বলেই ডাকে। কারণ, মাদরাসায় পড়তে পড়তেই বড়ো হয়েছে। মাদরাসায় জামাতে হাশ্তুম শেষ করেই তাকে চাকরির জীবনে পদার্পণ করতে হয়েছে। এছাড়া আর উপায় কী? বাড়ির একমাত্র কর্মক্ষম লোক বাবা পঙ্গু অবস্থায় জীবন অতিবাহিত করছেন। আগে রিকশা চালাতেন। একদিন চাত্রদলের বিক্ষোভে ছাত্রলীগের হামলা, অতঃপর ধাওয়া পাল্টাধাওয়ার মধ্যখানে পড়ে পায়ে সজোরে কিসের যেন আঘাত পড়ে। সেই থেকেই ভাঙ্গা পায়ে ভর দিয়ে হাঁটতে পারে না। তাই বাধ্য হয়ে মুনিরুল ইসলাম লেখা-পড়া বাদ দিয়ে চাকরির খুঁজে লেগে যায়।

    দূরে যেতে হলো না। পাশের গ্রামের পঞ্জেগানা মসজিদের ইমাম সাহেবকে বিদায় দেওয়া হচ্ছে শুনে ঐ মসজিদের সভাপতির সাথে যোগাযোগ করলো মুনিরুল ইসলাম। সভাপতি সাহেব খুশি হলেন। কারণ, ইমামের খুঁজে দূরে যেতে হলো না। চার হাজার টাকা বেতনে রেখে দিলেন মুনিরুল ইসলামকে। বেতন বলবো কী করে? সভাপতি সাহেব বেতন বললেও আমি বলতে পারি না। অন্তত পকেট খরচ বা হাদিয়া বলা যায়। মসজিদের চাকরি যারা করে, তারা বেতন পায় না। বেতন তো সরকারী চাকরি আর বিদেশী চাকরিতে মিলে।

    মনিরুর ইসলাম খুশি। কারণ এই চার হাজার দিয়ে পুরো পরিবারের খরচ আঞ্জাম দেওয়া না গেলেও অন্তত করচটুকু যোগাতে পারবে। শুরু হলো মুনিরুল ইসলামের ইমামতি। পাঁচ ওয়াক্ত নামাযের আযান, নামায পড়ানো আর সকালে ফোরকানিয়া।

    এভাবেই চলছে তার চাকরির জীবন। সপ্তাহ না যেতেই পাঁচ দিনের মাথায় ঝামেলা শুরু হলো। সকালে ফোরকানিয়ার এক ছাত্র টয়লেটে গিয়ে কমেডের উপরেই কাজ সেরে আসলো। ইমাম সাহেব কিন্তু এই খবর জানেন না। কারণ, তার ঐ দিকে যাওয়ার প্রয়োজন হয়নি। ফোরকানিয়া ছুটি হলো, দুপুর পর্যন্ত ঐ দিকে যাওয়া হলো না। জুহুরের আযানের আগেই মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব উপস্থিত। টয়লেট সারতে গিয়ে মাথা হয়ে গেলো গরম। বেটা ইমাম সাব করেটা কী? টয়লেট অপরিস্কার কেন? এভাবে চিল্লাচিল্লি করতে করতে আসতে লাগলেন ইমাম সাহেবের রুমের দিকে। ইমাম সাহেব আযান দেওয়ার জন্য বের হচ্ছিলেন রুম থেকে। দরজার সামনেই পেয়ে গেলেন ইমাম সাহেবকে। ইমাম সাহেব সেক্রেটারিকে দেখে সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞেস করতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই সেক্রেটারির বুম ফাটানো চিৎকারে ইমাম সাহেব পড়ে যেতে যেতে দাঁড়িয়ে গেলেন। সেক্রেটারি চিল্লিয়ে বলতে লাগলেন- ইমাম সাহেব! তুমি করোটা কী? অ্যাঁ! তোমার খাওয়া আর ঘুম ছাড়া আর কোন কাম নাই?
    – কেন সাহেব? কী হয়েছে? কোন ভূল….
    – টয়লেটের এই অবস্থা কেন? কমেডের উপরে কার সারবি তুই আর মুসল্লি এসে পরিস্কার করবে?
    – কী বলেন? আমি আজ ওদিকেই যাইনি। আর….
    – চুপ! মোল্লাদের হত্তর দরজা থাকে। এখন পরিস্কার করে আয়! খাবি আর ওখানে সারবি, এখানে তোর কামলা সবাই…. আরো অনেক কথা বলে গেলো। সব কথা ইমাম সাহেবের কানে গেলো বলে মনে হলো না। কারণ, সে তখন অন্য চিন্তায়। কে এসে উপরে টয়লেট সারলো, আর সমস্ত ক্ষোভ এসে পড়লো আমার উপর।
    সব ভুলেই ইমাম সাহেব টয়লেট পরিস্কার করে আযান দিতে গেলো। আযান দিতে দেরি হওয়ায় আরেক বকা খেতে হলো। এভাবেই চলছে তার চাকরি জীবন। একদিন টয়লেট অপরিস্কারের জন্য বকা শনতে হয়, আরেকদিন ট্যাপে পানি নেই, মসজিদে ময়লা কেন, ঝাড়ু দিতে কষ্ট হলে ইমামের চাকরি নিলে কেন ইত্যাদি। আরো কতভাবে ইমামের দোষ খুঁজে বের করে তার ইয়ত্তা নেই। যে মসজিদে পাঁচ ওয়াক্ত নামায পড়ে না, সেও হঠাৎ মসজিদে এসে পায়ে সামান্য বালি লাগলেই ইমাম সাহেবের গুষ্টিশুদ্ধ উদ্ধার করে।

    মুনিরুল ইসলাম সব শুনেও সহ্য করে যাচ্ছে। কারণ আওয়ামুননাসের গালি শোনার অভিজ্ঞতা তার জন্য নতুন। ইমামতির দায়িত্ব পালন করতে গেলে বিভিন্ন জনের বিভিন্ন কথা হজম করতে হয়। হয়তো এটাই নিয়ম। ইমাম সাহেবও যে মানুষ, তাদেরও কত কাজকাম থাকে, পারিবারিক কাজেও তাদের সময় দিতে হয়, তা কি সব মুসল্লি বুঝে? যারা বুঝে তারা তো অসম্মান করছে না। এটাই এখন ইমাম সাহেবের সান্ত্বনা।

    দু’মাস পরের কথা। মাগরিবের নামায পড়তে আসা মুসল্লিদের বাড়ি থেকে অযু করে আসতে হলো। কারণ, সারাদিন বিদ্যুৎ নেই। এশার নামাযের আগ মূহুর্তে হঠাৎ বিদ্যুৎ চলে আসলো। ইমাম সাহেব মটরের সুইচ অন করে আযান দিলেন। মুসল্লিরা অযু করে মসজিদে ঢুকে গেছে। ফরজ নামাযের প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা থেকে উঠার আগেই বিদ্যুৎ চলে গেলো। তখনও মটরের সুইচ অন।

    নামাযের পর কারো স্মরণ নেই মটরের সুইচ বন্ধ করার ব্যাপারে। এমনকি ইমাম সাহেবেরও। চলে গেলো সবাই। ফজরের নামায পড়তে এসে সভাপতি সাহেব দেখে মসজিদের পুরো আঙ্গীনা নদীর মতো হয়ে গেছে। যেন নদীর ঢল নামছে। খোঁজ নিয়ে দেখে, রাতে যাওয়ার সময় মটরের সুইচ বন্ধ করা হয়নি। চটে গেলো ইমাম সাহেবের উপর। যেন এক্ষুনি কেয়ামত নেমে আসবে। না, ইমাম সাহেবকে কিছু বললেন না। ফজর নামযের পর কমিটির সবাইকে ডাকলেন। ইমাম সাহেবকেও। ইমাম সাহেবকে মাসের টাকাগুলো বুঝিয়ে দিয়ে বললেন- ইমাম সাহেব! তুমি তোমার দায়িত্ব পালনে অবহেলা করেছো। অনেকদিন ধরে সহ্য করতেছি, আর না। এবার আপনি যেতে পারেন।

    -দায়িত্ব অবহেলা, নাকি খুঁজে খুঁজে দোষ বের করে দোষী সাব্যস্ত করে বিদায় করা হচ্ছে।?
    – বেশি কথা বলা ভালো নয়। সম্মানের সাথে বিদায় করতেছি। তাড়াতাড়ি চলে যান।
    -আমার কিছু কথা আছে জনাব… আবার কথা! বলে তেড়ে উঠে সভাপতি। ইমাম সাহেবকে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগই দিলো না। ইমাম সাহেব কাকে বোঝাবে দুঃখের কাহিনী। সে যে দোষী নয়, সবাই দোষ খুঁজে খুঁজে বের করে দোষী বানানো হচ্ছে এবং হয়েছে সবসময়। এই তো, রাতে তার স্মরণ ছিলো না মটরের সুইচ বন্ধ করতে। কিন্তু প্রায় বিশজন মতো মুসল্লি, তার মধ্যে দশ/বারোজন কমিটির লোক, তাদেরও কি স্মরণ ছিরররো না? নাকি ইমাম সাহেবকে শায়েস্তা করার জন্য এই ফন্দি? একবার ভেবে দেখুন তো, আজ মুনিরুল ইসলর

  • হ্নীলা ইউনিয়ন সর্বস্তরের জনগণকে সালাম ও শুভেচ্ছা জানান নির্বাচিত রাশেদ মাহমুদ ও তার সন্তান

    হ্নীলা ইউনিয়ন সর্বস্তরের জনগণকে সালাম ও শুভেচ্ছা জানান নির্বাচিত রাশেদ মাহমুদ ও তার সন্তান

    কক্সবাজার টেকনাফ প্রতিনিধি।

    কক্সবাজার-৪ উখিয়া টেকনাফের সাবেক সংসদ জনাব আলহাজ্ব মরহুম অধ্যাপক মুহাম্মদ আলী’র সুযোগ্য সন্তান জননেতা জনাব রাশেদ মাহমুদ আলী।

    যিনি যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি
    উখিয়া টেকনাফের মাঠি ও মানুষের প্রিয় নেতা, ককসবাজার জেলার অহংকার বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযৌদ্ধা প্রয়াত অধ্যাপক মুহাম্মদ আলীর সুযোগ্য সন্তান,

    টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের যিনি দলমত নির্বিশেষে জাতি-ধর্মবর্ণ কৃষক শ্রমিক শিক্ষক চাকরিজীবী সহ সকল পেশাজীবিও গরীব দুঃখী মেহনতী মানুষের প্রাণপ্রিয় বন্ধু, দ্বিতীয় বারের মতো নির্বাচিত চেয়ারম্যান, জনাব রাশেদ মাহমুদ আলী।

    হ্নীলার মাঠি ও মানুষের সেবার কাজে দিবারাত্রি নিয়োজিত ও নিবেদিত প্রাণ
    তিনিই রাশেদ মাহমুদ আলী।

    সদ্য সমাপ্ত হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হওয়ার পর আজকে হ্নীলাবাসীকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান মহোদয় এর ছোট বাচ্চাসহ।

  • উখিয়ার পশ্চিম দরগাহবিল তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

    উখিয়ার পশ্চিম দরগাহবিল তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

    নিজস্ব প্রতিবেদক

    গত ২৪ সেপ্টেম্বর ২০২১খ্রিঃ শুক্রবার বিকাল ২ ঘটিকার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী রাজাপালং ইউনিয়নের পশ্চিম দরগাহবিল স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিল জনাব এ্যাডভোকেট সাব্বির আহমদ সাহেব এর সভাপতিত্ব শুরু হয়।

    উক্ত সবক প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, বিশিষ্ট ইসলামি সাহিত্যিক লেখক ও তরুণ মোফাচ্ছির
    হাফেজ মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির সাহেব, মুহাদ্দিস হোয়াইক্যং মনিরঘোনা ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসা টেকনাফ ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ উখিয়া।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    জনাব হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, সুপার টাইপালং হামেদিয়া দারুচ্ছুন্না দাখিল মাদ্রাসা, রাজাপালং ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব ইকবাল মেম্বার প্রমুখ এছাড়া স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • জালিয়াপালংয়ে জালাল খান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

    জালিয়াপালংয়ে জালাল খান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

    শাহেদ হোছাইন মুবিন, উখিয়া।

    মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে উখিয়া উপজেলার জালিয়াপালং লম্বরী পাড়ায় জালাল খান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

    শুক্রবার(২৪ সেপ্টেম্বর২০২১) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,উখিয়া উপজেলার যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলায় জয় পরাজয় থাকবে। সবাই সুন্দর খেলা উপহার দিয়ে টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন করায় আয়োজক কমিটি ও খেলোয়াড়বৃন্দের প্রতি ধন্যবাদ জানায়।

    খেলায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

    নির্ধারিত সময়ের খেলায় চরপাড়া বাছাই একাদশ ও চৌধুরী পাড়া ফ্রেন্ডশীপ একাদশ ১-১ গোলে সমতা হলে ট্রাইব্রেকারে চরপাড়া বাছাই একাদশকে হারিয়ে বিজয়ী হন চৌধুরী পাড়া ফ্রেন্ডস সোসাইটি।

    ম্যাচসেরা নির্বাচিত হন চৌধুরী পাড়ার খেলোয়াড় মোহাম্মদ ইকবাল। টুর্নামেন্টের সেরা গোলদাতা নির্বাচিত হন চরপাড়া বাছাই একাদশের খেলোয়াড় মোহাম্মদ সাইফুল।

    খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবৃল হোসেন আবু,সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরী, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার,ক্রীড়াবিদ সানা উল্লাহ,২নং ওয়ার্ডের ইউপি সদস্য শামশুল আলম,হলদিয়া পালং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিক আহমদ,সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী নজরুল ইসলাম, ব্যবসায়ী সাকের উদ্দিন,মোহাম্মদ ইয়াসিন,মাহাবুব আহমদ শাকিল,ইমরান আল মাহমুদ,বেলাল, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সোহাগ সহ প্রমুখ।

  • যানজটের কমাতে মতবিনিময় সভা।। উখিয়া ভয়ের২৪

    যানজটের কমাতে মতবিনিময় সভা।। উখিয়া ভয়ের২৪

    স্টাপ রিপোর্টার:- ওমর ফারুক( উখিয়া)

    মরিচ্যা থেকে ফালংখালী যথাক্রমে মরিচ্যা ষ্টেশন-কোটবাজার ষ্টেশন-উখিয়া ষ্টেশন-টিএন্ড টিন -কুতুপালং বাজার-বালুখালী পান বাজার-থাইং- খালী ও ফালংখালী সকাল আর বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজটের তীব্রটা প্রশাসন সহ জনগনকে ভাবিয়ে তুলেছে।
    লেখা হয়-কথা হয়-মিটিং হয়-সিদ্ধান্ত হয়।কিন্তু হয়না নিরসন যানজটের তীব্রটার।
    কারণ হিসাবে চিহৃিত হল,রাস্তার উপর বাজার, ফুট পাথে ভ্রাম্যমান দোকান,এলোমেলো সিএনজি,টমটম পার্কিং,রাস্তার দাড়িয়ে প্যাসেন্জার নামানো,গ্রামীণ সড়ক থেকে এসে ডানেবায়েঁ না দেখে প্রধান সড়কে উঠা সহ অপ্রাপ্ত বয়স্ক চালকদের দৌরাত্ব্য।যখন তখন মালবাহী ট্রাক থেকে মালামাল আনলোড বা খালাস করা,যা এখন থেকে আনলোড করতে হবে রাত ৮ টা থেকে ভোর ৬ টার মধ্যে।

    তাই এসব লাগামহীনতা খামখেয়ালীপনার বিরুদ্ধে অবস্হান নিতে অনুরোধ ক্রমে নির্দেশ প্রদান করেছেন প্রশাসন।
    বাজার ইজারাদার,শ্রমিক নেতা সহ সংশ্লিষ্ট সকলকে। রোববারের মধ্যে এসব অনিয়মের মূলোৎপাটন চেয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ তার বক্তব্যে বলেন অবহেলার কারণে যানজট আর দূর্ভোগ বরদাস্ত করা হবেনা এটা শেষ কথা।

    নিম্ন আয়ের মানুষের আয়রোজগারের কথা মাথায় রেখে দীর্ঘ সময় দৃষ্টি ফিরিয়ে রেখেছি অনেক সময়।কিন্ত কেউ কথা দিয়ে কথা রাখলনা।তাই এটা শেষ সুযোগ।রোববারের মধ্যে যানজট মুক্ত নিরাপদ উখিয়া চাই।
    এডিশনাল এসপি সাকিল আহমেদ বলেন আমরা খারাপ লোককে মাঝে মধ্যে ভাল হতে সুযোগ দিই।যদিও আইন প্রয়োগ করাই আমাদের কাজ।আমরা বাহিরের লোক।রাষ্ট্রের জনগনের সেবা করাই আমাদের কাজ হলেও আমরা এক সময় চলে যাব।আপনাদের উখিয়ায় আপনারাই তু থাকবেন।সংকটের দিকে উখিয়া,আসুন সহযোগিতা করুন।

    অফিসার ইন্চার্জ সনজুর মূরশেদ বলেন- আমরা দিতে চাই,নিতে চাইনা।তাই জনগনের দূর্ভোগ কমাতে যা করতে হয় তাই করবে প্রশাসন।

    এসময় হাইওয়ে পুলিশ ইন্সপেকটর,পি আইও আল মামুন, চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী,খাইরু চৌধুরী, গফুর উদ্দীন চৌধুরী,মেম্বার হেলাল,উখিয়া প্রেসক্লাব সভাপতি,সুজন সভাপতি/সেক্রেটারী,সাংবাদিক জুসান,আাদ,অনলাইন সেক্রেটারী,রিপোর্টার ইউনিট সভাপতি,মাইক্রো মালিক সভাপতি সিএনজি টমটম চালক শ্রমিক সভাপতি সহ বাজার ইজারাদার বক্তব্য রেখে রোববারের মধ্যে যানজুট মুক্ত উখিয়া গড়তে মতামত ব্যক্ত করেন।

  • ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ৯৫ হাজার টাকা উদ্ধারসহ প্রতারক চক্রের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

    ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ৯৫ হাজার টাকা উদ্ধারসহ প্রতারক চক্রের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার ঈদগাঁও থানা পুলিশের একটি চৌকষ টিম বিশেষ অভিযান পরিচালনা করে ঈদগাঁও থানাধীন ঈদগাঁও বাসষ্ট্যান্ডে ইসলামী ব্যাংকের সামনে হতে তিন জন প্রতারকচক্র গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রতারকচক্র ১। মোঃ খোকন (৫০), পিতা-মৃত লাল মিয়া ফকির, সাং-বহেরাতলা, থানা-শিবচর, জেলা-মাদারীপুর, ২। মোঃ ফারুক (৪৮), পিতা-মৃত মফিজ উদ্দিন মাতাব্বর, সাং-পূর্ব কাকুরা, শিরুয়াইল ইউপি, থানা- শিবচর, জেলা-মাদারীপুর, ৩। মোঃ সেলিম (৪৩), পিতা মৃত ইসমাইল, সাং-গোয়ালবাড়ী, শিমুলিয়া ইউপি, থানা-সাভার, জেলা-ঢাকাদের হেফাজত হতে গ্রাহকের আত্নসাৎকৃত টাকার মোট ৯৫,০০০/- (পচানব্বই হাজার) টাকাসহ প্রতারনাকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

    উল্লেখ্য যে, উক্ত প্রতারক চক্রের সদস্যগন গত ২২/০৯/২০২১ খ্রিঃ তারিখ একজন ব্যাংকের গ্রাহক ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখা হতে ০১(এক) লক্ষ টাকা উত্তোলন করে ব্যাংকের বাইরে আসার সাথে সাথে পূর্বে থেকে উৎপেতে থাকা প্রতারক চক্রের সদস্যগন উক্ত গ্রাহককে বিভিন্ন প্রকার ছলচাতুরীর মাধ্যমে উক্ত টাকা আত্নসাৎ করে মূহুর্তেই পালিয়ে যায় ।

    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • ঘুমধুম মৈত্রীময় এশিয়ান হাইওয়ে রোড পরিদর্শন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

    ঘুমধুম মৈত্রীময় এশিয়ান হাইওয়ে রোড পরিদর্শন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

    নিজস্ব প্রতিবেদক

    অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার দুপুর ১.৩০ ঘটিকার দিকে পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও উখিয়া বালুখালী সংলগ্ন মৈত্রীময় এশিয়ান হাইওয়ে রোড মহাসড়কটি দোহাজারী হইতে ঘুমধুম রেললাইন প্রকল্পের স্থান পরিদর্শন করেন রেল মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব এডভোকেট নুরুল ইসলাম সুজন।

    এ সময় উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের দুই দুইবার নির্বাচিত সাবেক সাংসদ জনাব আলহাজ্ব আবদুর রহমান বদি এমপি, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিজাম উদ্দিন আহমদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনাব ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনপ্রমুখ।

    এসময় মন্ত্রী মহোদয় বলেন দ্রুত সময়ের মধ্যে রেললাইনের কাজ শুরু হবে বলে জানান।

  • আনোয়ারাতে ইয়াবাসহ ৪ যুবক গ্রেফতার

    আনোয়ারাতে ইয়াবাসহ ৪ যুবক গ্রেফতার

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে

    আজ শনিবার(১৮ সেপ্টেম্বর) সকালে ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশী করে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

    গ্রেপ্তারকৃতরা হল খুলনা জেলার খানজাহান আলী থানার আব্দুল কুদ্দুস হাওলাদারের পুত্র মোঃ মাসুদ রানা (২৮), তার ভাই মোঃ রিয়াজ হাওলাদার (২৩), একই জেলার মৃত বাবুল মোল্লার পুত্র সাজু মোল্লা (২৪) ও মোঃ বাবুল হোসেনের পুত্র মোঃ মেহেদী হাসান (২৩)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

    আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় গ্রেপ্তারকৃতরা স্থানীয় কোন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ইয়াবাগুলো ক্রয় করে চট্টগ্রাম শহরে বিক্রির উদ্দেশ্য নিয়ে যাচ্ছে।

  • ১২০ টাকা বেতনে চাকরি শুরু ১০বছরে ৪৬০ কোটি টাকার মালিক ভোলার নুরুল ইসলাম

    ১২০ টাকা বেতনে চাকরি শুরু ১০বছরে ৪৬০ কোটি টাকার মালিক ভোলার নুরুল ইসলাম

    বিশেষ প্রতিনিধি ভোলা।

    টেকনাফ বন্দরে চুক্তিভিত্তিক কম্পিউটার অপারেটর হিসেবে ১২০ টাকা বেতনে চাকরি শুরু করেছিল নুরুল ইসলাম। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ১০ বছরে চাকরি করে অবৈধ উপায়ে অর্জন করেছেন ৪৬০ কোটি টাকা। এসব অর্থ তিনি বন্দরে অবৈধভাবে পণ্য খালাস করে কামিয়েছেন।

    এই অর্থ দিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ৩৭টি বাড়ি ও জমি কিনেছেন। এছাড়া ঢাকার সাভার, টেকনাফসহ বিভিন্ন জায়গায় কিনেছেন সম্পত্তি।

    র‍্যাবের একাধিক কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

    মঙ্গলবার ভোররাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে র‍্যাবের একটি দল তাকে আটক করে। এসময় বিপুল বিদেশি মুদ্রা, ইয়াবা ও জাল টাকা উদ্ধার করা হয়।

    র‍্যাব জানায়, একসময় টেকনাফ বন্দরে ১২০ টাকা বেতনে চাকরি শুরু করেছিলেন নুরুল ইসলাম। বন্দরের কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করলেও অবৈধ উপায়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন তিনি। পরবর্তীতে তার পদে অন্য আরেকজনকে চাকরি দেন। আর অবৈধ উপায়ে উপার্জন করা অর্থ দিয়ে রাজধানীর মোহাম্মদপুরে অঢেল সম্পত্তি কেনেন।

    মোহাম্মদপুরের হাজি দীন মোহাম্মদ রোডে তার সাড়ে চার কাঠা জমির উপর সাততলা ভবন রয়েছে। এছাড়া নবোদয় হাউজিংয়ে সাত কাঠা জমির উপর সাততলা বাড়ি, ঢাকা উদ্যানে নয় কাঠা জমি ও ১৭টি দোকান রয়েছে। যার মুল্য ১৫ কোটি টাকা। মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানে চার কাঠা জমি ও দুইতলা ভবন, একতা হাউজিংয়ে চার কাঠা জমি, হাজী দিল সড়কে ১১ কাঠা ও দুই তলা সাতটি দোকান, নবোদয় হাউজিংয়ে চার কাঠা জমি ও বাড়ি রয়েছে। এমন অনেক সম্পদের খোঁজ র‍্যাব পেয়েছে। সব মিলিয়ে নুরুল ইসলামের ৩৭টি জায়গা ও বাড়ির খোঁজ পাওয়া গেছে।

    এছাড়া নয়টি ব্যাংক অ্যাকাউন্টে নুরুল ইসলামের অনেক অর্থের সন্ধান মিলেছে।

  • ভোলায় নানা আয়োজনে দৈনিক আমাদের সংগ্রাম এর ১ম “বর্ষপূর্তি পালন

    ভোলায় নানা আয়োজনে দৈনিক আমাদের সংগ্রাম এর ১ম “বর্ষপূর্তি পালন

    বিশেষ প্রতিনিধি(ভোলা)।

    দেশের জনপ্রিয় দৈনিক আমাদের সংগ্রামের সাফল্যের একবছর এবং ১ম বর্ষপূর্তি উপলক্ষে ভোলায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

    সোমবার(১৩সেপ্টেম্বর ২০২০)ইং তারিখে রোজ বিকেল ৪:০০ ঘটিকার সময় ভোলার নতুন বাজার সমবায় মার্কেটের (৩য় তলায়) অনুষ্ঠিত র‍্যালী আলোচনা সভা ও জন্মদিনের কেককাটা অনুষ্ঠানের মধ্যদিয়ে যথাযথ ভাবে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

    দৈনিক আমাদের সংগ্রাম এর প্রধান উপদেষ্টা, মাহমুদুল হাসান ফাহাদ এর সঞ্চালনায় এবং যায় যায় দিন পত্রিকার প্রতিনিধি, ভোলার দৌলতখান উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক মো. গজণবী স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জনাব- মো. সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ভোলার প্রবীণ সাংবাদিক জেলা প্রেসক্লাবের মোকাম্মেল হোসেন মিলন,শুভেচ্ছা বক্তব্য রাখেন,জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন বিপ্লব তালুকদার, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবে ও স্বদেস বানী অনলাইন পোর্টালের সম্পাদক প্রকাশক তুহিন খন্দকার,ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন অমি, দৈনিক আমাদের সংগ্রাম ভোলার সম্পাদক নিয়াজ মাহমুদ জয়,নির্বাহী মো. সোহাগ হোসেন,জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের ভোলার আইন উপদেষ্টা ও দৈনিক আমাদের সংগ্রাম আইন সম্পাদক এডভোকেট গোলাম কাদের মনসুর প্রমুখ।

    এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন সাংবাদিকদের দেশের বস্তনিষ্ঠ সংবাদ প্রেরণ করতে দেশের তরুন সাংবাদকর্মীদের প্রতি আহবান জানান। বক্তারা বলেন সাংবাদিকদের ঐক্য বজায় রেখে মুক্তিযুদ্ধের চেতনায় নিয়ে সংবাদপত্র কাজ করার প্রতিও আহব্বান জানান। দৈনিক আমাদের সংগ্রাম পত্রিকার ১ম বর্ষপূর্তিতে সফলতা সামনে এগিয়ে যাবে সেই দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।

    আলোচনা সভা শেষে স্থানীয় হাফেজ মোহাম্মদ শহিদুল্লাহ দৈনিক আমাদের সংগ্রামের পক্ষহতে ভোলা- ১ আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী জননেতা তোফায়েল আহমেদের শারীরিক সুস্থতা কামনায় করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    পরে সল্প পরিসরে র‍্যলী সহ ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে দিবসটি যথাযথ ভাবে উদযাপন করেন।
    এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সত্য সংবাদের প্রতিনিধি অর্জুন দেবনাথ, দৌলতখানের চ্যানেল এস এর মো. হাসনাইন, বোরহানউদ্দিন উপজেলা সত্য সংবাদের মো. রিয়াজ উদ্দিন,আমাদের সংগ্রামের স্টাফ রিপোর্ট সাংবাদিক মোর্সেদ আলম ভোলার ক্রাইম আপডেট অনলাইন নিউজের সম্পাদক আশরাফুল ইসলাম ইমন, দৈনিক মানবাধিকার ক্রাইম বার্তার স্টাফ রিপোর্ট সাহিদুর রহমান প্রমূখ।