Author: UkhiyaVoice24

  • কক্সবাজার পৌর নির্বাচনে ৭ মেয়রসহ ৮৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

    কক্সবাজার পৌর নির্বাচনে ৭ মেয়রসহ ৮৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

    কক্সবাজার প্রতিনিধি।

    কক্সবাজার পৌরসভার নির্বাচনের ঘোষিত তফশিল মতে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় গতকাল মঙ্গলবার (১৬ মে) বিকাল পর্যন্ত ৮৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলরের ৪ ওয়ার্ডে ১৬ জন এবং ১২ টি সাধারণ ওয়ার্ডে ৬৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

    কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘোষিত তফশিল মতে মনোনয়ন পত্র বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময় ২৫ মে আর ১২ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন।

    মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয় ঘীরে ছিল মানুষের ভীড়। মেয়র, কাউন্সিলর প্রার্থীরা আচরণ বিধি না মেনে বিপুল সংখ্যক সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করতে যান। যদিও কার্যালয়ে প্রবেশের আগে কয়েকজন প্রবেশ করে মনোনয়ন পত্র দাখিল করেন।

    কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারি ৭ প্রার্থী হলেন, আওয়ামীলীলীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক মো. মাহাবুবুর রহমান চৌধুরী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক মাসেদুল হক রাশেদ, তাঁর স্ত্রী জোসনা হক, স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়া, মোহাম্মদ আল যুবায়ের চৌধুরী, সাবেক মেয়র সরওয়ার কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জাহেদুর রহমান।

    ৪ টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর হিসেবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর শাহেনা আকতার পাকি ও ফাতেমা বেগম। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৬ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর ইয়াছমিন আকতার, রোকেয়া আক্তার কেয়া, জেসমিন আকতার, হেলেনাজ তাহেরা, সাবেকুন্নাহার ও চম্পা উদ্দিন। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর জাহেদা আক্তার, মমতাজ বেগম, সুমা দাশ, রোমেনা আফাজ, ছালেহা আক্তার, শাহিনা আক্তার শাহিন। ১০, ১১ ও ১২ ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ২ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর নাছিমা আকতার বকুল ও কোহিনুর ইসলাম।

    ১২ টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬৫ প্রার্থী। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ, জাহিদুল ইসলাম, মো. রিয়াজ উদ্দিন, মোস্তাক আহমদ, মো. আতিক উল্লাহ, রাহামত উল্লাহ ও আবদুল মান্নান। ২ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, এম জাফর আলম হেলালী, শাহেদুল আলম, ফাতেমা শারমিন। ৩ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন, আবুল হোসেন, করিম উল্লাহ, মিঠুন কান্তি দাশ, আমিনুল ইসলাম, আবু আদনান, মোহাম্মদ আমিনুল ইসলাম। ৪ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৯ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর মো. দিদারুল ইসলাম, আবদু গফ্ফর, মো. আবদুল মাজেদ, এহেছান উল্লাহ, মিজানুল করিম, আবদুল্লা আল মামুন রিয়াদ, শামশুল আলম, ওমর ফারুক ও সিরাজুল হক। ৫ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর সাহাব উদ্দিন, মামুনুর রশিদ, মো. তাহের আলম, গোলাম আরিফ লিটন, মোহাম্মদ জীবন। ৬ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৬ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর ওমর সিদ্দিক, মো. জাবেদ মোস্তফা, ফজল করিম, মো. রিয়াজ মোর্শেদ, মোহাম্মদ শাহজাহান, মো. জসীম উদ্দিন। ৭ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সরওয়ার ওসমান টিপু, শামশুল আলম, মো. সাফায়াত কামাল সৌরভ, মো. জাহেদুল হক ও জাফর আলম। ৮ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৪ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর রাজবিহারী দাশ, খোরশেদ আলম চৌধুরী, বেলাল হোসেন ও উজ্জ্বল কর। ৯ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, জাহেদুল ইসলাম জাহেদ, আবু ওবায়েদ্দীন নাছের। ১০ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ২ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর সালাউদ্দিন সেতু ও আবছার কামাল। ১১ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর নুর মোহাম্মদ, মো. সেলিম রেজা, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. শফিউল আলম, রিদুয়ান রশীদ, মো. মাইন উদ্দীন। ১২ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর এমএ মঞ্জুর, মো. এনামুল কবির, শামীম আহমেদ, মো. শহিদুল ইসলাম শহিদ, দিদারুল কবির।

    কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন, কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য বলছে, কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডের বর্তমান ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।

    কক্সবাজার পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ২৫ জুলাই। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামীলীগের প্রার্থী মুজিবুর রহমান। নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতিক নিয়ে রফিকুল ইসলাম, জামায়াত সমর্থিত নাগরিক কমিটির সরওয়ার কামাল ও জাতীয় পার্টির রুহুল আমিন শিকদার মেয়র পদে প্রার্থী ছিলেন।

  • জা‌হেদ বাহীনী হত্যা চেষ্টা মামলা উঠিয়ে নি‌তে বা‌দি‌কে প্রতি‌নিয়ত হুম‌কি দি‌চ্ছে

    জা‌হেদ বাহীনী হত্যা চেষ্টা মামলা উঠিয়ে নি‌তে বা‌দি‌কে প্রতি‌নিয়ত হুম‌কি দি‌চ্ছে

    নিজস্ব প্রতিবেদন,

    কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষাচর ইউনিয়‌নের জাহেদ বাহিনীর হামলায় টমটম চালক ইলিয়াসকে হত‌্যা চেষ্টা ও তার স্ত্রী এবং ক‌লেজপড়ুয়া ছাত্রকে পি‌ঠি‌য়ে জখম করা হয়েছে

    এঘটনায় বর্ণিত ইউনিয়নের রুস্তম আলী চৌধুরী পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা গুরা মিয়ার ছেলে টমটম চালক মোঃ ইলিয়াস বাদী হয়ে প্রধান হোতা জাহেদসহ ৭ জনকে অভিযুক্ত করে চকরিয়া থানায় লিখিত এজাহার দায়ের করেছে।

    গত ২৭ এপ্রিল সকাল ১১ টার দিকে ইউনিয়নের রুস্তম আলী চৌধুরী পাড়া এলাকায় টমটম চালকের বসত বাড়ীর সামনে রাস্তার উপর এঘটনা ঘটে।

    এঘটনার খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামী একই এলাকার স্থানীয় বাসিন্দা দৌলত মিয়ার ছেলে জাহেদ প্রকাশ জারামতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    এজাহার সূত্রে জানা যায়, জায়গা জমি ও পারিবারিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে উস্কানীমূলক কথা বলে ইলিয়াস ও তার স্ত্রীকে গালিগালাজ ও মারধর ক‌রে বিভিন্নভাবে জখমসহ হত্যার চেষ্টা করে দেশীয় অস্ত্রধারী জাহেদ বাহিনী।

    এর ধারাবাহিকতায় উপরের বর্ণিত সময়ে জাহেদ বাহিনী জনতাবদ্ধ দলবল সহ দেশিয় তৈরি ধারালো দা, কিরিস, লোহার রড, হাতুড়ি, লাঠিছোটা ও অস্ত্রসস্ত্র নিয়ে বর্ণিত এলাকায় ইলিয়াসের বসতবাড়ির সামনে চলাচলের রাস্তার মাঝখানে বাউন্ডারি নির্মাণ কাজ শুরু করে।

    এসময় ইলিয়াস বাঁধা প্রধান করলে জাহেদ তার বাহিনীর লোকজন নি‌য়ে হামলা শুরু করে এতে টমটম চালক ইলিয়াস ও তার স্ত্রী মাঠিতে লুটিয়ে পড়ে সা‌থে ক‌লেজ পড়ুয়া ছাত্র ইলিয়া‌সের ভাইপুও আহত হয়। জাহেদ ও তার বাহিনী ইলিয়াসের স্ত্রী শরীরের শ্লীলতাহানীর চেষ্টা করে শেষ‌মেষ গলায় থাকা স্বর্ণে‌র চেইন নিয়ে পালিয়ে যায়। আহতদের শোর চিৎকার শু‌নে স্থানীয়রা এগিয়ে এসে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন‌্য হাসপাতালে প্রেরণ করে।

    এ ঘটনায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ চক্রবর্তীর সাথে কথা হলে তিনি জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও প্রধান আসামীকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, এবং পালাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

    মামলায় গ্রেফতা‌রের পর থে‌কে জা‌হেদ বাহীনীর সদস‌্যরা ইলিয়া‌সের স্ত্রীর নাম্বা‌রে ফোন ক‌রে বি‌ভিন্ন সময় হুম‌কি দি‌চ্ছে মামলা উঠি‌য়ে না ফেল‌লে আবার হামলা কর‌বে এবং বি‌ভিন্ন মিথ‌্যা মামলায় ফা‌ঁসি‌য়ে দি‌বে

    স্থানীয় এলাকাবাসীর সাথে কথা হলে জানা যায়, এ জাহেদ বাহিনীর লোকজ‌নের বি‌রো‌দ্ধে এলাকায় চুরি, ছিনতায় অ‌ন্যের জায়গা কন্ট্রা‌কে দখল ক‌রে দেওয়াসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত থাকার অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে।

    অ‌ভি‌যুক্ত জা‌হেদ বাহীনীর বা‌কি সদস‌্যদে‌র গ্রেপ্তারের জন্য সং‌শ্লিস্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

  • স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ শেখরের শুভ জন্মদিন পালিত হয়

    স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ শেখরের শুভ জন্মদিন পালিত হয়

    শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া।

    কক্সবাজারের উখিয়া উপজেলা সদর স্টেশনে অবস্থিত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হোটেল কাশ্মীরি কিচেন এন্ড বিরয়ানী হাউজ এর স্বত্বাধিকারী ও উখিয়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শেখরের শুভ জন্মদিন অনুষ্ঠান সুন্দর ও মনোরম পরিবেশের মধ্য দিয়ে আলোকপাত সৃষ্টি করেছে।

    ১৫ মে ২০২৩ খ্রিঃ সোমবার সন্ধ্যার দিকে এই নেতার শুভ জন্মদিন অনুষ্ঠান পালনে একটাই স্লোগান “জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো” এই স্লোগান কে সামন বুকে ধারণ করে,”বিসমিল্লাহ্” শব্দ উচ্চারণে শুরু হয় কেক কাটা ও বিরয়ানী আপ্যায়ন।

    শুভ জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত শুভাকাঙ্ক্ষী বৃন্দরা বলেন আজ এমন একটি দিন এমন একটি সুন্দর মুহুর্তকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর উখিয়া উপজেলার যুগ্ম সম্পাদকের শুভ জন্ম দিন অনুষ্ঠান বিশাল পরিসরের আয়োজন কে আমরা মোবারক বাদ জানাই।

    সফল চিন্তায় চেতনায় উখিয়া সদর স্টেশন মসজিদ মার্কেট এর ২য় তলায় অবস্থিত (24) আওয়াজ হোটেল কাশ্মীরী কিচেনে সকলের উপস্থিতিতে প্রিয় নেতার শুভ জন্ম দিন অনুষ্ঠান ঝাঁকঝমক ভাবে পালিত হয়।

    উক্ত জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার সাংবাদিক সংগঠন “উপজেলা প্রেসক্লাব-উখিয়া’র” সভাপতি এম আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী, এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবাধিকার কর্মী ও হোটেল শ্রমিক ফেডারেশনের কর্মীরাসহ মিলে মহান রবের নিকট প্রিয় নেতার দীর্ঘ আয়ু কামনা করে দোয়া প্রার্থনার মধ্য দিয়ে শুভ জন্ম দিন অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

  • উখিয়ায় ঘূর্ণিঝড় এ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন জাহাঙ্গীর কবির চৌধুরী

    উখিয়ায় ঘূর্ণিঝড় এ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন জাহাঙ্গীর কবির চৌধুরী

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার।

    কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ঘুর্ণিঝড় মোখার প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান হোসেন সজীব মহোদয়ের মাধ্যমে রাজাপালং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের এতিম খানা ও হেফজ খানার ছেলেদের জন্য শুকনো খাবার পৌঁছে দেওয়ার জন্য ইউপি সদস্য ও এতিম খানা ও হেফজ খানার শিক্ষক প্রতিনিধিদের কাছে এই শুকনো খাবার গুলো হস্তান্তর করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী। তিনি আরও বলেন ঘূর্ণিঝড় মোখা ধেয়ে আসার খবরের পর পরেই আমরা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের পদক্ষেপ গ্রহণ করি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে।

    ১৫ মে ২০২৩ খ্রিঃ সোমবার রাজাপালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাজাপালং ইউনিয়নের বিভিন্ন এতিম খানার ও হেফজ খানার মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন, ইউপি সদস্য ইকবাল বাহার মেম্বার, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষযক সম্পাদক কাজি আকতার উদ্দিন টুনু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিমসহ রাজাপালং ইউনিয়ন সচিব, গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এসব ত্রাণের মধ্যে চিড়া, চিনি, বিস্কিট, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি রয়েছে।

  • মহাবিপদ সংকেতের আওতামুক্ত ৫ জেলার মধ্যে ঝুঁকিতে কক্সবাজার

    মহাবিপদ সংকেতের আওতামুক্ত ৫ জেলার মধ্যে ঝুঁকিতে কক্সবাজার

    নিজস্ব প্রতিবেদক।

    ঘূর্ণিঝড় মোখা ইতিমধ্যেই কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরের কাছাকাছি চলে এসেছে। চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে মোখা। পাশাপাশি উপকূলীয় জেলা বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতামুক্ত ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর।

    শনিবার (১৩ মে) সকালে প্রচারিত আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১৩ নম্বর বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

    আবহাওয়া বিশেষজ্ঞ মুহম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বড় ধরনের ঝড় আসছে। তবে উপকূলের কাছাকাছি কিছু জায়গায় আছে যেখানেতেমন প্রভাব পড়বে না। তিনি আরও বলেন, কিছু ছোট দ্বীপ ও এলাকা প্লাবিত হবে না।

    ঘূর্ণিঝড়ে ‘মোখা’ শুক্রবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আগামীকাল রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে।

    এ অবস্থায় কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। এসব জেলায় ৫ থেকে ৭ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

  • নিজের মালিকানাধীন রিসোর্টকে জনগণের জন্য আশ্রয় কেন্দ্র ঘোষণা করলেন-সাবেক এমপি বদি

    নিজের মালিকানাধীন রিসোর্টকে জনগণের জন্য আশ্রয় কেন্দ্র ঘোষণা করলেন-সাবেক এমপি বদি

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, উখিয়া কক্সবাজার।

    ঘূর্নিঝড় মোখায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও জনগণের জানমাল রক্ষায় নিজের মালিকানাধীন সানরাইজ রিসোর্টকে জনগণের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য জনাব আবদুর রহমান বদি।
    বৃহস্পতিবার রাত ১০ ঘটিকার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই ঘোষনা দেন।

    এ ব্যাপারে জানতে চাইলে আবদুর রহমান বদি বলেন, ইতোমধ্যে আবহাওয়া বার্তায় বলা হয়েছে সম্ভাব্য ঘূর্নিঝড় মোখা আগামী দুই এক দিনের মধ্যে উপকূলে আঘাত আনতে পারে। আর এই আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে। সেজন্য দ্বীপবাসীর কথা চিন্তা করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
    আশ্রয় কেন্দ্রের পাশাপাশি অন্যান্য সহযোগিতাও দেওয়া হবে বলে তিনি জানান।

    সাবেক এমপি বদি আরো বলেন, উখিয়া-টেকনাফবাসীকে ঘূর্নিঝড়ের ব্যাপারে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

    দুর্যোগের পরেও পাশে থাকবেন বলে জানান সাবেক এই এমপি।

  • উখিয়ার ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পূনরায় নিয়োগ দিতে হবে

    উখিয়ার ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পূনরায় নিয়োগ দিতে হবে

    নিজস্ব প্রতিবেদন।

    আমাদের দাবি মানতে হবে।
    ষড়যন্ত্রকারী জালাল আহমদ চৌধুরী নিপাতযাক, গফুর আলম স্যার জিন্দাবাদ, স্যারকে পূনরায় নিয়োগ দিতে হবে, এই স্লোগান ধারণ করে কক্সবাজারের উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের পূর্ব অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গফুর আলম কে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জালাল আহমদ চৌধুরী ষড়যন্ত্র ও ১২ লাখ টাকা ঘোষ দিতে না পারায় প্রধান শিক্ষককের দায়িত্ব থেকে প্রত্যহার করে অন্য একজন শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ করা হয়।

    ডেইলপাড়া উচ্চ বিদ্যালয় ২০০৭ ইংরেজি হইতে শুরু হয়ে ২০২৩ ইংরেজি পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন মোঃ গফুর আলম, ২০২২ ইংরেজিতে অত্র বিদ্যালয় এমপিওভূক্ত হওয়ার পর পরেই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জালাল আহমদ চৌধুরী ১২ লাখ টাকা ঘোষ চেয়েছেন, ঘোষ দিতে না পারায় প্রধান শিক্ষককের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছেন বলে জানান অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও প্রাক্তন ছাত্র ছাত্রী। শুধু তাই নয়, এমপিওভূক্ত হওয়ার পর পরেই জালাল আহমদ চৌধুরীর ছেলে ও পুত্রবধুকে নিয়োগ দেওয়া হয়। শুধু তাই নয়, অন্য শিক্ষকদের থেকেও ঘোষ নিয়েছেন বলে প্রমাণ করতে চান তারা, পরবর্তী পাস হয়ে যাওয়ার পর মাওলানা আব্দু শুক্কুরকে টাকা ফেরত দিতে রাজি হয় বলে জানান।

    সেখান থেকে গত ২০ দিন ধরে প্রধান শিক্ষক মোঃ গফুর আলম স্যারকে বহিষ্কার করা হলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধন।

    যদি আমাদের দাবি না মানলে পূনরায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান।

  • প্রধানমন্ত্রী বরাবরে ইউএনও’কে বিএমএসএফ এর স্মারকলিপি প্রদান

    প্রধানমন্ত্রী বরাবরে ইউএনও’কে বিএমএসএফ এর স্মারকলিপি প্রদান

    মোস্তাক আহমদ, টেকনাফ

    সারাদেশের ন‍্যায় সীমান্ত উপজেলা টেকনাফেও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে উপজেলা প্রশাসন এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

    রবিবার (০৭ মে) দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এর নির্দেশনায় ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) টেকনাফ উপজেলা শাখা উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করেন।

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান এর নিকট মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিটি প্রদান করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আরাফাত সানি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক মোস্তাক আহমদ, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসলাম।

    স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ ক্যান্টিন এর হল রুমে সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আরাফাত সানী’র পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি ইব্রাহিম মাহমুদ।
    সভায় সাংবাদিকগণ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দ্রুত জাতীয় গণমাধ্যম সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।

  • ঈদগাঁওতে কৃষি জমির ধান লুটের অভিযোগ

    ঈদগাঁওতে কৃষি জমির ধান লুটের অভিযোগ

    ঈদগাঁও- প্রতিনিধি,

     

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সমাজ সেবক, চান্দের ঘোনার এলাকার জমিদার, জনগনের প্রিয় বন্ধু সৌদি প্রবাসী রমিজ আহমেদের বিরুদ্ধে জোরপূর্বক কৃষি জমি দখল ও প্রায় এক একর কৃষি জমির ধান লুটের অভিযোগ উঠেছে।

    এঘটনায় রমিজসহ ৬ জনের বিরুদ্ধে ঈদগাঁও থানায় অভিযোগ ও আদালতে মামলা করা হয়েছে বলে জানা গেছে।অভিযুক্তরা হলেন,মৃত আমির আলীর ছেলে রমিজ আহমদ, অছিউর রহমান,মতিউর রহমান,লাল মিয়ার স্ত্রী সামারুক,আমির সুলতানের স্ত্রী লায়লা বেগম,মুফিজুর রহমানের স্ত্রী রোজিনা আক্তার।
    মঙ্গলবার ২ মে সকালে ঈদগাঁও ইউনিয়নের চাঁন্দের ঘোনা এলাকায় এঘটনা ঘটে।

    জানা যায়,বর্ণিত উপজেলার ঈদগাঁও ইউনিয়নের চান্দের ঘোনা এলাকার মৃত আমির আলীর ছেলে রমিজ আহমেদ গং একই এলাকার মোহাম্মদ শফির ছেলে আমান উল্লাহ গং এর কৃষি জমি দখলের চেষ্টা করলে আমান উল্লাহ বাদী হয়ে ১৮ জানুয়ারী ২০২৩ ইংরেজি তারিখে রমিজ আহামদসহ ৬ জনের বিরুদ্ধে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে মামলা দায়ের করেন।

    আদালতে দায়ের মামলা অভিযোগ সূত্রে জানা যায়,এস খতিয়ান নং-২৫৩ নং খতিয়ান হইতে অধীনের আমান উল্লাহর পিতা ক্রয় করিয়া ক্রয় সূত্রে মালিকানা লাভ করিয়া তাহার নামে বি,এস ৫০ নং সৃজিত খতিয়ান চূড়ান্ত প্রচার আছে। যাহার বিরোধীয় বি. এস দাগ নং১২২৩, ১২২৪, ১২২৭, জমির পরিমান ৯৩.৩৪ শতক নাল জমির সন সন খাজনাদী দাখিল করিয়া আসিতেছি। ইহাতে ২য়পক্ষগনের কোন ধরনের স্বত্ত্ব সামিতা নাই ও ছিল না। সম্প্রতি দেশে জায়গা জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় রমিজ আহমদ স্বত্ব দখলীয় জমিতে পরধনপোতী লুলোপ দৃষ্টি পড়ায় অধীনের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ভোগ দখলীয় জমি গায়ের জোরে জবর- দখল করার পায়তারা চালানো হচ্ছে।তারই ধারাবাহিকতায় রমিজ এর ভাড়াটিয়া মাস্তান ও সন্ত্রাসী নিয়া অধীনের জমিতে অনধিকার প্রবেশ করিয়া মারাত্মক অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া নিম্ন তপশীলোক জমিতে উপস্থিত হইয়া অধীনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতঃ অধীনকে প্রাণ নাশের হুমকি প্রদান করেন।

    আদালত মামলাটি কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে বাদীপক্ষ।

    এরপরই ঈদগাঁও থানা পুলিশ ও কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে বলে জানিয়েছেন।

    আদালতে মামলা চলমান থাকলে ও উপরের বর্ণিত সময়ে ১৪৬ ধারা অমান্য করে রমিজ আহমদ গং জোরপূর্বক কৃষি জমির ধান কেটে নিয়ে যায়।

    ভুক্তভোগী আমান উল্লাহ জানান,আমি কাজের থাকার সুযোগ বুঝে অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া আমার ধান গুলো কেটে নিয়ে যায়।

    জানতে চাইলে অভিযোগ উঠা রমিজ আহমদ বলেন, ‘আমার বিরুদ্ধে ধান লুটের অভিযোগ মিথ্যা। আমার জমির ধান আমি কেটে নিয়ে এসেছি।

    বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কৃতপক্ষে হস্থক্ষেপ কামনা করেন ভুক্তভোগী ও এলাকাবাসীরা।

  • পোকখালীতে যুবনেতার উপর বর্বরোচিত হামলাঃ এলাকাবাসীর মানববন্ধন

    পোকখালীতে যুবনেতার উপর বর্বরোচিত হামলাঃ এলাকাবাসীর মানববন্ধন

    ইমরান তাওহীদ রানা- ঈদগাঁও,

     

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে আজিজুল হক রুবেলকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় ফুঁসে উঠেছেন স্থানীয় জনতা।

    শনিবার (৬ মে) বিকাল ৩ টায় স্থানীয় মুসলিম বাজারে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে স্থানীয় সর্বস্তরের সচেতন জনতা।
    সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন হাবিবুর রহমান হাবিব, শাহাব উদ্দিন, সালাহ উদ্দিন কাদের, মোসলেহ উদ্দিন, ইসমাইল, কুতুব উদ্দিন, শাহজাহান ও হামলার শিকার আজিজুল হক রুবেল।

    এর উপস্থিত ছিলেন মমতাজুল হক, আবদুচ শুক্কুর, আবদুল জব্বার, শফিউল আলম তাজ, রফিকুল ইসলাম, মোঃ শফিউল মোস্তফা, মোর্শেদুর রহমান বিপ্লব সহ এলাকার নারী, পুরুষ ও শিক্ষার্থীরা।
    বক্তারা বলেন, ঈদগাঁও উপজেলার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী , সেবামূলক কাজের অন্যতম উদ্যোক্তা, স্থানীয় আজিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক রুবেলকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলার যে ঘটনা ঘটানো হয়েছে তা অত্যন্ত অমানবিক ও হৃদয়বিদারক। এ ঘটনা যারা সংঘটিত করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
    অন্যথায় এলাকার সর্বস্তরের জনতা এসব অপরাধীদের শায়েস্তা করতে বাধ্য হবে ।
    এ ব্যাপারে ভিক্ষোভকারীরা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

    শেষে এ সংক্রান্ত ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে আজিজুল হক রুবেল বলেন, ঘটনাটিকে মহলবিশেষ পারিবারিক ঘটনায় রূপ দেয়ার চক্রান্ত চালাচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমাকে হত্যার উদ্দেশ্যেই কুচক্রীমহল হামলার ঘটনাটি ঘটিয়েছে। অথচ ভাগ্যক্রমে আমি বেঁচে গেছি । মূল হামলাকারীরা এলাকায় বিভিন্ন মামলাবাজির সাথে জড়িত। তাদের সাথে ষড়যন্ত্রকারীরা মিলে নানা অপকর্ম করে যাচ্ছে। কেউ প্রতিবাদ করলে তারা মামলায় ফাঁসিয়ে দেবে মর্মে হুমকি ধমকি দিচ্ছে।

    এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগী রুবেল।