Author: UkhiyaVoice24

  • বান্দরবানে নওমুসলিম ইমাম হত্যার প্রতিবাদে ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মানববন্ধন

    বান্দরবানে নওমুসলিম ইমাম হত্যার প্রতিবাদে ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মানববন্ধন

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    দিনদিন পাহাড়ে সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েই চলছে।
    ৯২% মুসলিম সংখ্যাগরিষ্ঠ অসাম্প্রদায়িক দেশে প্রকাশ্যে একজন নওমুসলিম মসজিদের ইমামকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা চরম ধৃষ্টতা।

    গত ২০ জুন’২১ রোজ রবিবার সন্ধ্যা ৭ টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বান্দরবানের রোয়াংছড়িতে মসজিদের ইমাম নওমুসলিম মোঃ ওমর ফারুকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নগরীর দেওয়ানহাট চত্বরে আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা কারী দিদারুল মাওলা উপরিউক্ত মন্তব্য করেন।

    মানববন্ধনে ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাধারন সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমানের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সহ-সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ তানভির হোসেন। তিনি বলেন, “সারা বিশ্বে মুসলিমরা আজ শোষিত, বঞ্চিত এবং নির্যাতিত। তারই একটি নজির হলো বান্দরবানের নওমুসলিম ইমাম হত্যা। বাংলাদেশ একটি সাম্প্রতির বন্ধনের উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় যে, বাংলাদেশে প্রতিনিয়ত পার্বত্য অঞ্চলগুলোতে মুসলমানদের উপর নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। যেখানে মুসলিমরা সংখ্যালঘু হওয়াতে তারা তাদের ন্যায্য অধিকারটুকুও পাচ্ছে না। তারই ধারাবাহিকতা গতকালের এই ঘটনা। এটা কোনভাবেই মেনে নেওয়ার মত নয়। অনতিবিলম্বে এই নৃশংস অপরাধের সঠিক বিচার করুন। অপরাধীকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ন্যায়বিচার নিশ্চিত করুন।

    উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক ইব্রাহিম খলিল, বিশ্ববিদ্যালয় সম্পাদক শাজাহান হোসেন, স্কুল ও কলেজ সম্পাদক শেখ মুহাম্মদ সাব্বির, নির্বাহী সদস্য সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ সহ অন্যান নগর ও থানা নেতৃবৃন্দ।

  • টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ১০,১০০ পিস ইয়াবা ৩টি মোবাইল ও ১টি টমটমসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ১০,১০০ পিস ইয়াবা ৩টি মোবাইল ও ১টি টমটমসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ইব্রাহীম মাহমুদ, টেকনাফ প্রতিনিধি।

    কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ১০.১০০
    ( দশ হাজার একশত )
    পিস ইয়াবা (মাদক) উদ্ধার মাদক কারবারে ব্যবহৃত ৩টি মোবাইল ও ১টি ব্যাটারি চালিত টমটমসহ দুই জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে অদ্য ২০/০৬/২০২১ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ১৬:১৫ ঘটিকার সময় টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন বাইতুস শরফ জামে মসজিদের পার্শ্ববর্তী সাইক্লোন সেন্টারের সামনে হতে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ শাকের (২৮), পিতা-মৃত আঃ মুনাফ, ২। মোঃ কেফায়েত উল্ল্যাহ (২২), পিতা-মোঃ আমিন, উভয়সাং-বড় হাবিব পাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারদ্বয়ের এর হেফাজত হতে ১০,১০০( দশ হাজার একশত) পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট, মাদক কারবারে ব্যবহৃত তিনটি মোবাইল ও একটি ব্যাটারিচালিত টমটমসহ উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • ভোলা জেলার চরফ্যাসন থানা এলাকার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন (১ম ধাপ)-২০২১ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

    ভোলা জেলার চরফ্যাসন থানা এলাকার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন (১ম ধাপ)-২০২১ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

    সাহিদুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ-

    আগামী ২১ জুন ২০২১ খ্রিঃ তারিখ প্রথম ধাপে ভোলা জেলার চরফ্যাসন থানাধীন চর মাদ্রাজ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করা হয়।

    ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যদেরকে যে কোন মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহনযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি নির্বাচন ডিউটিতে নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই,) সকল অফিসার/ফোর্সগণকে প্রয়োজনীয় মূল্যবান দিকনির্দেশনা প্রদান সহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

    প্রধান অতিথি বলেন জনগনের জানমাল রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা ও স্বাধীন ভোট প্রয়োগে নুন্যতম বিশৃংখলা বা বাধাদান বরদাশত করা হবে না। ভোট কেন্দ্র ও বুথগুলোতে শতভাগ সুষ্ঠ শান্তিপুর্ণ পরিবেশ নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ । তিনি আরো বলেন নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের গোয়ন্দা শাখা এবং জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। এছাড়াও বিশেষ কোন পরিস্থিতিকে তাৎক্ষনিক নিয়ন্ত্রণে আনতে পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। জনগনের জানমাল রক্ষায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করবে।

    ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ভোলা, অফিসার ইনচার্জ চরফ্যাসন থানা ভোলা এবং নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

  • উখিয়া ফরেস্ট রোড়ের ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী,দেখার কেউ নেই

    উখিয়া ফরেস্ট রোড়ের ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী,দেখার কেউ নেই

    শাহেদ হোছাইন মুবিন, উখিয়া।

    কক্সবাজারের উখিয়া ফরেস্ট রোড় এলাকার ময়লা-আবর্জনার পাহাড় থেকে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী।
    উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ ফরেস্ট রোড় এলাকার জনগণ প্রতিদিন কোন না কোন রোগে ভুগছে এ-ই দুর্গন্ধে কারণে।
    দীর্ঘ দিন ধরে পরিস্কার না করায় ময়লা আবর্জনার পাহাড়ে রুপ নিয়েছে এলাকাটি । রোগ জিবানো ছড়িয়ে পড়ছে চারদিকে অসুস্থ হচ্ছে স্থানীয়রা।
    ময়লা আবর্জনার যে ভয়ংকর দুর্গন্ধ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে,,, উখায়া উপজেলার মহিলা কলেজ ফরেট এলাকার জনগণ প্রতিদিন কোন না কোন রোগে ভুগছে এ-ই দুর্গন্ধে কারণে এলাকাবাসী কিন্তু জনপ্রতিনিধিরা সহ সংশ্লিষ্টরা কোন পদক্ষেপ নিচ্ছে না।

    গত কয়েক বছর যাবত এলাকায় সড়কের পাশে প্রতিদিন হাট-বাজার ও বাসা-বাড়ির ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।এতে ময়লা-আবর্জনার পাহাড়ে পরিণত হয়েছে।

    এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন। এসব যানবাহনের যাত্রীরাও ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ। এছাড়া স্থানীয় বাসিন্দারা তো আছেই। আবর্জনার পাহাড় থেকে বাতাসে আশপাশের এলাকাতেও এ দুর্গন্ধ ছড়াচ্ছে।

    আবর্জনার দুর্গন্ধে স্থানীয় ব্যবসায়ীদেরও দুর্ভোগসহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এমনকি দুর্গন্ধের করণে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিতে বাধ্য হয়েছেন অনেক ব্যবসায়ী।
    আবর্জনার প্রায় এক কিলোমিটার উত্তরে রয়েছে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ পশ্চিমে রয়েছে উখিয়া দারোগা বাজার । আবর্জনার দুর্গন্ধে স্কুল কলেজ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে।
    এলাকার বাসিন্দা মিজান বলেন, বাতাসে ময়লা-আবর্জানার স্তূপ থেকে দুর্গন্ধ বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। দুর্গন্ধে খোলা জায়গায় দাঁড়িয়ে বা বসে থাকাও যায় না। ময়লা-আবর্জনার কারণে এলাকায় মশা-মাছির উপদ্রব বেশি। প্রতিনিয়ত দুর্ভোগে থাকতে হচ্ছে। এর স্থায়ী সমাধান হওয়া দরকার। কর্তৃপক্ষ যদি এসব ময়লা-আবর্জনা সরিয়ে নিতো অথবা পরিকল্পনার মাধ্যমে এগুলো থেকে জৈব সার তৈরির ব্যবস্থা করতো তাহলে মানুষের দুর্ভোগ কমে যেত।

  • বর্তমান রাজনীতি ও সামাজিক প্রেক্ষাপটে যোগ্যতাই হোক পরিবর্তনের মাপকাঠি

    বর্তমান রাজনীতি ও সামাজিক প্রেক্ষাপটে যোগ্যতাই হোক পরিবর্তনের মাপকাঠি

    মিজানুর রহমান মিজান

    একটি দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তখনই উন্নতির দিকে ধাবিত হবে যখন সে দেশের তরুনরা দেশকে নিয়ে ভাববে,তরুনরা দেশের জন্য কাজ করবে।
    কথিত আছে যৌবন যার যুদ্ধে যাবার সময় তার।এখন প্রশ্ন হল তরুনরা কিভাবে ভাববে ও তাদের কারা সাহায্য করবে?

    তাদের সাহাজ্য করার বড় মাধ্যম হচ্ছে সামাজিক প্রেক্ষাপট?? একটি শিশু সমাজ থেকে শিখবে।।সমাজের যে সংস্কৃতি তা তাকে ন্যায় ও অন্যায়ের পথ বুঝতে সাহায্য করবে।
    যে_দেশের,মসজিদ,মাদ্রাসার,সভাপতি ও উপদেষ্টা হয় চোর,চরিএহীন সে দেশের তরুনরা ভাল কিছু শিখবে তা প্রত্যাশা করা ভুল।
    স্কুল,কলেজের সভাপতি হয় যে নাম লিখতে দশবার তার হাত থেকে কলম পড়ে যায়।

    তাহলে সে দেশের তরুণরা শিক্ষিত হয়ে সে দেশের জন্য কাজ করবে না এটাই স্বাভাবিক। ফ্রয়েড সাহেব বলেছিলেন মানুষ যা কল্পনা করে তাই সে বাস্তবে করার চেষ্টা করে।।আর হিটলার সাহেব বলেছিলেন যে বেশী মিথ্যাবাদী সে ততবড় রাজনীতিবিদ।।এখন এই অবস্থার পরিবর্তন তরুণরা করতে পারে এমন কথা বলা হয় সব মিডিয়া ও টিভি চ্যানেলগুলোতে।

    অবস্থার পরিবর্তন করতে গেলে প্রথমে যেটা দরকার সেটা নির্বাচনে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে,সৎ মেধাবী যোগ্যতম প্রার্থী বাছাই করতে হবে।।আর এই প্রার্থী বাছাই করার জন্য তরুণদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক আলোচনা সভা করা যেতে পারে,প্রত্যেকটি ইউনিয়ন থানা পর্যায়ে তুলনামূলক যোগ্যতম প্রার্থী বাছাই করতে হবে।।রাজনীতিতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে হবে।

    এলাকায় যে প্রার্থী নির্বাচনে দাঁড়াবে তার অবশ্যই জনসংশ্লিষ্টতা থাকতে হবে। এমনও অনেক এমপি আছে যাদের ভোটের পর তাদের আর এলাকায় দেখা যায় না।।এরকম কাউকে অবশ্যই কোন রকম সুযোগ দেয়া যাবে না।রাজনীতির এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যে তরুণরা রাজনীতি করতে আগ্রহবোধ করে।

    দিন পাল্টেছে,সমাজ ও পাল্টাচ্ছে, ভাবনা ও পাল্টাচ্ছে তাই প্রত্যেকটি সাধারণ মানুষের উচিত চিন্তা ভাবনা করে প্রার্থী বাছাই করা ও তরুণদের একটা বড় অংশ যাতে সেই বাছাইয়ে থাকে। তাহলে কিছুটা হলেও দেশের সামগ্রিক অবস্থায় পরিবর্তন আসবে।

    তাই সমাজকাঠামোকে পরিবর্তন করতে হবে।
    কারণ তরুণরা সমাজ থেকেই শিখে তারা যখন দেখবে প্রতিটি যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে আছে তাহলে তারাও যোগ্যতা অর্জন করার চেষ্টা করবে।

    তাই যোগ্যতাই হোক পরিবর্তনের মাপকাঠি।

  • টেকনাফের বিজিবি’র জওয়ানেরা অভিযান চালিয়ে বসত -বাড়ি হতে ৪০ হাজার ইয়াবাও নগদ টাকাসহ এক রোহিঙ্গা আটক

    টেকনাফের বিজিবি’র জওয়ানেরা অভিযান চালিয়ে বসত -বাড়ি হতে ৪০ হাজার ইয়াবাও নগদ টাকাসহ এক রোহিঙ্গা আটক

    ইব্রাহীম মাহমুদ টেকনাফপ্রতিনিধি

    টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে বসত-বাড়ি হতে ৪০হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ উখিয়া জামতলী ক্যাম্পের এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে।

    সুত্র জানায়, গত ১৫ জুন রাত সাড়ে ১০টারদিকে মাদকের চালান লুকিয়ে রাখার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ একটি টহল দল টেকনাফ দক্ষিণ জালিয়া পাড়ার (কুলাল পাড়া) আব্দুল হকের বাড়িতে অভিযানে যায়। তল্লাশী অভিযান কালে বাড়িতে অবস্থানরত উখিয়া জামতলী ক্যাম্পের মোঃ ইলিয়াছের পুত্র মোঃ আয়াছ (২১) এর বিছানার নীচে এবং আলমিরার ভেতর হতে ৪০ হাজার ইয়াবা ও ২০হাজার বাংলাদেশী নগদ টাকাসহ রোহিঙ্গা যুবককে আটক করা হয়। সে আব্দুল হকের বাড়ি হতে ইয়াবার চালান সংগ্রহের জন্য আসে।

    টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) জানান, জব্দকৃত ইয়াবাসহ ধৃত রোহিঙ্গা মাদক কারবারীকে সংশ্লিষ্ট আইনের মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

  • বাংলাদেশ কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ও আলোচনা সভা

    বাংলাদেশ কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ও আলোচনা সভা

    সাংবাদিক জিহাদ, ০১৩১৪১২৪৮২২

    গতকাল (১৫) জুন গাছ লাগান- পরিবেশ বাঁচান স্লোগানে,আষাঢ় – শ্রাবণ – ভাদ্র তিন (৩) মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা করেন বাংলাদেশ কৃষক লীগ।

    উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক এম,পি,মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয় ও সভাপতি মণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ অতিথি এ্যাড, জাহাঙ্গীর কবির নানক সভাপতি মণ্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব ড. মোহাম্মদ হাছান মাহমুদ এম,পি, মাননীয় মন্ত্রী, তথ্য ও সম্প্রচার ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব ফরিদুন্নাহার লাইলী কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব দেলোয়ার হোসেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।

    সভাপতিত্ব করেন কৃষিবিদ সমীর চন্দ্র সভাপতি বাংলাদেশ কৃষক লীগ, সঞ্চালনায় এ্যাড ইম্মে কুলসুম স্মৃতি এম,পি,সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ।

    আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক লীগ ( উত্তর) সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মহসিন কবির,যুগ্ম আহবায়ক এ্যাড আল- মামুন ব্যপারি,যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আহসান হাবীব, সদস্য সচিব আর কে মুক্তা,সদস্য জি,এস লিটন ভান্ডারী,এবং আয়নার সরদার সহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, কৃষি মন্ত্রী হিসাবে আমি সর্বদা কৃষক লীগের পাশে থাকবো, এবং আরো বলেন বাংলাদেশ কৃষি উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থানে তৃতীয় মতো।

  • টেকনাফে ইয়াবা ও নগদ টাকাসহ নারী-পুরুষ দুই মাদক কারবারি আটক

    টেকনাফে ইয়াবা ও নগদ টাকাসহ নারী-পুরুষ দুই মাদক কারবারি আটক

    ইব্রাহীম মাহমুদ টেকনাফপ্রতিনিধি

    টেকনাফে র‌্যাব—১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ নারী—পুরুষ দুই মাদক কারবারীকে আটক করেছে। জব্দকৃত নগদ টাকা ও ইয়াবাসহ আটক নারী—পুরুষকে সংশ্লিষ্ট আইনের মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

    র‌্যাব—১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মাদকদ্রব্য বহনের গোপন সংবাদ পেয়ে ১৫ জুন (মঙ্গলবার) বিকাল পৌনে ৩টার দিকে র‌্যাব—১৫ এর চৌকষ একটি আভিযানিক দল টেকনাফ সদরের দক্ষিণ লেঙ্গুরবিলের মাঠপাড়া মোড়ে জাহিদ হোছনের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় করে নাইট্যংপাড়ার মোঃ হাফেজ আহমদের পুত্র মোঃ ফয়েজুল ইসলাম (২৬) এবং উত্তর গোদারবিলের শাহ নেওয়াজের স্ত্রী জামালিদা আক্তারকে (২৫) একটি শপিং ব্যাগসহ আটক করে।

    স্থানীয় সূত্রে জানান, মাদককারবারী টেকনাফ সাংবাদিক ফোরামের অন্যতম সদস্য। তাকে শপিং ব্যাগটি তল্লাশী করে ২০ হাজার ১০ পিস ইয়াবা, কিছু নগদ টাকা ও আইডি কার্ড পাওয়া যায়।

  • চরম দুর্ভোগে কক্সবাজার শহর বাসী

    চরম দুর্ভোগে কক্সবাজার শহর বাসী

     

    সাইফুল ইসলাম
    কক্সবাজার সদর প্রতিনিধি

    টানা কয়েকঘন্টার বৃষ্টিতেই জলবদ্ধতার সৃষ্টি হয় শহরজুড়ে। এসময় চরম দুর্ভোগে পড়তে হয় ব্যবসায়ী, নিচু এলাকায় বসবাসকারী লোকজন, যানবাহন চালক, পথচারীদের। মঙ্গলবার সকালের কয়েকঘন্টার ভারী বর্ষণে এমনই চিত্র ফুটে উঠে কক্সবাজার শহরের।
    কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জানা যায়, বর্ষা মৌসুম আসলেই আতংকিত হয়ে উঠেন কক্সবাজার শহরবাসী। এসময় বৃষ্টি যেন অভিশাপে রূপ নেয়। দীর্ঘ বছর ধরে চলা শহরের জলাবদ্ধতা সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজেও সমাধান মিলেনি। তাই আষাঢ়ের ভারী বর্ষণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। প্রতিটি সড়ক-উপসড়কের নাজুকতা, ড্রেইন দখল ও ক্রমান্বয়ে সরু হয়ে আসায় জলাবদ্ধতায় পৌরবাসীর কষ্টের মাত্রা বেড়েছে সীমাহীন।
    এদিকে বৃষ্টি হলেই শহরের বাজারঘাটা, বড় বাজার, বৌদ্ধ মন্দির সড়ক, বাহারছড়া বাজার এলাকা, সমিতি পাড়া, নুরপাড়া,বাচা মিয়া পাড়া টেকপাড়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
    কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকার ব্যবসায়ী নাজিম উদ্দিন বলেন, সামান্য বৃষ্টি হলেই বার্মিজ মার্কেট এলাকায় যেভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেখানে ব্যবসা করাতো দূরের কথা, নিজেরা পর্যন্ত ঠিকমত চলাফেরা করতে পারি না। অন্যদিকে একই সুরে কথা বললেন বড় বাজারের সবজি’র আতৎদার রাখাল বাবু। তিনি বলেন, বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি ময়লা-আবর্জনা দোকানে সামনে দিয়ে চলাচল করায় নিজেদের অনেক সবজিও নষ্ট হয়ে যায়।

  • অবৈধ অস্ত্রসহ এক রোহিঙ্গা ব্যবসায়ী আটক

    অবৈধ অস্ত্রসহ এক রোহিঙ্গা ব্যবসায়ী আটক

    অবৈধ অস্ত্রসহ এক রোহিঙ্গা ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫ সদস্যরা। অদ্য ১৫ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নুরালীপাড়া এলাকা থেকে এই রোহিঙ্গা অস্ত্রধারীকে আটক করা হয়েছে।

    কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নুরালীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি ওয়ানশুটারগান ও ০১ রাউন্ড তাজা কার্তুজসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

    কক্সবাজার র‍্যাব-১৫ মিডিয়া কর্মকর্তা আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, র‍্যাবের অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় টেকনাফের ২৬ নং ক্যাম্পের ব্লক আই/৯ এর রোহিঙ্গা মোস্তফা কামালের ছেলে নুর হাসান প্রকাশ বাইন্নাকে আটক করা হয়।
    পরবর্তীতে উপস্হিত লোকজনের সম্মুখে আটক ব্যক্তির দেহ তল্লাশী করে ১ টি দেশীয় ওয়ানশুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গা অস্ত্র ব্যবসায়ীকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।